ETV Bharat / bharat

পঞ্জাবে সুরেশ রায়নার আত্মীয় খুনে গ্রেপ্তার 3

পঞ্জাব DGP দিনকর গুপ্তা জানিয়েছেন, অভিযুক্তরা আন্তঃরাজ্য ডাকাত গ্যাং এর সদস্য । গ্রুপের বাকি 11 জন সদস্যের মধ্যে একজনকে চিন্হিত করা হয়েছে । কিন্তু সে পালিয়েছে ।

Raina
Raina
author img

By

Published : Sep 16, 2020, 1:55 PM IST

চণ্ডীগড়, 16 সেপ্টেম্বর : গত মাসে পঞ্জাবের পাঠানকোটে সুরেশ রায়নার আত্মীয় খুনের ঘটনার সমাধান করল পঞ্জাব পুলিশ । খুনে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । বুধবার এমনটা জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ।

পঞ্জাব DGP দিনকর গুপ্তা জানিয়েছেন, অভিযুক্তরা আন্তঃরাজ্য ডাকাত গ্যাং এর সদস্য । গ্রুপের বাকি 11 জন সদস্যের মধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে । কিন্তু সে পালিয়েছে । তাকে ধরার সবরকম চেষ্টা করা হচ্ছে । তিনি আরও জানিয়েছেন, চলতি সপ্তাহে পাঠানকোট রেল বস্তির কাছে এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনের লুকিয়ে থাকার খবর পাই । ওই জায়গায় হানা দিয়ে দুটো ছড়ি (যেগুলি হয়ত অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল), দুটো সোনার রিং এবং 1 হাজার 530 টাকা উদ্ধার করা হয় । জেরায় ধৃতরা জানিয়েছে, তাদের গ্যাং পঞ্জাব, উত্তরপ্রদেশ এমনকী জম্মু - কাশ্মীরে এধরনের অপরাধ করে বেড়িয়েছে ।

গত মাসে ডাকাতির ঘটনায় প্রাণ হারান সুরেশ রায়নার পিসোমশাই অশোক কুমার ও পিসতুতো ভাই কৌশল কুমার । তাঁর পিসি এখনও হাসপাতালে জীবন মরণ লড়াই করছেন । ঘটনার পরপরই IPL না খেলে দেশে ফিরে আসেন রায়না । টুইট করে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চান । দোষীদের দ্রুত পাকড়াও করে শাস্তি দেওয়ার আশ্বাস দেন তিনি ।

চণ্ডীগড়, 16 সেপ্টেম্বর : গত মাসে পঞ্জাবের পাঠানকোটে সুরেশ রায়নার আত্মীয় খুনের ঘটনার সমাধান করল পঞ্জাব পুলিশ । খুনে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । বুধবার এমনটা জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ।

পঞ্জাব DGP দিনকর গুপ্তা জানিয়েছেন, অভিযুক্তরা আন্তঃরাজ্য ডাকাত গ্যাং এর সদস্য । গ্রুপের বাকি 11 জন সদস্যের মধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে । কিন্তু সে পালিয়েছে । তাকে ধরার সবরকম চেষ্টা করা হচ্ছে । তিনি আরও জানিয়েছেন, চলতি সপ্তাহে পাঠানকোট রেল বস্তির কাছে এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনের লুকিয়ে থাকার খবর পাই । ওই জায়গায় হানা দিয়ে দুটো ছড়ি (যেগুলি হয়ত অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল), দুটো সোনার রিং এবং 1 হাজার 530 টাকা উদ্ধার করা হয় । জেরায় ধৃতরা জানিয়েছে, তাদের গ্যাং পঞ্জাব, উত্তরপ্রদেশ এমনকী জম্মু - কাশ্মীরে এধরনের অপরাধ করে বেড়িয়েছে ।

গত মাসে ডাকাতির ঘটনায় প্রাণ হারান সুরেশ রায়নার পিসোমশাই অশোক কুমার ও পিসতুতো ভাই কৌশল কুমার । তাঁর পিসি এখনও হাসপাতালে জীবন মরণ লড়াই করছেন । ঘটনার পরপরই IPL না খেলে দেশে ফিরে আসেন রায়না । টুইট করে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চান । দোষীদের দ্রুত পাকড়াও করে শাস্তি দেওয়ার আশ্বাস দেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.