ETV Bharat / bharat

তিনটে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছি, দু'টোর বিষয়ে আপনারা জানেন : রাজনাথ - Pulwama

দু'টোর বিষয়ে আপনারা জানেন, একটি বলব না : রাজনাথ

রাজনাথ সিং
author img

By

Published : Mar 9, 2019, 8:14 PM IST

ম্যাঙ্গালুরু, ৯ মার্চ : "গত পাঁচ বছরে তিনবার দেশের সীমানার বাইরে গিয়ে আমরা সার্জিকাল স্ট্রাইক চালিয়ে সাফল্য পেয়েছি। দুটির বিষয়ে আমি বলব। অপরটির বিষয়ে কোনও তথ্য দেব না।" ম্যাঙ্গালুরুতে আজ একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আর তারপরই জল্পনা শুরু হয়েছে তিন নম্বর সার্জিকাল স্ট্রাইক নিয়ে। কবে ও কোথায় চালানো হয় সেই স্ট্রাইক ? সেবারও কি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলিকে নিশানা করা হয়েছিল?

পাকিস্তানকে একহাত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পাকিস্তান থেকে আগত জঙ্গিরা উরিতে আমাদের জওয়ানদের উপর কাপুরুষের মতো হামলা চালিয়েছিল। আমাদের জওয়ানরা তার জবাব দিয়েছিল। তারপর সেদেশে হাহাকার পড়ে গিয়েছিল। পুলওয়ামা হামলার পর এয়ার স্ট্রাইক চালানো হয়। ভারত এখন আর দুর্বল নেই।"

২০১৬ সালে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ১৮ জন জওয়ান শহিদ হন। সেই ঘটনার পর ভারতীয় সেনার তরফে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালানো হয়। আর চলতি বছরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হন। সেই হামলার ১৩ দিনের মাথায় ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। গুঁড়িয়ে দেওয়া হয় জইশের ট্রেনিং ক্যাম্প। সেই অভিযানে জইশের প্রথম সারির একাধিক জঙ্গি নেতাসহ প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর।

ম্যাঙ্গালুরু, ৯ মার্চ : "গত পাঁচ বছরে তিনবার দেশের সীমানার বাইরে গিয়ে আমরা সার্জিকাল স্ট্রাইক চালিয়ে সাফল্য পেয়েছি। দুটির বিষয়ে আমি বলব। অপরটির বিষয়ে কোনও তথ্য দেব না।" ম্যাঙ্গালুরুতে আজ একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আর তারপরই জল্পনা শুরু হয়েছে তিন নম্বর সার্জিকাল স্ট্রাইক নিয়ে। কবে ও কোথায় চালানো হয় সেই স্ট্রাইক ? সেবারও কি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলিকে নিশানা করা হয়েছিল?

পাকিস্তানকে একহাত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পাকিস্তান থেকে আগত জঙ্গিরা উরিতে আমাদের জওয়ানদের উপর কাপুরুষের মতো হামলা চালিয়েছিল। আমাদের জওয়ানরা তার জবাব দিয়েছিল। তারপর সেদেশে হাহাকার পড়ে গিয়েছিল। পুলওয়ামা হামলার পর এয়ার স্ট্রাইক চালানো হয়। ভারত এখন আর দুর্বল নেই।"

২০১৬ সালে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ১৮ জন জওয়ান শহিদ হন। সেই ঘটনার পর ভারতীয় সেনার তরফে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালানো হয়। আর চলতি বছরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হন। সেই হামলার ১৩ দিনের মাথায় ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। গুঁড়িয়ে দেওয়া হয় জইশের ট্রেনিং ক্যাম্প। সেই অভিযানে জইশের প্রথম সারির একাধিক জঙ্গি নেতাসহ প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর।

AP Video Delivery Log - 1100 GMT News
Saturday, 9 March, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1055: UK Begum Son Reax No access by BBC, ITN (Including Channel 4 And 5), Al Jazeera, Bloomberg 4199955
Conservative MP: Begum should be taken back in UK
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.