ETV Bharat / bharat

সীমান্তে পাকিস্তানি সেনার গুলিতে মৃত 2 ভারতীয় নাগরিক, জখম 5 - পাক সেনার গুলি বর্ষণ

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান ৷ জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনা ব্যাপক গুলি বর্ষণ করে ৷ এর ফলে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে । এক মহিলা সহ পাঁচজন আহত হয়েছেন ।

pak shelling
সীমান্তে পাক সেনার গুলি বর্ষণে প্রাণ হারাল দুই অসামরিক ব্যক্তি
author img

By

Published : Aug 8, 2020, 3:31 AM IST

শ্রীনগর, 8 অগাস্ট : সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে বিনা প্ররোচনায় গুলি পাকিস্তানি সেনার । শুক্রবার এই ঘটনায় দু'জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন । এক মহিলা সহ পাঁচজন আহত হয়েছেন ।

কাশ্মীর উপত্যকায় শুক্রবার ভোরে সীমান্ত জেলা কুপওয়ারার নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাকিস্তানি সেনা । পালটা জবাব দেন ভারতীয় জওয়ানরা । প্রত্যক্ষদর্শীরা জানান, নওগামের পরে সীমান্ত জেলার কর্ণা, কেরান এবং মাচিল সেক্টরেও দু'পক্ষের গুলি বিনিময় হয় ৷ একইভাবে বারামুল্লার বনিয়ার ও উরি সেক্টরেও দু'পক্ষের গুলি বিনিময় চলে ৷ তাছাড়া পুঞ্চের বালকোট এবং কৃষ্ণাঘাটি সেক্টরেও দু'পক্ষের গুলির লড়াই চলে ৷ সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীর সীমান্ত লক্ষ্য করে ফের গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী ৷ গুলি বর্ষণ ছাড়াও মর্টারও ছোড়ে পাকিস্তান সেনা ৷ কুপওয়ারার টাংধার কারনা এলাকায় পাকিস্তান সেনা মর্টার ছোড়ে ৷ কুপওয়ারার SSP শ্রীরাম অম্বরকর এই কথা জানিয়ে বলেন, ভারতীয় সেনা পাকিস্তানকে পালটা জবাব দেয় ৷

পাকিস্তান সেনা অসামরিক এলাকা লক্ষ্য করে ব্যাপক গুলি বর্ষণ করে ৷ এর ফলে দু'জন সাধারণ নাগরিক নিহত ও এক মহিলা সহ পাঁচ জন আহত হয়েছেন ৷ আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ দুই নিহত ব্যক্তির মধ্যে একজনের পরিচয় এখনও পর্যন্ত জানা গিয়েছে ৷ তাঁর নাম মহম্মদ আরিফ (40) ৷ গুরুতর আহত এক মহিলা হামিদা বেগম (42) সহ অন্য়রা হলেন মহম্মদ ইয়াকুব, সইদ রাফাক্ত, জাকির খান, নাসের আহমেদ খান ৷ সেনার এক মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া এই খবর জানান ৷ SSP অম্বরকর বলেন, পাকিস্তান বারবার সীমান্ত চুক্তি লঙ্ঘন করছে ৷ পাকিস্তান সেনা অসামরিক এলাকা লক্ষ্য করে গুলি বর্ষণ করছে বলেও তিনি জানান ৷ এক সপ্তাহ আগে রাজৌরিতেও একইভাবে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাকিস্তান ৷ সেই ঘটনায় এক ভারতীয় জওয়ান প্রাণ হারান ৷

শ্রীনগর, 8 অগাস্ট : সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে বিনা প্ররোচনায় গুলি পাকিস্তানি সেনার । শুক্রবার এই ঘটনায় দু'জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন । এক মহিলা সহ পাঁচজন আহত হয়েছেন ।

কাশ্মীর উপত্যকায় শুক্রবার ভোরে সীমান্ত জেলা কুপওয়ারার নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাকিস্তানি সেনা । পালটা জবাব দেন ভারতীয় জওয়ানরা । প্রত্যক্ষদর্শীরা জানান, নওগামের পরে সীমান্ত জেলার কর্ণা, কেরান এবং মাচিল সেক্টরেও দু'পক্ষের গুলি বিনিময় হয় ৷ একইভাবে বারামুল্লার বনিয়ার ও উরি সেক্টরেও দু'পক্ষের গুলি বিনিময় চলে ৷ তাছাড়া পুঞ্চের বালকোট এবং কৃষ্ণাঘাটি সেক্টরেও দু'পক্ষের গুলির লড়াই চলে ৷ সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীর সীমান্ত লক্ষ্য করে ফের গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী ৷ গুলি বর্ষণ ছাড়াও মর্টারও ছোড়ে পাকিস্তান সেনা ৷ কুপওয়ারার টাংধার কারনা এলাকায় পাকিস্তান সেনা মর্টার ছোড়ে ৷ কুপওয়ারার SSP শ্রীরাম অম্বরকর এই কথা জানিয়ে বলেন, ভারতীয় সেনা পাকিস্তানকে পালটা জবাব দেয় ৷

পাকিস্তান সেনা অসামরিক এলাকা লক্ষ্য করে ব্যাপক গুলি বর্ষণ করে ৷ এর ফলে দু'জন সাধারণ নাগরিক নিহত ও এক মহিলা সহ পাঁচ জন আহত হয়েছেন ৷ আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ দুই নিহত ব্যক্তির মধ্যে একজনের পরিচয় এখনও পর্যন্ত জানা গিয়েছে ৷ তাঁর নাম মহম্মদ আরিফ (40) ৷ গুরুতর আহত এক মহিলা হামিদা বেগম (42) সহ অন্য়রা হলেন মহম্মদ ইয়াকুব, সইদ রাফাক্ত, জাকির খান, নাসের আহমেদ খান ৷ সেনার এক মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া এই খবর জানান ৷ SSP অম্বরকর বলেন, পাকিস্তান বারবার সীমান্ত চুক্তি লঙ্ঘন করছে ৷ পাকিস্তান সেনা অসামরিক এলাকা লক্ষ্য করে গুলি বর্ষণ করছে বলেও তিনি জানান ৷ এক সপ্তাহ আগে রাজৌরিতেও একইভাবে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাকিস্তান ৷ সেই ঘটনায় এক ভারতীয় জওয়ান প্রাণ হারান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.