দিল্লি ও শিমলা, 17 অগস্ট : প্রবল বর্ষণের জেরে উত্তর ভারতে মৃত্যু হয়েছে 30 জনের ৷ বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ নেমেছে ধস ৷ দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশে জারি হয়েছে সতর্কতা ৷ যমুনার জলস্তরও বইছে বিপদসীমার (205.33 মিটার) উপর দিয়ে ৷ উত্তর ভারতে জখম হয়েছে 12 জন ৷
প্রবল বৃষ্টি আর তার জেরে ভূমিধস, তাতেই বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন । বৃষ্টির জেরে শুধু হিমাচল প্রদেশেই মৃত্যু হয়েছে 23 জনের ৷ শিমলায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ দেরাদুন, পাওরি-গাড়োয়াল, নৈনিতালও বিপর্যস্ত ৷ প্রায় 70 বছর পর হিমাচলে টানা 24 ঘণ্টা বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন ৷
হিমাচল প্রদেশ ছাড়াও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাখণ্ড ৷ এই রাজ্যে মৃত্যু হয়েছে 4 জনের ৷ নিখোঁজ 10 জনেরও বেশি ৷ এই রাজ্যে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে উত্তরকাশি জেলা ৷ আরাকোট, মাকুরি, তিকোচি গ্রামে অসংখ্য বাড়ি ধসে গিয়েছে ৷ পঞ্জাবের অওল গ্রামে বাড়ির ছাদ ধসে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে ৷
-
Kullu: Incessant rain has led to flooding in the district; two persons have lost their lives in flood-related incidents in Kullu. #HimachalPradesh (18-8-2019) pic.twitter.com/YC0QrijIJY
— ANI (@ANI) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Kullu: Incessant rain has led to flooding in the district; two persons have lost their lives in flood-related incidents in Kullu. #HimachalPradesh (18-8-2019) pic.twitter.com/YC0QrijIJY
— ANI (@ANI) August 18, 2019Kullu: Incessant rain has led to flooding in the district; two persons have lost their lives in flood-related incidents in Kullu. #HimachalPradesh (18-8-2019) pic.twitter.com/YC0QrijIJY
— ANI (@ANI) August 18, 2019
দিল্লি প্রশাসনের তরফে রাজধানী ও পার্শ্ববর্তী অঞ্চলে যাঁরা তুলনামূলক নিচু এলাকায় বাস করেন, তাঁদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে ৷ হরিয়ানার হথনীকুণ্ড বাঁধ থেকে ৮ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যমুনায়। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য চেয়েছে রাজ্য সরকার ।
-
Himachal Pradesh: National Highway (NH) 3 between Manali and Kullu partially damaged following heavy rainfall in the state. pic.twitter.com/ksmM9bGz5M
— ANI (@ANI) August 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Himachal Pradesh: National Highway (NH) 3 between Manali and Kullu partially damaged following heavy rainfall in the state. pic.twitter.com/ksmM9bGz5M
— ANI (@ANI) August 19, 2019Himachal Pradesh: National Highway (NH) 3 between Manali and Kullu partially damaged following heavy rainfall in the state. pic.twitter.com/ksmM9bGz5M
— ANI (@ANI) August 19, 2019
গঙ্গা, যমুনা, ঘাগরার জলস্তরও বাড়ছে ক্রমশ ৷ বদায়ুন, গড়মুক্তেশ্বর, নারাউরা, ফারুখাবাদে গঙ্গার জলস্তর বইছে বিপদসীমার উপর দিয়ে ৷ শিমলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর । হিমাচল প্রদেশের একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি রয়েছে ।
রবিবার সকালে কিন্নাউর-এর রিব্বা এলাকায় প্রবল বৃষ্টির জেরে ভূমিধসের কারণে ৫ নম্বর জাতীয় সড়ক কার্যত বন্ধ ছিল । শনিবার প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের জেরে হিমাচল প্রদেশ জুড়ে ৩২৩টি রাস্তা অবরুদ্ধ ছিল । ধসের কারণে চণ্ডীগড়-মানালি এবং শিমলা-কিন্নাউর জাতীয় সড়ক-সহ একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত । ধসের জেরে 13টি জাতীয় সড়ক সহ 887টি রাস্তা সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ৷ যার জেরে আটকে পড়েন অনেকে । আজ শিমলা, সোলান, কুলু এবং বিলাসপুর জেলার স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রত্যেক ডেপুটি কমিশনারকে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে । সেইসঙ্গে হড়পা বানের আশঙ্কা থাকায় পর্যটকদের নদী তীরবর্তী এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও ৷
প্রবল বৃষ্টির কারণে হিমাচল প্রদেশের মান্ডি জেলার বালিচৌকি এলাকায় ধসে গিয়েছে রাস্তা । একাধিক এলাকায় জমা হয়েছে আবর্জনার স্তূপ । চাম্বা বাসস্ট্যান্ডের কাছে রাস্তায় ফাটল ধরায় বড় গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল গতকাল ।