ETV Bharat / bharat

পুলওয়ামার থানায় গ্রেনেড হামলা, গুরুতর 3 - Terrorist

5 দিনে জঙ্গি হামলায় 10 নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন ।

পুলওয়ামায় পুলিশের তল্লাশি
author img

By

Published : Jun 18, 2019, 9:50 PM IST

পুলওয়ামা, 18 জুন : সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার একটি থানার সামনে গ্রেনেড বিস্ফোরণ । ঘটনায় তিনজন সাধারণ নাগরিক গুরুতর জখম হয়েছেন । ঘটনায় জখম আরও কয়েকজন । তার মধ্যে 10 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । এলাকায় পুলিশ মোতায়েন হয়েছে । শুরু হয়েছে তল্লাশি ।

আজকের এই ঘটনার ঠিক একদিন আগেই পুলওয়ামার আরিহাল জেলায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে IED বিস্ফোরণ করানো হয় । দুর্ঘটনায় শহিদ হন দুই জওয়ান । জখম হন 16 জন জওয়ান । ঘটনায় 44 রাষ্ট্রীয় রাইফেলের সেনাদের গাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় । গত সপ্তাহেই পাকিস্তান পুলওয়ামাতে সম্ভাব্য হামলা সম্পর্কে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন ও অ্যামেরিকাকে জানায় ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় জইশ-ই-মহম্মদের জঙ্গি গোষ্ঠী সেনা কনভয়ে আত্মঘাতী হামলা চালায় । ঘটনায় শহিদ হন 40 জন CRPF জওয়ান । 5 দিনে কাশ্মীরে শহিদ হয়েছেন 10 জন নিরাপত্তারক্ষী । আজ কাশ্মীরের অনন্তনাগেও জঙ্গির সঙ্গে লড়াইয়ে এক জওয়ান শহিদ হন ।

পুলওয়ামা, 18 জুন : সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার একটি থানার সামনে গ্রেনেড বিস্ফোরণ । ঘটনায় তিনজন সাধারণ নাগরিক গুরুতর জখম হয়েছেন । ঘটনায় জখম আরও কয়েকজন । তার মধ্যে 10 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । এলাকায় পুলিশ মোতায়েন হয়েছে । শুরু হয়েছে তল্লাশি ।

আজকের এই ঘটনার ঠিক একদিন আগেই পুলওয়ামার আরিহাল জেলায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে IED বিস্ফোরণ করানো হয় । দুর্ঘটনায় শহিদ হন দুই জওয়ান । জখম হন 16 জন জওয়ান । ঘটনায় 44 রাষ্ট্রীয় রাইফেলের সেনাদের গাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় । গত সপ্তাহেই পাকিস্তান পুলওয়ামাতে সম্ভাব্য হামলা সম্পর্কে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন ও অ্যামেরিকাকে জানায় ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় জইশ-ই-মহম্মদের জঙ্গি গোষ্ঠী সেনা কনভয়ে আত্মঘাতী হামলা চালায় । ঘটনায় শহিদ হন 40 জন CRPF জওয়ান । 5 দিনে কাশ্মীরে শহিদ হয়েছেন 10 জন নিরাপত্তারক্ষী । আজ কাশ্মীরের অনন্তনাগেও জঙ্গির সঙ্গে লড়াইয়ে এক জওয়ান শহিদ হন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.