ETV Bharat / bharat

দেশে মৃতের সংখ্যা ছাড়াল 50 হাজার, আক্রান্ত 26 লাখের বেশি

author img

By

Published : Aug 17, 2020, 10:41 AM IST

দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 26 লাখ 47 হাজার 664 জন ৷ ভারতে COVID-19 সংক্রমণে মৃত্যুর হার 2 শতাংশেরও নিচে । 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 941 জনের ।

ছবি
ছবি

দিল্লি, 17 অগাস্ট : প্রতিদিনই দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 57 হাজার 941 জন । মোট আক্রান্তের সংখ্যা 26 লাখ ছাড়িয়েছে । এখনও পর্যন্ত 26 লাখ 47 হাজার 664 জন কোরোনায় সংক্রমিত হয়েছেন ।

বিশ্বে সর্বাধিক কোরোনা আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত । এখন সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 6 লাখ 76 হাজার 900 জন । কিন্তু মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় কম । শেষ 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 941 জনের ৷ মোট মৃতের সংখ্যা 50 হাজার 921 ৷ তবে সুস্থের হারও কম নয় । বরং সুস্থ হয়েছেন অধিকাংশ কোরোনা আক্রান্তই । 24 ঘণ্টায় কোরোনা মুক্ত হয়েছেন 50 হাজার 921 জন । ফলত, 19 লাখ 19 হাজার 843 জন এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 95 হাজার 865 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 58 হাজার 705 । মহারাষ্ট্রের পরই আক্রান্তের তালিকায় রয়েছে তামিলনাড়ু । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 3 লাখ 38 হাজার 055 । সক্রিয় আক্রান্ত 54 হাজার 019 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশও । সেখানে এখনও পর্যন্ত 2 লাখ 89 হাজার 829 জন কোরোনা সংক্রমিত হয়েছেন । সক্রিয় আক্রান্ত 85 হাজার 945 ।

দিল্লি, 17 অগাস্ট : প্রতিদিনই দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 57 হাজার 941 জন । মোট আক্রান্তের সংখ্যা 26 লাখ ছাড়িয়েছে । এখনও পর্যন্ত 26 লাখ 47 হাজার 664 জন কোরোনায় সংক্রমিত হয়েছেন ।

বিশ্বে সর্বাধিক কোরোনা আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত । এখন সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 6 লাখ 76 হাজার 900 জন । কিন্তু মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় কম । শেষ 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 941 জনের ৷ মোট মৃতের সংখ্যা 50 হাজার 921 ৷ তবে সুস্থের হারও কম নয় । বরং সুস্থ হয়েছেন অধিকাংশ কোরোনা আক্রান্তই । 24 ঘণ্টায় কোরোনা মুক্ত হয়েছেন 50 হাজার 921 জন । ফলত, 19 লাখ 19 হাজার 843 জন এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 95 হাজার 865 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 58 হাজার 705 । মহারাষ্ট্রের পরই আক্রান্তের তালিকায় রয়েছে তামিলনাড়ু । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 3 লাখ 38 হাজার 055 । সক্রিয় আক্রান্ত 54 হাজার 019 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশও । সেখানে এখনও পর্যন্ত 2 লাখ 89 হাজার 829 জন কোরোনা সংক্রমিত হয়েছেন । সক্রিয় আক্রান্ত 85 হাজার 945 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.