কোয়েম্বাতুর, 1 ডিসেম্বর : তেলাঙ্গানার পর এবার তামিলনাড়ু ৷ আবার গণধর্ষণের শিকার হলেন একাদশ এক শ্রেণির ছাত্রী (17) ৷ মঙ্গলবার ছিল জন্মদিন ৷ আর পাঁচটা দিনের থেকে এই দিনটা একটু অন্যরকম ভাবে পালন করতে চেয়েছিলেন ৷ বন্ধুকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন ৷ রাতে বাড়ি ফেরার পথে ছয় জন মিলে তাঁকে ধর্ষণ করে ৷ শনিবার চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
একাদশ শ্রেণির ওই পড়ুয়া মঙ্গলবার বন্ধুর জন্মদিন উপলক্ষে একটি পার্কে যান ৷ রাত 9টা নাগাদ বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি ৷ ফেরার পথে ছয় জনের একটি দল তাঁদের ঘিরে ধরে ৷ তাঁর বন্ধুকে মারধর করে ৷ অভিযোগ, একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ওই ছাত্রীকে ৷ সম্পূর্ণ ঘটনাটির একটি ভিডিয়ো বানায় দুষ্কৃতীরা ৷
ঘটনার পরদিন মাকে বিষয়টি জানান তিনি ৷ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা ৷ অভিযুক্তদের মধ্যে ইতিমধ্যে 4জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ বাকি দু'জনের খোঁজ চলছে ৷
আরও পড়ুন : হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে অভিযুক্তদের 14 দিনের বিচারবিভাগীয় হেপাজত
হায়দরাবাদে পশু চিকিৎসকের গণধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে চলছে প্রতিবাদ ৷ তদন্তে নেমে গতকাল মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আদালত বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে৷ নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ প্রশ্ন উঠেছে প্রশাসনের অক্ষমতা নিয়ে ৷ গতকাল তেলাঙ্গানায় অপরাধীদের প্রকাশ্যে ফাঁসি চেয়ে রাস্তায় নামেন বহু মানুষ ৷ প্রতিবাদ মিছিল হয় পশ্চিমবঙ্গেও ৷ ঘটনার নিন্দায় তোলপাড় সোশ্যাল মিডিয়া ৷
আরও পড়ুন : 'অপরাধীদের ফাঁসি চাই '! গণধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ মিছিল তেলাঙ্গানায়