ETV Bharat / bharat

বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত তিন বোন - ভারুচ দু্র্ঘটনা

টানা বৃষ্টির ফলে দেওয়াল ধসে প্রাণ হারায় তিন বোন

বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত তিন বোন
author img

By

Published : Aug 4, 2019, 12:27 PM IST

ভারুচ, 4 অগাস্ট : প্রবল বৃষ্টির জেরে দেওয়াল ধসে মৃত্যু হল তিন শিশুর ৷ একটুর জন্য রক্ষা পেল তাদের বাবা-মা ৷ গুজরাতের ভারুচ জেলার নাদিদা গ্রামে ঘটনাটি ঘটেছে ৷

একটানা বৃষ্টি চলছে পশ্চিম ভারতের নানা এলাকায় ৷ গুজরাতও ব্যতিক্রম নয় ৷ টানা বৃষ্টির ফলে দেওয়াল ধসে প্রাণ হারায় তিন বোন, একথা জানিয়েছে ভাগরা পুলিশ স্টেশন ৷ শিশু তিনটির বাবা-মা নরেন্দ্র যশবন্ত সিনহা ও রঞ্জাবেন দেওয়াল ধসে আহত হয়েছেন ৷ হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁদের ৷

ওয়াগারা তালুকের এই দুর্ঘটনায় মৃত তিন শিশুর নাম পিনালবেন, জিনালবেন, কৃষ্ণাবেন ৷

ভারুচ, 4 অগাস্ট : প্রবল বৃষ্টির জেরে দেওয়াল ধসে মৃত্যু হল তিন শিশুর ৷ একটুর জন্য রক্ষা পেল তাদের বাবা-মা ৷ গুজরাতের ভারুচ জেলার নাদিদা গ্রামে ঘটনাটি ঘটেছে ৷

একটানা বৃষ্টি চলছে পশ্চিম ভারতের নানা এলাকায় ৷ গুজরাতও ব্যতিক্রম নয় ৷ টানা বৃষ্টির ফলে দেওয়াল ধসে প্রাণ হারায় তিন বোন, একথা জানিয়েছে ভাগরা পুলিশ স্টেশন ৷ শিশু তিনটির বাবা-মা নরেন্দ্র যশবন্ত সিনহা ও রঞ্জাবেন দেওয়াল ধসে আহত হয়েছেন ৷ হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁদের ৷

ওয়াগারা তালুকের এই দুর্ঘটনায় মৃত তিন শিশুর নাম পিনালবেন, জিনালবেন, কৃষ্ণাবেন ৷

Intro:Body:

3 children killed in bharuch building collapse


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.