ত্রিচি (তামিলনাড়ু), 29 অক্টোবর : ব্যর্থ গেল সবরকম চেষ্টা ৷ পরিত্যক্ত গর্ত থেকে জীবন্ত উদ্ধার করা গেল না তামিলনাডুর ত্রিচির 2 বছরের সুজিত উইলসনকে ৷ 3 দিনের চেষ্টার পর আজ ভোরে তার মৃতদেহ গর্ত থেকে উদ্ধার করে NDRF টিম ৷ নিয়ে যাওয়া হয় হাসপাতাল ৷
25 অক্টোবর বিকেলে বাড়ির সামনে খেলার সময় ওই পরিত্যক্ত গর্তে পড়ে গেছিল সুজিত ৷ তাকে উদ্ধারের সবরকম চেষ্টা করা হয় ৷ উদ্ধারকারীরা জানান, প্রথমে গর্তের একটি জায়গায় আটকে গেছিল সুজিত ৷ পরে পিছলে আরও নিচে নেমে যায় ৷ তারপর 88 ফুট গভীরে গিয়ে আটকে থাকে ৷ তাকে উদ্ধারের জন্য নামে NDRF টিম ও তামিলনাড়ুর রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ টানা 80 ঘণ্টা উদ্ধারের চেষ্টা চালানো হয় ৷ ওই গর্তের পাশ দিয়ে আরও একটি গর্ত খোঁড়া হয় ৷
গর্ত থেকে সুজিতকে উদ্ধারের সবরকম চেষ্টা কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং ৷ ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, অভিনেতা কমল হাসান এবং রজনীকান্ত ৷ তামিলনাডুর মন্ত্রী সি বিজয়বাস্কর এবং এন নাগারাজন উদ্ধারকাজে তদারকি করছিলেন ৷ কিন্তু, সব চেষ্টা ব্যর্থ হল তিনদিন পর ৷ হরিয়ানার প্রিন্সের মতো ভাগ্য হল না সুজিতের ৷ 2006 সালে খোলা কূপে পড়ে গেছিল বছর পাঁচেকের প্রিন্স ৷ প্রায় 48 ঘণ্টা পর তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে সেনা ৷
এদিকে, দুর্ঘটনার পর খোলা কূপ নিয়ে ফের প্রশ্ন উঠেছে ৷ এর আগে দেশের বিভিন্ন প্রান্তে খোলা কূপে পড়ে প্রাণ গেছে শিশুদের ৷