ETV Bharat / bharat

দিল্লিতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, সম্পর্কের জের ? - দিল্লিতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

7 অক্টোবরের CCTV ফুটেজে দেখা যাচ্ছে , রাস্তায় এক যুবতির সঙ্গে সে বেরিয়েছিল । হঠাৎ তাকে কয়েকজন ডাকে । সে ভেবেছিল টিউশনের জন্য কোনও ছাত্রছাত্রী ডাকছে । কিন্তু কিছুদূর এগিয়ে যাওয়ার পর তার উপর হামলা করে কয়েকজন দুষ্কৃতী । প্রায় আট থেকে দশজন ছিল বলে জানা গেছে ।

Delhi
মৃত যুবক
author img

By

Published : Oct 10, 2020, 3:02 PM IST

Updated : Oct 11, 2020, 6:36 AM IST

দিল্লি , 10 অক্টোবর : দিল্লিতে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । মৃতের নাম রাহুল রাজপুত (18) । দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি । জানা গেছে , তাঁর সঙ্গে এক যুবতির সম্পর্ক ছিল । কিন্তু যুবতির পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারছিল না । কারণ দু'জনে ভিন্ন সম্প্রদায়ের । অভিযোগ , এর জেরেই তাঁকে খুন করা হয়েছে । পশ্চিম দিল্লির আদর্শনগর এলাকার ঘটনা । ঘটনায় যুবতির দাদাসহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিন নাবালককেও গ্রেপ্তার করা হয়েছে ।

এই ঘটনার একটি CCTV ফুটেজ সামনে এসেছে । ফুটেজটি বুধবারের (7 অক্টোবর) । অর্থাৎ ঘটনার দিন । ফুটেজে দেখা যাচ্ছে , রাস্তায় ওই যুবতির সঙ্গে রাহুল বেরিয়েছিল । হঠাৎ তাকে কয়েকজন ডাকে । সে ভেবেছিল টিউশনের জন্য কোনও ছাত্রছাত্রী ডাকছে । কিন্তু কিছুদূর এগিয়ে যাওয়ার পর তার উপর হামলা করে কয়েকজন দুষ্কৃতী । প্রায় আট থেকে দশজন ছিল বলে জানা গেছে । পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করে স্থানীয়রা । চিকিৎসা চলাকালীন ওই যুবকের মৃত্যু হয় । ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে , অভ্যন্তরীণ আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে ।

ওই যুবকের কাকা বলেন , রাহুল স্কুলের ছেলেমেয়দের পড়াত । বাড়িতেই ছাত্রছাত্রীদের পড়াত । নিজে স্কুল অফ ওপেন লার্নিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল । তার সঙ্গে ওই যুবতির 2 বছরের সম্পর্ক । এই সম্পর্কে আপত্তি ছিল যুবতির পরিবারের । ওইদিন তার উপর আট থেকে দশজনের বেশি হামলা করেছিল । সেইসময় তাকে কয়েকজন স্থানীয় বাঁচানোর চেষ্টা করেছিল । কিন্তু পারেনি । তারপরও তারা তাকে পিটিয়ে খুন করে ।

দিল্লি , 10 অক্টোবর : দিল্লিতে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । মৃতের নাম রাহুল রাজপুত (18) । দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি । জানা গেছে , তাঁর সঙ্গে এক যুবতির সম্পর্ক ছিল । কিন্তু যুবতির পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারছিল না । কারণ দু'জনে ভিন্ন সম্প্রদায়ের । অভিযোগ , এর জেরেই তাঁকে খুন করা হয়েছে । পশ্চিম দিল্লির আদর্শনগর এলাকার ঘটনা । ঘটনায় যুবতির দাদাসহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিন নাবালককেও গ্রেপ্তার করা হয়েছে ।

এই ঘটনার একটি CCTV ফুটেজ সামনে এসেছে । ফুটেজটি বুধবারের (7 অক্টোবর) । অর্থাৎ ঘটনার দিন । ফুটেজে দেখা যাচ্ছে , রাস্তায় ওই যুবতির সঙ্গে রাহুল বেরিয়েছিল । হঠাৎ তাকে কয়েকজন ডাকে । সে ভেবেছিল টিউশনের জন্য কোনও ছাত্রছাত্রী ডাকছে । কিন্তু কিছুদূর এগিয়ে যাওয়ার পর তার উপর হামলা করে কয়েকজন দুষ্কৃতী । প্রায় আট থেকে দশজন ছিল বলে জানা গেছে । পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করে স্থানীয়রা । চিকিৎসা চলাকালীন ওই যুবকের মৃত্যু হয় । ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে , অভ্যন্তরীণ আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে ।

ওই যুবকের কাকা বলেন , রাহুল স্কুলের ছেলেমেয়দের পড়াত । বাড়িতেই ছাত্রছাত্রীদের পড়াত । নিজে স্কুল অফ ওপেন লার্নিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল । তার সঙ্গে ওই যুবতির 2 বছরের সম্পর্ক । এই সম্পর্কে আপত্তি ছিল যুবতির পরিবারের । ওইদিন তার উপর আট থেকে দশজনের বেশি হামলা করেছিল । সেইসময় তাকে কয়েকজন স্থানীয় বাঁচানোর চেষ্টা করেছিল । কিন্তু পারেনি । তারপরও তারা তাকে পিটিয়ে খুন করে ।

Last Updated : Oct 11, 2020, 6:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.