ETV Bharat / bharat

দিল্লিতে কোরোনায় আক্রান্ত 200 স্বাস্থ্যকর্মী, জানালেন স্বাস্থ্যমন্ত্রী - Corona

সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে দিল্লিতে 200 স্বাস্থ্যকর্মী কোরোনায় আক্রান্ত । যার মধ্যে অনেকেই দিল্লির হটস্পট এলাকাগুলিতে থাকেন ।

Corona
কোরোনা
author img

By

Published : Apr 28, 2020, 1:44 PM IST

দিল্লি, 28 এপ্রিল : দিল্লিতে 200 স্বাস্থ্যকর্মী কোরোনায় আক্রান্ত বলে জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন । এখনও পর্যন্ত দিল্লিতে মোট আক্রান্ত 3 হাজার 108 ।

সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট 200 জন কর্মী কোরোনায় আক্রান্ত । আমরা লক্ষ্য করেছি যে, যেসব হাসপাতালে কোরোনার চিকিৎসা হচ্ছে সেখানকার স্বাস্থ্যকর্মীরা সংক্রমিত হচ্ছেন না । যেসব হাসপাতালে কোরোনার চিকিৎসা হচ্ছে না সেখানকার কর্মীদের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া যাচ্ছে । "

আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে 60 জন বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালের কর্মী । তাঁদের মধ্যে অনেকে আবার দিল্লির হটস্পট জাহাঙ্গিরপুরীতে থাকেন ।

সত্যেন্দর জৈন জানান, "দিল্লিতে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 3 হাজার 108 । যার মধ্যে গতকাল 190 জনের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে । 2 হাজার 177 টি কোরোনার কেস এখনও সক্রিয় রয়েছে । 877 জন রোগী সুস্থ হয়েছেন । আর 11 জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে । কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 54 জনের ।"

সত্যেন্দরের মতে, লকডাউন না হলে দিল্লিতে কোরোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ত । লকডাউনের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, "সাত দিন বাকি আছে । এই দিনগুলিতে পরিস্থিতি কেমন থাকে তা আমরা নজরে রাখছি ।"

প্রসঙ্গত, গতকাল কোরোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও । বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানোর দিকেই ইঙ্গিত দেওয়া হয়েছে । তবে, চূড়ান্ত সিদ্ধান্ত কী হতে চলেছে তা এখনও স্পষ্ট নয় কারও কাছে ।

দিল্লি, 28 এপ্রিল : দিল্লিতে 200 স্বাস্থ্যকর্মী কোরোনায় আক্রান্ত বলে জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন । এখনও পর্যন্ত দিল্লিতে মোট আক্রান্ত 3 হাজার 108 ।

সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট 200 জন কর্মী কোরোনায় আক্রান্ত । আমরা লক্ষ্য করেছি যে, যেসব হাসপাতালে কোরোনার চিকিৎসা হচ্ছে সেখানকার স্বাস্থ্যকর্মীরা সংক্রমিত হচ্ছেন না । যেসব হাসপাতালে কোরোনার চিকিৎসা হচ্ছে না সেখানকার কর্মীদের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া যাচ্ছে । "

আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে 60 জন বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালের কর্মী । তাঁদের মধ্যে অনেকে আবার দিল্লির হটস্পট জাহাঙ্গিরপুরীতে থাকেন ।

সত্যেন্দর জৈন জানান, "দিল্লিতে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 3 হাজার 108 । যার মধ্যে গতকাল 190 জনের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে । 2 হাজার 177 টি কোরোনার কেস এখনও সক্রিয় রয়েছে । 877 জন রোগী সুস্থ হয়েছেন । আর 11 জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে । কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 54 জনের ।"

সত্যেন্দরের মতে, লকডাউন না হলে দিল্লিতে কোরোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ত । লকডাউনের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, "সাত দিন বাকি আছে । এই দিনগুলিতে পরিস্থিতি কেমন থাকে তা আমরা নজরে রাখছি ।"

প্রসঙ্গত, গতকাল কোরোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও । বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানোর দিকেই ইঙ্গিত দেওয়া হয়েছে । তবে, চূড়ান্ত সিদ্ধান্ত কী হতে চলেছে তা এখনও স্পষ্ট নয় কারও কাছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.