ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত উত্তরপ্রদেশের দুই মন্ত্রী

উত্তরপ্রদেশে বাড়ছে কোরোনা সংক্রমণ । এর মাঝেই কোরোনায় আক্রান্ত হলেন রাজ্যের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী রাজেন্দ্র প্রতাপ সিং এবং আয়ুষ মন্ত্রকের মন্ত্রী ধরম সিং সাইনি ।

COVID-19 positive
COVID-19 positive
author img

By

Published : Jul 5, 2020, 3:58 PM IST

লখনউ, 5 জুলাই : এবার কোরোনায় আক্রান্ত হলেনযোগীরাজ্যের দুই মন্ত্রী । আজই কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ওই দুইবর্ষীয়ান মন্ত্রীর ।

উত্তরপ্রদেশেরগ্রামীণ উন্নয়ন মন্ত্রী রাজেন্দ্রপ্রতাপ সিং, যিনি মোতি সিং নামেই বেশি পরিচিত, এবং তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও নাতি-নাতনি প্রত্যেকেরইরিপোর্ট পজ়িটিভ এসেছে । কোরোনা পরীক্ষার রিপোর্ট যাচাইয়ের পর মন্ত্রী ও তাঁরপরিবারকে সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (SGPGIMS)-এ ভরতি করা হয়েছে । জানিয়েছেন লখনউয়েরCMO নরেন্দ্রসিং ।

অন্যদিকে, কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভএসেছে আয়ুষ মন্ত্রকের ধরম সিং সাইনি-র । সাহারানপুরের CMO বি এস সোধি জানান, কাশির উপসর্গ দেখা দিতে মন্ত্রী ধরমসিং সাইনি-র কোরোনা পরীক্ষা করা হয় । রিপোর্ট পজ়িটিভ আসায় তাঁকে পিলাখনি মেডিকেলকলেজে ভরতি করা হয়েছে । তাঁর সংস্পর্শে আসা 27 জনের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেইপরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

বিরোধীসমাজবাদী পার্টির বিধায়ক গোবিন্দ চৌধরি-ও কোরোনা সংক্রমণ নিয়ে SGPGIMS-এ ভরতি । হার্টের সমস্যা থাকায় তাঁকেঅক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে । শনিবার 772টি নতুন কোরোনা সংক্রমণের খবর সামনেআসার পর উত্তরপ্রদেশে মোট 7627 জনকোরোনা আক্রান্ত বর্তমানে চিকিৎসাধীন । এখনও পর্যন্ত রাজ্যে কোরোনা সংক্রমণে 773 জনের মৃত্যু হয়েছে । মোট 18,154 জন কোরোনা রোগী সুস্থ হয়েছেন ।জানালেন উত্তরপ্রদেশের মুখ্য স্বাস্থ্য সচিব অমিতমোহন প্রসাদ ।

লখনউ, 5 জুলাই : এবার কোরোনায় আক্রান্ত হলেনযোগীরাজ্যের দুই মন্ত্রী । আজই কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ওই দুইবর্ষীয়ান মন্ত্রীর ।

উত্তরপ্রদেশেরগ্রামীণ উন্নয়ন মন্ত্রী রাজেন্দ্রপ্রতাপ সিং, যিনি মোতি সিং নামেই বেশি পরিচিত, এবং তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও নাতি-নাতনি প্রত্যেকেরইরিপোর্ট পজ়িটিভ এসেছে । কোরোনা পরীক্ষার রিপোর্ট যাচাইয়ের পর মন্ত্রী ও তাঁরপরিবারকে সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (SGPGIMS)-এ ভরতি করা হয়েছে । জানিয়েছেন লখনউয়েরCMO নরেন্দ্রসিং ।

অন্যদিকে, কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভএসেছে আয়ুষ মন্ত্রকের ধরম সিং সাইনি-র । সাহারানপুরের CMO বি এস সোধি জানান, কাশির উপসর্গ দেখা দিতে মন্ত্রী ধরমসিং সাইনি-র কোরোনা পরীক্ষা করা হয় । রিপোর্ট পজ়িটিভ আসায় তাঁকে পিলাখনি মেডিকেলকলেজে ভরতি করা হয়েছে । তাঁর সংস্পর্শে আসা 27 জনের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেইপরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

বিরোধীসমাজবাদী পার্টির বিধায়ক গোবিন্দ চৌধরি-ও কোরোনা সংক্রমণ নিয়ে SGPGIMS-এ ভরতি । হার্টের সমস্যা থাকায় তাঁকেঅক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে । শনিবার 772টি নতুন কোরোনা সংক্রমণের খবর সামনেআসার পর উত্তরপ্রদেশে মোট 7627 জনকোরোনা আক্রান্ত বর্তমানে চিকিৎসাধীন । এখনও পর্যন্ত রাজ্যে কোরোনা সংক্রমণে 773 জনের মৃত্যু হয়েছে । মোট 18,154 জন কোরোনা রোগী সুস্থ হয়েছেন ।জানালেন উত্তরপ্রদেশের মুখ্য স্বাস্থ্য সচিব অমিতমোহন প্রসাদ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.