ETV Bharat / bharat

হায়দরাবাদ থেকে হেঁটে ওড়িশায় বাড়ি পৌঁছানোর চেষ্টা, পথে মৃত্যু শ্রমিকের - হায়দরাবাদে মৃত্যু ভিন রাজ্যের শ্রমিক

তিন বন্ধুকে সঙ্গে নিয়ে রবিবার হায়দরাবাদ থেকে ওড়িশার পথে হেঁটে রওনা দিয়েছিলেন । 300 কিলোমিটার পথ হাঁটার পর গতকাল তাঁর মৃত্যু হয় । তাঁর দেহ বাড়ি পাঠানোর জন্য প্রশাসনের তরফে গাড়ির ব্যবস্থা করা হয়েছে ।

Migrant Worker
ভিন রাজ্যে শ্রমিক
author img

By

Published : May 13, 2020, 10:53 AM IST

ভদ্রচলম, 13 মে : ওড়িশার বাসিন্দা । কিন্তু শ্রমিকের কাজ করতে হায়দরাবাদ গেছিলেন । হঠাৎ লকডাউন শুরু হওয়ায় সেখানেই আটকে পড়েন । অন্যদিকে রোজগার বন্ধ হওয়ায় আর্থিক অভাব দেখা দেয় । তাই তিন বন্ধুর সঙ্গে ওড়িশার উদ্দেশে রওনা দেন 21 বছর বয়সি এক শ্রমিক । কিন্তু 300 কিলোমিটার পথ হাঁটার পর গতকাল ভদ্রচলমে জ্ঞান হারিয়ে পড়ে যান । সেখানেই মৃত্যু হয় তাঁর । সানস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের ।

রবিবার ওই যুবক ও তাঁর তিন বন্ধু হায়দরাবাদ থেকে হাঁটতে শুরু করেন । তাঁদের চারজনেরই গন্তব্য ছিল ওড়িশার মালকানগিরি জেলা । সেখানেই তাঁদের বাড়ি । কিন্তু ভদ্রচলমে পৌঁছানোর পর 21 বছর বয়সি ওই শ্রমিক অসুস্থ বোধ করেন । বন্ধুদের জানান, বুকে ব্যথা হচ্ছে । তারপরই বমি করেন এবং রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে যান । ওই শ্রমিকের বন্ধুরাই পুলিশে খবর দেন । তারপর পুলিশ ঘটনাস্থানে পৌঁছে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ওই শ্রমিককে । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । চিকিৎসকার জানিয়েছেন, সানস্ট্রোকে ওই শ্রমিকের মৃত্য হয়েছে বলে তাঁদের অনুমান ।

মৃত শ্রমিকের বন্ধুরা জানান, সোমবার বিকেল থেকে তাঁরা অভুক্ত আছেন । পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মৃত ওই শ্রমিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । তাঁর দেহ মালকানগিরিতে পাঠানোর জন্য গাড়িরও ব্যবস্থা করা হয়েছে ।

ভদ্রচলম, 13 মে : ওড়িশার বাসিন্দা । কিন্তু শ্রমিকের কাজ করতে হায়দরাবাদ গেছিলেন । হঠাৎ লকডাউন শুরু হওয়ায় সেখানেই আটকে পড়েন । অন্যদিকে রোজগার বন্ধ হওয়ায় আর্থিক অভাব দেখা দেয় । তাই তিন বন্ধুর সঙ্গে ওড়িশার উদ্দেশে রওনা দেন 21 বছর বয়সি এক শ্রমিক । কিন্তু 300 কিলোমিটার পথ হাঁটার পর গতকাল ভদ্রচলমে জ্ঞান হারিয়ে পড়ে যান । সেখানেই মৃত্যু হয় তাঁর । সানস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের ।

রবিবার ওই যুবক ও তাঁর তিন বন্ধু হায়দরাবাদ থেকে হাঁটতে শুরু করেন । তাঁদের চারজনেরই গন্তব্য ছিল ওড়িশার মালকানগিরি জেলা । সেখানেই তাঁদের বাড়ি । কিন্তু ভদ্রচলমে পৌঁছানোর পর 21 বছর বয়সি ওই শ্রমিক অসুস্থ বোধ করেন । বন্ধুদের জানান, বুকে ব্যথা হচ্ছে । তারপরই বমি করেন এবং রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে যান । ওই শ্রমিকের বন্ধুরাই পুলিশে খবর দেন । তারপর পুলিশ ঘটনাস্থানে পৌঁছে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ওই শ্রমিককে । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । চিকিৎসকার জানিয়েছেন, সানস্ট্রোকে ওই শ্রমিকের মৃত্য হয়েছে বলে তাঁদের অনুমান ।

মৃত শ্রমিকের বন্ধুরা জানান, সোমবার বিকেল থেকে তাঁরা অভুক্ত আছেন । পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মৃত ওই শ্রমিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । তাঁর দেহ মালকানগিরিতে পাঠানোর জন্য গাড়িরও ব্যবস্থা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.