ETV Bharat / bharat

ত্রিপুরায় BSF কর্মী ও তাঁদের পরিবার মিলিয়ে কোরোনায় আক্রান্ত আরও 30

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একটি টুইট করে বিষয়টি জানান । তিনি টুইটে লেখেন, “ 86 নম্বর এবং 138 নম্বর BSF ব্যাটেলিয়নে নতুন করে 30জন কোরোনা আক্রান্ত হয়েছেন । আগরতলা থেকে 82 কিলোমিটার উত্তরে আম্বাসায় প্রত্যেকেরই প্রধান দপ্তর ।”

BSF troopers
BSF troopers
author img

By

Published : May 9, 2020, 12:32 PM IST

আগরতলা(ত্রিপুরা), 9 মে : ত্রিপুরায় আরও কয়েকজন BSF জওয়ান নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন । আক্রান্ত তাঁদের পরিবারের সদস্যরাও । গতরাতে পাওয়া টেস্ট রিপোর্ট অনুযায়ী নতুন করে মোট 30 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । ত্রিপুরা সরকারের তথ্য অনুযায়ী, আধাসামরিক কর্মী এবং তাঁদের পরিবার মিলিয়ে সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা মোট 116 ।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট করে বিষয়টি জানান । তিনি টুইটে লেখেন, “ 86 নম্বর এবং 138 নম্বর BSF ব্যাটেলিয়নে নতুন করে 30জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । আগরতলা থেকে 82 কিলোমিটার উত্তরে আম্বাসায় প্রত্যেকেরই প্রধান দপ্তর ।”

  • ALERT !

    30 persons found #COVID19 POSITIVE in Tripura today. 25 persons from 86th-Bn #BSF, 4 family members from 138th-Bn #BSF & 1 truck driver.

    📌Total #COVID19 patients in Tripura now stands: 118

    ⏩Active cases: 116
    ⏩Discharged: 02

    Stay Safe !#TripuraCovid19Count

    — Biplab Kumar Deb (@BjpBiplab) May 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নতুন কোরোনা আক্রান্তদের মধ্যে 138 নম্বর ব্যাটেলিয়নের BSF কর্মীর পরিবরারে সদস্যরা এবং একজন ট্রাকচালকও রয়েছেন । স্বাস্থ্য দপ্তর প্রকাশিত তথ্যের কথা উল্লেখ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী একটি ফেসবুক পোস্ট করেন । তিনি লেখেন, “ত্রিপুরার নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে যত বেশি সম্ভব COVID-19 পরীক্ষার চেষ্টা করছি । সরকারকে সাহায্য করুন । আমরা সবসময় আপনাদের সুরক্ষার জন্য কাজ করছি । ” বেশিরভাগ কোরোনা আক্রান্ত এখন গোবিন্দ বল্লভ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব সঞ্জয় কুমার রাকেশ সংবাদমাধ্যমের কাছে কোরোনা সংক্রমণ রুখতে রাজ্যের পদক্ষেপের কথা উল্লেখ করেন । কোরোনা সংক্রমণের কারণ খতিয়ে দেখার জন্য ন্যাশনাল সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল ( NCDC)-র কাছে অনুরোধ করেছে ত্রিপুরা । ঢালাই জেলা থেকে 1188টি নমুনা সংগ্রহ করা হয়েছিল । এখনও পর্যন্ত 977টি নমুনা পরীক্ষার করা হয়েছে । 891জনের রিপোর্ট নেগেটিভ এসছে বলে জানান তিনি ।

ত্রিপুরায় এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্তের সংখ্যা 118 । রাজ্যের প্রথম দুই কোরোনা আক্রান্ত এখন সুস্থ এবং কোরোনামুক্ত ।

আগরতলা(ত্রিপুরা), 9 মে : ত্রিপুরায় আরও কয়েকজন BSF জওয়ান নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন । আক্রান্ত তাঁদের পরিবারের সদস্যরাও । গতরাতে পাওয়া টেস্ট রিপোর্ট অনুযায়ী নতুন করে মোট 30 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । ত্রিপুরা সরকারের তথ্য অনুযায়ী, আধাসামরিক কর্মী এবং তাঁদের পরিবার মিলিয়ে সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা মোট 116 ।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট করে বিষয়টি জানান । তিনি টুইটে লেখেন, “ 86 নম্বর এবং 138 নম্বর BSF ব্যাটেলিয়নে নতুন করে 30জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । আগরতলা থেকে 82 কিলোমিটার উত্তরে আম্বাসায় প্রত্যেকেরই প্রধান দপ্তর ।”

  • ALERT !

    30 persons found #COVID19 POSITIVE in Tripura today. 25 persons from 86th-Bn #BSF, 4 family members from 138th-Bn #BSF & 1 truck driver.

    📌Total #COVID19 patients in Tripura now stands: 118

    ⏩Active cases: 116
    ⏩Discharged: 02

    Stay Safe !#TripuraCovid19Count

    — Biplab Kumar Deb (@BjpBiplab) May 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নতুন কোরোনা আক্রান্তদের মধ্যে 138 নম্বর ব্যাটেলিয়নের BSF কর্মীর পরিবরারে সদস্যরা এবং একজন ট্রাকচালকও রয়েছেন । স্বাস্থ্য দপ্তর প্রকাশিত তথ্যের কথা উল্লেখ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী একটি ফেসবুক পোস্ট করেন । তিনি লেখেন, “ত্রিপুরার নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে যত বেশি সম্ভব COVID-19 পরীক্ষার চেষ্টা করছি । সরকারকে সাহায্য করুন । আমরা সবসময় আপনাদের সুরক্ষার জন্য কাজ করছি । ” বেশিরভাগ কোরোনা আক্রান্ত এখন গোবিন্দ বল্লভ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব সঞ্জয় কুমার রাকেশ সংবাদমাধ্যমের কাছে কোরোনা সংক্রমণ রুখতে রাজ্যের পদক্ষেপের কথা উল্লেখ করেন । কোরোনা সংক্রমণের কারণ খতিয়ে দেখার জন্য ন্যাশনাল সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল ( NCDC)-র কাছে অনুরোধ করেছে ত্রিপুরা । ঢালাই জেলা থেকে 1188টি নমুনা সংগ্রহ করা হয়েছিল । এখনও পর্যন্ত 977টি নমুনা পরীক্ষার করা হয়েছে । 891জনের রিপোর্ট নেগেটিভ এসছে বলে জানান তিনি ।

ত্রিপুরায় এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্তের সংখ্যা 118 । রাজ্যের প্রথম দুই কোরোনা আক্রান্ত এখন সুস্থ এবং কোরোনামুক্ত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.