জম্মু, 28 সেপ্টেম্বর : জম্মুর রামবান জেলার বাটোতে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াইতে নিহত তিন জঙ্গি । জানা গেছে এলাকার একটি বাড়ি দখল করে সেখানে ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা । সেই বাড়ির বাসিন্দাদের বন্দী করে রাখে জঙ্গিরা । নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে । সেই বাড়ি থেকে নিরাপত্তারক্ষীদের উপর গুলি বর্ষণ করে জঙ্গিরা । বাড়ির বাসিন্দাদের সুরক্ষিত করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী । ঘটনা প্রাণ হারিয়েছেন এক নিরাপত্তারক্ষী । জখম 2 পুলিশকর্মী । ঘটনায় আরও দুই জঙ্গি জড়িত রয়েছে বলে জানা গেছে । তাদের খোঁজে তল্লাশি জারি আছে ।
ঘটনার সূত্রপাত আজ সাকালে । সন্দেহভাজন দুই ব্যক্তি রামবানের জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে একটি বাসকে জোর করে দাঁড় করানোর চেষ্টা করে । তারা সেনার পোশাক পরে ছিল বলে জানায় বাসচালক । ঘটনাটি বাসচালক পুলিশকে জানায় । এরপর নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে । তল্লাশি চালাতে ব্যবহার করা হয় ড্রোন । তবে এলাকায় প্রবল বৃষ্টি চলায় তল্লাশি অভিযান ব্যহত হয়েছে বলে জানা গেছে । এর মধ্যেই খবর আসে যে একটি বাড়িতে আশ্রয় নিয়েছে জঙ্গিরা । পাঁচঘণ্টার গুলির লাড়াইয়ের পর তিন জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী । বাড়ির বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে । তবে 2 জঙ্গি এখনও অধরা ।
এদিকে আজ অপর এক ঘটনায় কাশ্মীরের গন্ধরবল জেলায় তিন অনুপ্রবেশকারীকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী । কয়েকদিন আগেই নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায় 500 জঙ্গি ভারতে অনুপ্রবেশ করার জন্য অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছিল ভারতীয় সেনা । পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 4 থেকে 5টি লঞ্চপ্যাডে এই জঙ্গিরা রয়েছে বলে খবর । সেনা গোয়েন্দাদের আশঙ্কা লঞ্চপ্যাডগুলিতে থাকা জঙ্গিরা যে কোনও সময় ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে । সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল আজকের ঘটনাগুলির মাধ্যমে ।