দিল্লি, 15 জুলাই : একদিনে ফের রেকর্ড সংক্রমণ । গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হল আরও 29 হাজার 429 জন । এর ফলে দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 9 হাজার 36 হাজার 181 । মৃত্যু হয়েছে 582 জনের ।
বেড়েছে সুস্থের হারও । কোরোনায় আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছে 5 লাখ 92 হাজার 32 জন । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে আরও 20 হাজার 572 জন । এখনও পর্যন্ত দেশে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 3 লাখ 19 হাজার 840 । মৃত্যু হয়েছে 24 হাজার 309 জনের ।
এখনও পর্যন্ত মহারাষ্ট্রে কোরোনা সংক্রমণের হার সর্বাধিক । সেখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ 67 হাজার 665 । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে আরও 6 হাজার 741 । সেখানে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 7 হাজার 963 । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 4 হাজার 500 জন । মোট সুস্থের সংখ্যা 1 লাখ 49 হাজার 7 জন ।
মহারাষ্ট্রের পরই আক্রান্তের তালিকায় রয়েছে তামিলনাড়ু । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 47 হাজার 324 । সুস্থ হয়েছে 97 হাজার 310 জন । সেখানে সক্রিয় আক্রান্ত 47 হাজার 915 জন । সর্বাধিক আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দিল্লি । সেখানে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছে 1 লাখ 15 হাজার 346 জন । সক্রিয় আক্রান্ত 18 হাজার 664 । সুস্থ হয়ে উঠেছে 93 হাজার 236 জন ।