দিল্লি, 5 জুন : নির্বাচনের ইতিহাসে সপ্তদশ লোকসভা নির্বাচনকে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন বলে জানাল সেন্টার ফর মিডিয়া স্টাডিজ় (CMS) । তাদের গবেষণায় জানা যায়, 2019-র এই লোকসভা নির্বাচনে মোট ব্যয়ের পরিমাণ প্রায় 55-66 হাজার কোটি টাকা ।
CMS-র রিপোর্ট অনুযায়ী, প্রতিটি লোকসভা কেন্দ্র পিছু প্রায় 100 কোটি টাকা এবং কার্যকরীভাবে প্রতি ভোট পিছু 700 টাকা ব্যয় করা হয়েছে । BJP মোট পরিমাণের 45 শতাংশ ব্যয় করেছে । 1998 সালে BJP মোট ব্যয়ের মাত্র 20 শতাংশ ব্যয় করেছিল । অন্যদিকে, 2009 সালে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন মোট ব্যয়ের 40 শতাংশ ব্যয় করেছিল । তাদের এবারে ব্যয় 15-20 শতাংশ ।
1998 সালে খরচ হয়েছিল 9 হাজার কোটি টাকা । আর এবার খরচ প্রায় 55 হাজার কোটি টাকা । ছ'টি লোকসভা নির্বাচনে খরচ প্রায় ছ'গুণেরও বেশি বেড়েছে বলে জানানো হয়েছে এই রিপোর্টে । 1999 সালে নির্বাচনে মোট ব্যয় হয়েছিল 10 হাজার কোটি টাকা, 2004 সালে 14 হাজার কোটি টাকা, 2009 সালে 20 হাজার কোটি টাকা । 2014 সালে BJP জেতে। তখন ব্যয় হয়েছিল 30 হাজার কোটি টাকা যা এবছরের ব্যয়ের অর্ধেকেরও কম ।
11 মার্চ নির্বাচনের দিন ঘোষণার পর রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার বাবদ এই খরচ করেছে বলে জানিয়েছে CMS । তার আগে ব্যয় করা টাকা এই রিপোর্টে যোগ করা হয়নি । যা যোগ করলে ব্যয়ের পরিমাণ আরও বাড়ত বলেই মনে করা হচ্ছে ।