দিল্লি, 11 ডিসেম্বর : 2002 সালে গুজরাতে হওয়া দাঙ্গার মামলায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে ক্লিন চিট দিল নানাবতী কমিশন ৷ কমিশনের তরফে জানানো হয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ৷ কারণ, বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে অকার্যকর ছিল পুলিশ ৷ তাদের তরফে প্রয়োজনীয় কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি ৷ রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার পাঁচ বছর পর আজ গুজরাত বিধানসভায় এই রিপোর্ট পেশ করা হয় ৷
কমিশনের এই রিপোর্টে বলা হয়েছে, "এই আক্রমণ যে রাজ্যের কোনও মন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বা উস্কে দেওয়া হয়েছিল বা প্ররোচিত করা হয়েছিল তার কোনও প্রমাণ নেই ৷" এতে আরও বলা হয়েছে, কিছু জায়গার পুলিশ তাদের অপর্যাপ্ত সংখ্যার কারণে বা যথাযথ সশস্ত্র না হওয়ার কারণে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে অকার্যকর ছিল ৷
অবসরপ্রাপ্ত বিচারপতি জি টি নানাবতী ও অক্ষয় মেহতা 2014 সালে এই গুজরাত দাঙ্গার একটি চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিলেন ৷ সেখানে বলা হয়েছিল, এই দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন, যাদের মধ্যে বেশিরভাগ মুসলিম ৷
27 ফেব্রুয়ারি গান্ধিনগর থেকে 150 কিলোমিটারের কাছে গোধরাতে একটি ট্রেনে আগুন লাগে ৷ ঘটনায় 59 জন হিন্দুর মৃত্যু হয় ৷ এই ঘটনার পর গুজরাতে যে দাঙ্গা হয়, তার তদন্তের জন্য একটি প্যানেলকে দায়িত্ব দেন গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এই রিপোর্টে পুলিশের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে ৷ রিপোর্টে বলা হয়েছে, "কিছু জায়গায় বিক্ষুব্ধ জনতাকে সামলাতে ব্যর্থ হয়েছে পুলিশ ৷" 2008 সালে রিপোর্টের প্রথম অংশ জমা দেওয়া হয়েছিল ৷ যেখানে গোধরায় ট্রেনে আগুন লাগার ঘটনাকে তুলে ধরা হয়েছিল ৷ সবরমতী এক্সপ্রেসের যে দু'টি কোচে আগুন লাগে, তাতে হিন্দু করসেবকরা ছিলেন ৷ ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করা হয় ৷