ETV Bharat / bharat

খরচ 60 হাজার কোটি, সবচেয়ে ব্যয়বহুল 2019-র লোকসভা নির্বাচন - 17th loksabha election

1998 সালে খরচ হয়েছিল 9 হাজার কোটি টাকা । আর এবার খরচ প্রায় 55 হাজার কোটি টাকা । ছ'টি লোকসভা নির্বাচনে খরচ প্রায় ছ'গুণেরও বেশি বেড়েছে বলে জানাল সেন্টার ফর মিডিয়া স্টাডিজ় (CMS) ।

সবচেয়ে ব্যয়বহুল লোকসভা নির্বাচন
author img

By

Published : Jun 5, 2019, 3:53 AM IST

দিল্লি, 5 জুন : নির্বাচনের ইতিহাসে সপ্তদশ লোকসভা নির্বাচনকে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন বলে জানাল সেন্টার ফর মিডিয়া স্টাডিজ় (CMS) । তাদের গবেষণায় জানা যায়, 2019-র এই লোকসভা নির্বাচনে মোট ব্যয়ের পরিমাণ প্রায় 55-66 হাজার কোটি টাকা ।

CMS-র রিপোর্ট অনুযায়ী, প্রতিটি লোকসভা কেন্দ্র পিছু প্রায় 100 কোটি টাকা এবং কার্যকরীভাবে প্রতি ভোট পিছু 700 টাকা ব্যয় করা হয়েছে । BJP মোট পরিমাণের 45 শতাংশ ব্যয় করেছে । 1998 সালে BJP মোট ব্যয়ের মাত্র 20 শতাংশ ব্যয় করেছিল । অন্যদিকে, 2009 সালে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন মোট ব্যয়ের 40 শতাংশ ব্যয় করেছিল । তাদের এবারে ব্যয় 15-20 শতাংশ ।

1998 সালে খরচ হয়েছিল 9 হাজার কোটি টাকা । আর এবার খরচ প্রায় 55 হাজার কোটি টাকা । ছ'টি লোকসভা নির্বাচনে খরচ প্রায় ছ'গুণেরও বেশি বেড়েছে বলে জানানো হয়েছে এই রিপোর্টে । 1999 সালে নির্বাচনে মোট ব্যয় হয়েছিল 10 হাজার কোটি টাকা, 2004 সালে 14 হাজার কোটি টাকা, 2009 সালে 20 হাজার কোটি টাকা । 2014 সালে BJP জেতে। তখন ব্যয় হয়েছিল 30 হাজার কোটি টাকা যা এবছরের ব্যয়ের অর্ধেকেরও কম ।

11 মার্চ নির্বাচনের দিন ঘোষণার পর রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার বাবদ এই খরচ করেছে বলে জানিয়েছে CMS । তার আগে ব্যয় করা টাকা এই রিপোর্টে যোগ করা হয়নি । যা যোগ করলে ব্যয়ের পরিমাণ আরও বাড়ত বলেই মনে করা হচ্ছে ।

দিল্লি, 5 জুন : নির্বাচনের ইতিহাসে সপ্তদশ লোকসভা নির্বাচনকে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন বলে জানাল সেন্টার ফর মিডিয়া স্টাডিজ় (CMS) । তাদের গবেষণায় জানা যায়, 2019-র এই লোকসভা নির্বাচনে মোট ব্যয়ের পরিমাণ প্রায় 55-66 হাজার কোটি টাকা ।

CMS-র রিপোর্ট অনুযায়ী, প্রতিটি লোকসভা কেন্দ্র পিছু প্রায় 100 কোটি টাকা এবং কার্যকরীভাবে প্রতি ভোট পিছু 700 টাকা ব্যয় করা হয়েছে । BJP মোট পরিমাণের 45 শতাংশ ব্যয় করেছে । 1998 সালে BJP মোট ব্যয়ের মাত্র 20 শতাংশ ব্যয় করেছিল । অন্যদিকে, 2009 সালে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন মোট ব্যয়ের 40 শতাংশ ব্যয় করেছিল । তাদের এবারে ব্যয় 15-20 শতাংশ ।

1998 সালে খরচ হয়েছিল 9 হাজার কোটি টাকা । আর এবার খরচ প্রায় 55 হাজার কোটি টাকা । ছ'টি লোকসভা নির্বাচনে খরচ প্রায় ছ'গুণেরও বেশি বেড়েছে বলে জানানো হয়েছে এই রিপোর্টে । 1999 সালে নির্বাচনে মোট ব্যয় হয়েছিল 10 হাজার কোটি টাকা, 2004 সালে 14 হাজার কোটি টাকা, 2009 সালে 20 হাজার কোটি টাকা । 2014 সালে BJP জেতে। তখন ব্যয় হয়েছিল 30 হাজার কোটি টাকা যা এবছরের ব্যয়ের অর্ধেকেরও কম ।

11 মার্চ নির্বাচনের দিন ঘোষণার পর রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার বাবদ এই খরচ করেছে বলে জানিয়েছে CMS । তার আগে ব্যয় করা টাকা এই রিপোর্টে যোগ করা হয়নি । যা যোগ করলে ব্যয়ের পরিমাণ আরও বাড়ত বলেই মনে করা হচ্ছে ।

Bhubaneswar (Odisha), Jun 04 (ANI): Director of Bhubaneswar's Meteorological Department, HR Biswas on Tuesday informed that monsoon likely to onset over Kerala during next 96 hours. "After onset of Monsoon in Kerala, we will tell about Odisha advancement," he added. Biswas also said that in next 24 hours, there will be thunderstorm activities in isolated places in North and South Odisha.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.