চেন্নাই, 9 মে : লকডাউনে দুবাইয়ে আটকে পড়েছিলেন অনেক ভারতীয় । এরকমই 350 জনকে নিয়ে আজ চেন্নাই পৌঁছাল দুটি বিশেষ বিমান । পাশাপাশি আরও চারটি বিমানে করে লকডাউনে বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের আজ ফিরিয়ে আনা হয় ।
প্রথম বিমানটি তিন জন শিশু-সহ 182 জন ভারতীয় নাগরিককে নিয়ে বাহারিনের মানামা থেকে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় । আর দ্বিতীয় বিমানটি 177 জন ভারতীয়কে নিয়ে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে । একটি বিবৃতিতে জানানো হয়, প্রথম বিমানে আসা 182 জন যাত্রীর ইতিমধ্যেই স্ক্রিনিং শুরু হয়ে গেছে । স্বাস্থ্যবিধি অনুযায়ী তাঁরা এখন কোয়ারানটিনে থাকবেন ।
কোরোনা ভাইরাসের প্রকোপ থেকে এখনও রেহাই পায়নি বিশ্ব । তাই ভারত নিজের নাগরিকদের অন্যান্য দেশ থেকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে । এই উদ্যোগকে নাম দেওয়া হয়েছে "বন্দে ভারত মিশন" । বৃহস্পতিবার থেকে এই মিশন শুরু হয়েছে । গতকাল এই মিশনের দ্বিতীয় দিনে ভারতে চারটি বিমান অবতরণ করেছে ।
আজ একদিকে দুবাই থেকে দুটি বিশেষ বিমানে করে চেন্নাই পৌঁছান 350 জন ভারতীয় । অন্যদিকে এয়ার ইন্ডিয়ার বিমানে সিঙ্গাপুর থেকে দিল্লি পৌঁছান 234 জন ভারতীয় । এয়ার ইন্ডিয়ার আর একটি বিমান ঢাকা থেকে শ্রীনগরে ভারতীয়দের নিয়ে অবতরণ করে । পাশাপাশি কেরালার কোঝিকোড়েও রিয়াদ থেকে একটি বিমান পৌঁছায় । সরকারের এই "বন্দে ভারত মিশন"-এর আওতায় এখনও পর্যন্ত 64 বিমান ও তিনটি নৌসেনার জাহাজে বিদেশে আটকে থাকা প্রায় 15 হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে ।