ETV Bharat / bharat

3 দিনের চেষ্টা ব্যর্থ, গর্তেই প্রাণ গেল সুজিতের - বাঁচানো গেল না 2 বছরের সুজিত উইলসনকে

বাঁচানো গেল না 2 বছরের সুজিত উইলসনকে ৷ গর্ত থেকে তার মৃতদেহ উদ্ধার হল ৷

অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে সুজিতের দেহ
author img

By

Published : Oct 29, 2019, 6:34 AM IST

Updated : Oct 29, 2019, 7:14 AM IST

ত্রিচি (তামিলনাড়ু), 29 অক্টোবর : ব্যর্থ গেল সবরকম চেষ্টা ৷ পরিত্যক্ত গর্ত থেকে জীবন্ত উদ্ধার করা গেল না তামিলনাডুর ত্রিচির 2 বছরের সুজিত উইলসনকে ৷ 3 দিনের চেষ্টার পর আজ ভোরে তার মৃতদেহ গর্ত থেকে উদ্ধার করে NDRF টিম ৷ নিয়ে যাওয়া হয় হাসপাতাল ৷

25 অক্টোবর বিকেলে বাড়ির সামনে খেলার সময় ওই পরিত্যক্ত গর্তে পড়ে গেছিল সুজিত ৷ তাকে উদ্ধারের সবরকম চেষ্টা করা হয় ৷ উদ্ধারকারীরা জানান, প্রথমে গর্তের একটি জায়গায় আটকে গেছিল সুজিত ৷ পরে পিছলে আরও নিচে নেমে যায় ৷ তারপর 88 ফুট গভীরে গিয়ে আটকে থাকে ৷ তাকে উদ্ধারের জন্য নামে NDRF টিম ও তামিলনাড়ুর রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ টানা 80 ঘণ্টা উদ্ধারের চেষ্টা চালানো হয় ৷ ওই গর্তের পাশ দিয়ে আরও একটি গর্ত খোঁড়া হয় ৷

গর্ত থেকে সুজিতকে উদ্ধারের সবরকম চেষ্টা কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং ৷ ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, অভিনেতা কমল হাসান এবং রজনীকান্ত ৷ তামিলনাডুর মন্ত্রী সি বিজয়বাস্কর এবং এন নাগারাজন উদ্ধারকাজে তদারকি করছিলেন ৷ কিন্তু, সব চেষ্টা ব্যর্থ হল তিনদিন পর ৷ হরিয়ানার প্রিন্সের মতো ভাগ্য হল না সুজিতের ৷ 2006 সালে খোলা কূপে পড়ে গেছিল বছর পাঁচেকের প্রিন্স ৷ প্রায় 48 ঘণ্টা পর তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে সেনা ৷

এদিকে, দুর্ঘটনার পর খোলা কূপ নিয়ে ফের প্রশ্ন উঠেছে ৷ এর আগে দেশের বিভিন্ন প্রান্তে খোলা কূপে পড়ে প্রাণ গেছে শিশুদের ৷

ত্রিচি (তামিলনাড়ু), 29 অক্টোবর : ব্যর্থ গেল সবরকম চেষ্টা ৷ পরিত্যক্ত গর্ত থেকে জীবন্ত উদ্ধার করা গেল না তামিলনাডুর ত্রিচির 2 বছরের সুজিত উইলসনকে ৷ 3 দিনের চেষ্টার পর আজ ভোরে তার মৃতদেহ গর্ত থেকে উদ্ধার করে NDRF টিম ৷ নিয়ে যাওয়া হয় হাসপাতাল ৷

25 অক্টোবর বিকেলে বাড়ির সামনে খেলার সময় ওই পরিত্যক্ত গর্তে পড়ে গেছিল সুজিত ৷ তাকে উদ্ধারের সবরকম চেষ্টা করা হয় ৷ উদ্ধারকারীরা জানান, প্রথমে গর্তের একটি জায়গায় আটকে গেছিল সুজিত ৷ পরে পিছলে আরও নিচে নেমে যায় ৷ তারপর 88 ফুট গভীরে গিয়ে আটকে থাকে ৷ তাকে উদ্ধারের জন্য নামে NDRF টিম ও তামিলনাড়ুর রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ টানা 80 ঘণ্টা উদ্ধারের চেষ্টা চালানো হয় ৷ ওই গর্তের পাশ দিয়ে আরও একটি গর্ত খোঁড়া হয় ৷

গর্ত থেকে সুজিতকে উদ্ধারের সবরকম চেষ্টা কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং ৷ ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, অভিনেতা কমল হাসান এবং রজনীকান্ত ৷ তামিলনাডুর মন্ত্রী সি বিজয়বাস্কর এবং এন নাগারাজন উদ্ধারকাজে তদারকি করছিলেন ৷ কিন্তু, সব চেষ্টা ব্যর্থ হল তিনদিন পর ৷ হরিয়ানার প্রিন্সের মতো ভাগ্য হল না সুজিতের ৷ 2006 সালে খোলা কূপে পড়ে গেছিল বছর পাঁচেকের প্রিন্স ৷ প্রায় 48 ঘণ্টা পর তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে সেনা ৷

এদিকে, দুর্ঘটনার পর খোলা কূপ নিয়ে ফের প্রশ্ন উঠেছে ৷ এর আগে দেশের বিভিন্ন প্রান্তে খোলা কূপে পড়ে প্রাণ গেছে শিশুদের ৷

New Delhi, Oct 29 (ANI): A recent study has discovered that community-based health programs successfully improved the health of mothers and babies in India, Nigeria, and Ethiopia. To assess the impact of community-based health interventions linked to the United Nations' Sustainable Development Goals, an international team of researchers looked at eight essential maternal and newborn health indicators in rural Nigeria, Ethiopia, and India, representing more than 22 million people. Indicators included antenatal and postnatal care, births in health care facilities, hygienic umbilical cord care, breastfeeding initiation and more. The researchers found some improvements; for example, more women in Ethiopia and Uttar Pradesh, India had access to maternity care in 2015 than in 2012. In Gombe, Nigeria, socioeconomic issues as well as the Boko Haram threat prevented most women from receiving adequate care, although some positive family behaviour, such as hygienic cord care, showed marked improvement.
Last Updated : Oct 29, 2019, 7:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.