ভুবনেশ্বর, 2 অগাস্ট : সেপটিক ট্যাঙ্কের ভিতর কাজ করার সময় চাঙড় ভেঙে মৃত তিন । ঘটনাটি ওড়িশার মাঞ্চেশ্বরের পান্ডারা এলাকার । মৃতরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে । তাদের দেহ উদ্ধার হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
আজ পান্ডারা এলাকায় একটি সেপটিক ট্যাঙ্কে নেমে কাজ করছিল ভৃগুগ্রাম মণ্ডল, সমীরণ মুলিয়ান ও বাসুদেব মণ্ডল নামে তিনজন । সেইসময় সেপটিক ট্যাঙ্কের চাঙড় ভেঙে পড়ে । মারা যায় তিনজন ।