ETV Bharat / bharat

2002 গুজরাত দাঙ্গা : নরেন্দ্র মোদিকে ক্লিন চিট নানাবতী কমিশনের - 2002 Gujrat Riots

27 ফেব্রুয়ারি গান্ধিনগর থেকে 150 কিলোমিটারের কাছে গোধরাতে একটি ট্রেনে আগুন লাগে ৷ ঘটনায় 59 জন হিন্দুর মৃত্যু হয় ৷ এই ঘটনার পর গুজরাতে যে দাঙ্গা হয়, তার তদন্তের জন্য একটি প্যানেলকে দায়িত্ব দেন গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার পাঁচ বছর পর আজ গুজরাত বিধানসভায় এই রিপোর্ট পেশ করা হয় ৷ এই মামলায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে ক্লিন চিট দিল নানাবতী কমিশন ৷

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Dec 11, 2019, 3:24 PM IST

দিল্লি, 11 ডিসেম্বর : 2002 সালে গুজরাতে হওয়া দাঙ্গার মামলায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে ক্লিন চিট দিল নানাবতী কমিশন ৷ কমিশনের তরফে জানানো হয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ৷ কারণ, বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে অকার্যকর ছিল পুলিশ ৷ তাদের তরফে প্রয়োজনীয় কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি ৷ রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার পাঁচ বছর পর আজ গুজরাত বিধানসভায় এই রিপোর্ট পেশ করা হয় ৷

কমিশনের এই রিপোর্টে বলা হয়েছে, "এই আক্রমণ যে রাজ্যের কোনও মন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বা উস্কে দেওয়া হয়েছিল বা প্ররোচিত করা হয়েছিল তার কোনও প্রমাণ নেই ৷" এতে আরও বলা হয়েছে, কিছু জায়গার পুলিশ তাদের অপর্যাপ্ত সংখ্যার কারণে বা যথাযথ সশস্ত্র না হওয়ার কারণে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে অকার্যকর ছিল ৷

অবসরপ্রাপ্ত বিচারপতি জি টি নানাবতী ও অক্ষয় মেহতা 2014 সালে এই গুজরাত দাঙ্গার একটি চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিলেন ৷ সেখানে বলা হয়েছিল, এই দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন, যাদের মধ্যে বেশিরভাগ মুসলিম ৷

27 ফেব্রুয়ারি গান্ধিনগর থেকে 150 কিলোমিটারের কাছে গোধরাতে একটি ট্রেনে আগুন লাগে ৷ ঘটনায় 59 জন হিন্দুর মৃত্যু হয় ৷ এই ঘটনার পর গুজরাতে যে দাঙ্গা হয়, তার তদন্তের জন্য একটি প্যানেলকে দায়িত্ব দেন গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এই রিপোর্টে পুলিশের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে ৷ রিপোর্টে বলা হয়েছে, "কিছু জায়গায় বিক্ষুব্ধ জনতাকে সামলাতে ব্যর্থ হয়েছে পুলিশ ৷" 2008 সালে রিপোর্টের প্রথম অংশ জমা দেওয়া হয়েছিল ৷ যেখানে গোধরায় ট্রেনে আগুন লাগার ঘটনাকে তুলে ধরা হয়েছিল ৷ সবরমতী এক্সপ্রেসের যে দু'টি কোচে আগুন লাগে, তাতে হিন্দু করসেবকরা ছিলেন ৷ ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করা হয় ৷

দিল্লি, 11 ডিসেম্বর : 2002 সালে গুজরাতে হওয়া দাঙ্গার মামলায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে ক্লিন চিট দিল নানাবতী কমিশন ৷ কমিশনের তরফে জানানো হয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ৷ কারণ, বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে অকার্যকর ছিল পুলিশ ৷ তাদের তরফে প্রয়োজনীয় কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি ৷ রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার পাঁচ বছর পর আজ গুজরাত বিধানসভায় এই রিপোর্ট পেশ করা হয় ৷

কমিশনের এই রিপোর্টে বলা হয়েছে, "এই আক্রমণ যে রাজ্যের কোনও মন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বা উস্কে দেওয়া হয়েছিল বা প্ররোচিত করা হয়েছিল তার কোনও প্রমাণ নেই ৷" এতে আরও বলা হয়েছে, কিছু জায়গার পুলিশ তাদের অপর্যাপ্ত সংখ্যার কারণে বা যথাযথ সশস্ত্র না হওয়ার কারণে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে অকার্যকর ছিল ৷

অবসরপ্রাপ্ত বিচারপতি জি টি নানাবতী ও অক্ষয় মেহতা 2014 সালে এই গুজরাত দাঙ্গার একটি চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিলেন ৷ সেখানে বলা হয়েছিল, এই দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন, যাদের মধ্যে বেশিরভাগ মুসলিম ৷

27 ফেব্রুয়ারি গান্ধিনগর থেকে 150 কিলোমিটারের কাছে গোধরাতে একটি ট্রেনে আগুন লাগে ৷ ঘটনায় 59 জন হিন্দুর মৃত্যু হয় ৷ এই ঘটনার পর গুজরাতে যে দাঙ্গা হয়, তার তদন্তের জন্য একটি প্যানেলকে দায়িত্ব দেন গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এই রিপোর্টে পুলিশের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে ৷ রিপোর্টে বলা হয়েছে, "কিছু জায়গায় বিক্ষুব্ধ জনতাকে সামলাতে ব্যর্থ হয়েছে পুলিশ ৷" 2008 সালে রিপোর্টের প্রথম অংশ জমা দেওয়া হয়েছিল ৷ যেখানে গোধরায় ট্রেনে আগুন লাগার ঘটনাকে তুলে ধরা হয়েছিল ৷ সবরমতী এক্সপ্রেসের যে দু'টি কোচে আগুন লাগে, তাতে হিন্দু করসেবকরা ছিলেন ৷ ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করা হয় ৷

New Delhi, Dec 11 (ANI): A smoggy morning was observed in Delhi on Dec 11. A blanket of smog was seen near India Gate. As per AQI, PM 2.5 and PM 10 were at 264 and 250 respectively at Lodhi Garden which falls under 'poor' category. There is no change in pollution level even after the temperature has been down by several degrees.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.