সাওয়াই মাধোপুর , 27 এপ্রিল : এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার ।
পুলিশ সূত্রে খবর, রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলায় একটি স্কুলে ওই মহিলাকে ধর্ষণ করা হয়। 24 এপ্রিল ওই মহিলা থানায় গিয়ে অভিযোগ জানান । তাঁর মেডিকেল পরীক্ষা করা হয়েছে । অভিযুক্ত ওই 3 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনার তদন্ত চলছে ।
কোরোনার জেরে বর্তমানে চলছে লকডাউন । কার্যত গৃহবন্দী গোটা দেশ । যার জেরে অনেকটাই কমেছে অপরাধের সংখ্যা । এরই মধ্যে রাজস্থানের এই ঘটনায় স্তম্ভিত সকলে।