ETV Bharat / bharat

কাশ্মীরে জঙ্গি হানায় মৃত যুব মোর্চার নেতা সহ 3

জঙ্গিদের গুলিতে ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনের । বাকি দু'জনকে তড়িঘড়ি কাজ়িগুন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয় ।

ফিদা হুসেন ইটু
ফিদা হুসেন ইটু
author img

By

Published : Oct 29, 2020, 11:00 PM IST

শ্রীনগর, 29 অক্টোবর : দক্ষিণ কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হল যুব মোর্চার নেতা সহ তিনজনের । কুলগাম জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক ফিদা হুসেন ইটু-কে আজ সন্ধেয় গুলি করে হত্যা করে জঙ্গিরা । সেই সময় তাঁর সঙ্গে ছিলেন হারুন বেগ ও উমর হাজ়ম নামে আরও দুই BJP কর্মী । জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় তাঁদেরও । কুলগামের কাজিগুন্দে ওয়াই কে পোরা এলাকার ঘটনা ।

জঙ্গিদের গুলিতে ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনের । বাকিদের তড়িঘড়ি কাজিগুন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয় ।

কুলগামের যুব মোর্চার সাধারণ সম্পাদক ফিদা হুসেন ইটু এবং উমর হাজ়ম, দু'জনের বাড়ি কাজ়িগুন্দের ওয়াই কে পোরা এলাকায় । হারুন বেগের বাড়ি সোপাত এলাকায় ।

ঘটনার তীব্র নিন্দা করেছেন কাশ্মীরে BJP-র মিডিয়া ইন চার্জ মনজ়ুর ভাট । BJP নেতা-কর্মীদের উপর এই হামলার নিন্দা করেছেন ওমর আবদুল্লাও । টুইটারে তিনি লিখেছেন, "দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলা থেকে ভয়াবহ খবর এসেছে । জঙ্গি হানায় BJP-র 3 কর্মীর হত্যার নিন্দা জানাই ।"

  • Terrible news from Kulgam district of South Kashmir. I unequivocally condemn the targeted killing of the 3 BJP workers in a terror attack. May Allah grant them place in Jannat & may their families find strength during this difficult time.

    — Omar Abdullah (@OmarAbdullah) October 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করেছেন মেহবুবা মুফতিও । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

  • Saddened to hear about the killing of three BJP workers in Kulgam. Condolences to their families. At the end of the day, its people of J&K who pay with their lives because of GOI’s ill thought out policies.

    — Mehbooba Mufti (@MehboobaMufti) October 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গোটা এলাকাকে ঘিরে ফেলেছে কাশ্মীর পুলিশ । জঙ্গিদের খোঁজে অভিযান শুরু হয়েছে ।

শ্রীনগর, 29 অক্টোবর : দক্ষিণ কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হল যুব মোর্চার নেতা সহ তিনজনের । কুলগাম জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক ফিদা হুসেন ইটু-কে আজ সন্ধেয় গুলি করে হত্যা করে জঙ্গিরা । সেই সময় তাঁর সঙ্গে ছিলেন হারুন বেগ ও উমর হাজ়ম নামে আরও দুই BJP কর্মী । জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় তাঁদেরও । কুলগামের কাজিগুন্দে ওয়াই কে পোরা এলাকার ঘটনা ।

জঙ্গিদের গুলিতে ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনের । বাকিদের তড়িঘড়ি কাজিগুন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয় ।

কুলগামের যুব মোর্চার সাধারণ সম্পাদক ফিদা হুসেন ইটু এবং উমর হাজ়ম, দু'জনের বাড়ি কাজ়িগুন্দের ওয়াই কে পোরা এলাকায় । হারুন বেগের বাড়ি সোপাত এলাকায় ।

ঘটনার তীব্র নিন্দা করেছেন কাশ্মীরে BJP-র মিডিয়া ইন চার্জ মনজ়ুর ভাট । BJP নেতা-কর্মীদের উপর এই হামলার নিন্দা করেছেন ওমর আবদুল্লাও । টুইটারে তিনি লিখেছেন, "দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলা থেকে ভয়াবহ খবর এসেছে । জঙ্গি হানায় BJP-র 3 কর্মীর হত্যার নিন্দা জানাই ।"

  • Terrible news from Kulgam district of South Kashmir. I unequivocally condemn the targeted killing of the 3 BJP workers in a terror attack. May Allah grant them place in Jannat & may their families find strength during this difficult time.

    — Omar Abdullah (@OmarAbdullah) October 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করেছেন মেহবুবা মুফতিও । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

  • Saddened to hear about the killing of three BJP workers in Kulgam. Condolences to their families. At the end of the day, its people of J&K who pay with their lives because of GOI’s ill thought out policies.

    — Mehbooba Mufti (@MehboobaMufti) October 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গোটা এলাকাকে ঘিরে ফেলেছে কাশ্মীর পুলিশ । জঙ্গিদের খোঁজে অভিযান শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.