ETV Bharat / bharat

উত্তর ভারতে প্রবল বৃষ্টিতে মৃত 30, বিপর্যস্ত হিমাচল-উত্তরাখণ্ড - উত্তর ভারত বর্ষা

প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত উত্তর ভারত ৷ মৃত্যু হয়েছে 30 জনের

হিমাচলে বৃষ্টি
author img

By

Published : Aug 19, 2019, 8:40 AM IST

Updated : Aug 19, 2019, 10:52 AM IST

দিল্লি ও শিমলা, 17 অগস্ট : প্রবল বর্ষণের জেরে উত্তর ভারতে মৃত্যু হয়েছে 30 জনের ৷ বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ নেমেছে ধস ৷ দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশে জারি হয়েছে সতর্কতা ৷ যমুনার জলস্তরও বইছে বিপদসীমার (205.33 মিটার) উপর দিয়ে ৷ উত্তর ভারতে জখম হয়েছে 12 জন ৷

প্রবল বৃষ্টি আর তার জেরে ভূমিধস, তাতেই বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন । বৃষ্টির জেরে শুধু হিমাচল প্রদেশেই মৃত্যু হয়েছে 23 জনের ৷ শিমলায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ দেরাদুন, পাওরি-গাড়োয়াল, নৈনিতালও বিপর্যস্ত ৷ প্রায় 70 বছর পর হিমাচলে টানা 24 ঘণ্টা বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন ৷

হিমাচল প্রদেশ ছাড়াও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাখণ্ড ৷ এই রাজ্যে মৃত্যু হয়েছে 4 জনের ৷ নিখোঁজ 10 জনেরও বেশি ৷ এই রাজ্যে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে উত্তরকাশি জেলা ৷ আরাকোট, মাকুরি, তিকোচি গ্রামে অসংখ্য বাড়ি ধসে গিয়েছে ৷ পঞ্জাবের অওল গ্রামে বাড়ির ছাদ ধসে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে ৷

দিল্লি প্রশাসনের তরফে রাজধানী ও পার্শ্ববর্তী অঞ্চলে যাঁরা তুলনামূলক নিচু এলাকায় বাস করেন, তাঁদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে ৷ হরিয়ানার হথনীকুণ্ড বাঁধ থেকে ৮ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যমুনায়। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য চেয়েছে রাজ্য সরকার ।

গঙ্গা, যমুনা, ঘাগরার জলস্তরও বাড়ছে ক্রমশ ৷ বদায়ুন, গড়মুক্তেশ্বর, নারাউরা, ফারুখাবাদে গঙ্গার জলস্তর বইছে বিপদসীমার উপর দিয়ে ৷ শিমলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর । হিমাচল প্রদেশের একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি রয়েছে ।

রবিবার সকালে কিন্নাউর-এর রিব্বা এলাকায় প্রবল বৃষ্টির জেরে ভূমিধসের কারণে ৫ নম্বর জাতীয় সড়ক কার্যত বন্ধ ছিল । শনিবার প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের জেরে হিমাচল প্রদেশ জুড়ে ৩২৩টি রাস্তা অবরুদ্ধ ছিল । ধসের কারণে চণ্ডীগড়-মানালি এবং শিমলা-কিন্নাউর জাতীয় সড়ক-সহ একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত । ধসের জেরে 13টি জাতীয় সড়ক সহ 887টি রাস্তা সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ৷ যার জেরে আটকে পড়েন অনেকে । আজ শিমলা, সোলান, কুলু এবং বিলাসপুর জেলার স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রত্যেক ডেপুটি কমিশনারকে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে । সেইসঙ্গে হড়পা বানের আশঙ্কা থাকায় পর্যটকদের নদী তীরবর্তী এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও ৷

প্রবল বৃষ্টির কারণে হিমাচল প্রদেশের মান্ডি জেলার বালিচৌকি এলাকায় ধসে গিয়েছে রাস্তা । একাধিক এলাকায় জমা হয়েছে আবর্জনার স্তূপ । চাম্বা বাসস্ট্যান্ডের কাছে রাস্তায় ফাটল ধরায় বড় গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল গতকাল ।

দিল্লি ও শিমলা, 17 অগস্ট : প্রবল বর্ষণের জেরে উত্তর ভারতে মৃত্যু হয়েছে 30 জনের ৷ বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ নেমেছে ধস ৷ দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশে জারি হয়েছে সতর্কতা ৷ যমুনার জলস্তরও বইছে বিপদসীমার (205.33 মিটার) উপর দিয়ে ৷ উত্তর ভারতে জখম হয়েছে 12 জন ৷

প্রবল বৃষ্টি আর তার জেরে ভূমিধস, তাতেই বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন । বৃষ্টির জেরে শুধু হিমাচল প্রদেশেই মৃত্যু হয়েছে 23 জনের ৷ শিমলায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ দেরাদুন, পাওরি-গাড়োয়াল, নৈনিতালও বিপর্যস্ত ৷ প্রায় 70 বছর পর হিমাচলে টানা 24 ঘণ্টা বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন ৷

হিমাচল প্রদেশ ছাড়াও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাখণ্ড ৷ এই রাজ্যে মৃত্যু হয়েছে 4 জনের ৷ নিখোঁজ 10 জনেরও বেশি ৷ এই রাজ্যে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে উত্তরকাশি জেলা ৷ আরাকোট, মাকুরি, তিকোচি গ্রামে অসংখ্য বাড়ি ধসে গিয়েছে ৷ পঞ্জাবের অওল গ্রামে বাড়ির ছাদ ধসে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে ৷

দিল্লি প্রশাসনের তরফে রাজধানী ও পার্শ্ববর্তী অঞ্চলে যাঁরা তুলনামূলক নিচু এলাকায় বাস করেন, তাঁদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে ৷ হরিয়ানার হথনীকুণ্ড বাঁধ থেকে ৮ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যমুনায়। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য চেয়েছে রাজ্য সরকার ।

গঙ্গা, যমুনা, ঘাগরার জলস্তরও বাড়ছে ক্রমশ ৷ বদায়ুন, গড়মুক্তেশ্বর, নারাউরা, ফারুখাবাদে গঙ্গার জলস্তর বইছে বিপদসীমার উপর দিয়ে ৷ শিমলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর । হিমাচল প্রদেশের একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি রয়েছে ।

রবিবার সকালে কিন্নাউর-এর রিব্বা এলাকায় প্রবল বৃষ্টির জেরে ভূমিধসের কারণে ৫ নম্বর জাতীয় সড়ক কার্যত বন্ধ ছিল । শনিবার প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের জেরে হিমাচল প্রদেশ জুড়ে ৩২৩টি রাস্তা অবরুদ্ধ ছিল । ধসের কারণে চণ্ডীগড়-মানালি এবং শিমলা-কিন্নাউর জাতীয় সড়ক-সহ একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত । ধসের জেরে 13টি জাতীয় সড়ক সহ 887টি রাস্তা সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ৷ যার জেরে আটকে পড়েন অনেকে । আজ শিমলা, সোলান, কুলু এবং বিলাসপুর জেলার স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রত্যেক ডেপুটি কমিশনারকে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে । সেইসঙ্গে হড়পা বানের আশঙ্কা থাকায় পর্যটকদের নদী তীরবর্তী এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও ৷

প্রবল বৃষ্টির কারণে হিমাচল প্রদেশের মান্ডি জেলার বালিচৌকি এলাকায় ধসে গিয়েছে রাস্তা । একাধিক এলাকায় জমা হয়েছে আবর্জনার স্তূপ । চাম্বা বাসস্ট্যান্ডের কাছে রাস্তায় ফাটল ধরায় বড় গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল গতকাল ।

Jammu (JandK), Aug 19 (ANI): Union Minister Jitendra Singh on Sunday said that after the revocation of special status from Jammu and Kashmir let us free Pakistan Occupied Kashmir (PoK) and merge it with India. While addressing the meeting, he said, "As the parliament has unanimously agreed, let us free Pakistan Occupied Kashmir (PoK) and merge it with India. Let us pray to the almighty that we get the chance to see this in our lifetime."
Last Updated : Aug 19, 2019, 10:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.