মুম্বই, ১৪ ফেব্রুয়ারি : ধরা পড়ল ১৯৯৩ সালে মুম্বই সিরিয়াল বিস্ফোরণে অভিযুক্ত আবু বকর। গতকাল তাকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সাথে মুম্বই হামলার চক্রান্ত করেছিল সে। পাশাপাশি বিস্ফোরণে ব্যবহৃত RDX নিয়ে আসে। আবু বকরের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে আরও এক অভিযুক্ত ফিরোজ়কে। দু'জনকেই ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।
ফিরোজ় অবসরপ্রাপ্ত এক নৌসেনা আধিকারিকের ছেলে। ১৯৮৯ সালে ফিরোজ় আবু বকরের সঙ্গে দেখা করে। দু'জনে মিলে টিভি সেট, রেফ্রিজারেটর এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পাচার করতে শুরু করে। ১৯৯৩ সালে মুম্বই সিরিয়াল বিস্ফোরণের পর দাউদ ও তার দলবলের সঙ্গেই ভারত ছেড়েছিল সে। পরে ২০০৫ সালে নকল পাসপোর্টের সাহায্যে নবি মুম্বইতে যাওয়া আসা শুরু করে। ২০১০ সালে এক গোপন সূত্রে ফিরোজ়ের খোঁজ পান তদন্তকারীরা। তারপর থেকে তার উপরে নজর রাখতে থাকে তদন্তকারী সংস্থা। CBI-এর দাবি, ফিরোজ় সক্রিয়ভাবে মুম্বইতে অস্ত্র নিয়ে আসা ও বিস্ফোরণের প্রস্তুতির কাজে যুক্ত ছিল।
এদিকে ফিরোজ় তার স্বীকারোক্তিতে জানায়, ১৯৯৬ এবং ১৯৯৯ সালে দু'বার দাউদ ইব্রাহিমের সঙ্গে করাচিতে দেখা করে। এই স্বীকারোক্তির ফলে দাউদের পাকিস্তানে থাকার ভারতের দাবি আরও জোরালো হল।
![undefined](https://s3.amazonaws.com/saranyu-test/etv-bharath-assests/images/ad.png)