ETV Bharat / bharat

বেঙ্গালুরুর দোকানে প্রথম দিনেই বিক্রি 4.1 কোটি টাকার মদ - Liquor Shop

কর্নাটকের রাজস্ব দপ্তর জানিয়েছে, 3.9 লাখ লিটার বিয়ার ও 8.5 লাখ লিটার দেশি মদসহ মোট 45 কোটি টাকার মদ বিক্রি হয়েছে কর্নাটকে ।

Liquor Shop
প্রতীকি ছবি
author img

By

Published : May 5, 2020, 3:32 PM IST

Updated : May 5, 2020, 6:15 PM IST

বেঙ্গালুরু, 5 মে : 40 দিন পর আংশিক শিথিল হয়েছে লকডাউন । খুলেছে মদের দোকান । আর মদের দোকান খুলতে না খুলতেই লক্ষ্মীলাভ বেঙ্গালুরুর এক দোকানে । প্রথম দিনেই বিক্রি হল 4.1 কোটি টাকার মদ ।

শুধুমাত্র বেঙ্গালুরুই নয়, দেশের সমস্ত প্রান্তেই গতকাল থেকে একই ছবি মদের দোকানের বাইরে । দোকানের বাইরে ভিড় বেড়েছে সুরাপ্রেমীদের । দিল্লিতে মদের সর্বোচ্চ বিক্রয় মূল্যের উপর বিশেষ কোরোনা ফি বাবদ 70 শতাংশ রাজস্ব বসানো হয়েছে । তা সত্ত্বেও দোকানে ভিড় করেছেন মানুষ । পকেটে টান পড়লেও , আমোদে রাশ টানতে নারাজ সুরাপ্রেমীরা ।

বেঙ্গালুরুর ওই দোকানটি এশিয়ার সবথেকে বড় মদের দোকান । গতকাল লকডাউন আংশিক শিথিল হতেই সেখানে 4.1 কোটি টাকার মদ বিক্রি হল । কর্নাটকের রাজস্ব দপ্তর জানিয়েছে, 3.9 লাখ লিটার বিয়ার ও 8.5 লাখ লিটার দেশি মদসহ মোট 45 কোটি টাকার মদ বিক্রি হয়েছে কর্নাটকে ।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, মদ কিনতে গেলে মুখে মাস্ক থাকা আবশ্যক । মাস্ক ছাড়া দেওয়া হচ্ছে না মদ । মানতে হচ্ছে সামাজিক দূরত্বও । পাশাপাশি দোকানের ভিতরে একসঙ্গে পাঁচজনের বেশি ক্রেতার প্রবেশও নিষেধ ।

শেষ পর্যন্ত দোকানে ভিড় এত বাড়তে থাকে যে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয় ওই মদের দোকান সংলগ্ন এলাকায় ।

বেঙ্গালুরু, 5 মে : 40 দিন পর আংশিক শিথিল হয়েছে লকডাউন । খুলেছে মদের দোকান । আর মদের দোকান খুলতে না খুলতেই লক্ষ্মীলাভ বেঙ্গালুরুর এক দোকানে । প্রথম দিনেই বিক্রি হল 4.1 কোটি টাকার মদ ।

শুধুমাত্র বেঙ্গালুরুই নয়, দেশের সমস্ত প্রান্তেই গতকাল থেকে একই ছবি মদের দোকানের বাইরে । দোকানের বাইরে ভিড় বেড়েছে সুরাপ্রেমীদের । দিল্লিতে মদের সর্বোচ্চ বিক্রয় মূল্যের উপর বিশেষ কোরোনা ফি বাবদ 70 শতাংশ রাজস্ব বসানো হয়েছে । তা সত্ত্বেও দোকানে ভিড় করেছেন মানুষ । পকেটে টান পড়লেও , আমোদে রাশ টানতে নারাজ সুরাপ্রেমীরা ।

বেঙ্গালুরুর ওই দোকানটি এশিয়ার সবথেকে বড় মদের দোকান । গতকাল লকডাউন আংশিক শিথিল হতেই সেখানে 4.1 কোটি টাকার মদ বিক্রি হল । কর্নাটকের রাজস্ব দপ্তর জানিয়েছে, 3.9 লাখ লিটার বিয়ার ও 8.5 লাখ লিটার দেশি মদসহ মোট 45 কোটি টাকার মদ বিক্রি হয়েছে কর্নাটকে ।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, মদ কিনতে গেলে মুখে মাস্ক থাকা আবশ্যক । মাস্ক ছাড়া দেওয়া হচ্ছে না মদ । মানতে হচ্ছে সামাজিক দূরত্বও । পাশাপাশি দোকানের ভিতরে একসঙ্গে পাঁচজনের বেশি ক্রেতার প্রবেশও নিষেধ ।

শেষ পর্যন্ত দোকানে ভিড় এত বাড়তে থাকে যে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয় ওই মদের দোকান সংলগ্ন এলাকায় ।

Last Updated : May 5, 2020, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.