অনন্তনাগ, 29 জুন : জম্মু-কাশ্মীরের অনন্তনাগে নিকেশ তিন জঙ্গি ৷ আজ সকালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় তারা ৷ এখনও তাদের পরিচয় জানা যায়নি ৷ এই তথ্য টুইট করেছে কাশ্মীর জ়োনাল পুলিশ ৷
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দক্ষিণ কাশ্মীরের কুলছোহার এলাকায় তল্লাশি অভিযান চালায় ৷ পুলিশ জানিয়েছে, তল্লাশি অভিযান চলাকালীন এক জঙ্গি নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে ৷ এরপর নিরাপত্তারক্ষীরাও পালটা গুলি চালায় ৷ গুলির লড়াইয়ে মারা যায় ওই তিন জঙ্গি ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে, একটি AK রাইফেল ও দুটি পিস্তল ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকায় তল্লাশি অভিযান চলছে ৷
এর আগে 26 জুন জম্মু-কাশ্মীরের পুলওয়ামার ত্রালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় তিন জঙ্গি ৷