ETV Bharat / bharat

এবার তামিলনাড়ু ! বন্ধুর সামনে স্কুলছাত্রীকে গণধর্ষণ , গ্রেপ্তার 4 - 17 years old school girl gangraped in Tamilnadu

তামিলনাড়ুতে গণধর্ষণের শিকার 17 বছর বয়সী এক স্কুলছাত্রী ৷ ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

gang rape
gang rape
author img

By

Published : Dec 1, 2019, 2:10 PM IST

Updated : Dec 1, 2019, 3:08 PM IST

কোয়েম্বাতুর, 1 ডিসেম্বর : তেলাঙ্গানার পর এবার তামিলনাড়ু ৷ আবার গণধর্ষণের শিকার হলেন একাদশ এক শ্রেণির ছাত্রী (17) ৷ মঙ্গলবার ছিল জন্মদিন ৷ আর পাঁচটা দিনের থেকে এই দিনটা একটু অন্যরকম ভাবে পালন করতে চেয়েছিলেন ৷ বন্ধুকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন ৷ রাতে বাড়ি ফেরার পথে ছয় জন মিলে তাঁকে ধর্ষণ করে ৷ শনিবার চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

একাদশ শ্রেণির ওই পড়ুয়া মঙ্গলবার বন্ধুর জন্মদিন উপলক্ষে একটি পার্কে যান ৷ রাত 9টা নাগাদ বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি ৷ ফেরার পথে ছয় জনের একটি দল তাঁদের ঘিরে ধরে ৷ তাঁর বন্ধুকে মারধর করে ৷ অভিযোগ, একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ওই ছাত্রীকে ৷ সম্পূর্ণ ঘটনাটির একটি ভিডিয়ো বানায় দুষ্কৃতীরা ৷

ঘটনার পরদিন মাকে বিষয়টি জানান তিনি ৷ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা ৷ অভিযুক্তদের মধ্যে ইতিমধ্যে 4জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ বাকি দু'জনের খোঁজ চলছে ৷

আরও পড়ুন : হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে অভিযুক্তদের 14 দিনের বিচারবিভাগীয় হেপাজত

হায়দরাবাদে পশু চিকিৎসকের গণধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে চলছে প্রতিবাদ ৷ তদন্তে নেমে গতকাল মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আদালত বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে৷ নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ প্রশ্ন উঠেছে প্রশাসনের অক্ষমতা নিয়ে ৷ গতকাল তেলাঙ্গানায় অপরাধীদের প্রকাশ্যে ফাঁসি চেয়ে রাস্তায় নামেন বহু মানুষ ৷ প্রতিবাদ মিছিল হয় পশ্চিমবঙ্গেও ৷ ঘটনার নিন্দায় তোলপাড় সোশ্যাল মিডিয়া ৷


আরও পড়ুন : 'অপরাধীদের ফাঁসি চাই '! গণধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ মিছিল তেলাঙ্গানায়

কোয়েম্বাতুর, 1 ডিসেম্বর : তেলাঙ্গানার পর এবার তামিলনাড়ু ৷ আবার গণধর্ষণের শিকার হলেন একাদশ এক শ্রেণির ছাত্রী (17) ৷ মঙ্গলবার ছিল জন্মদিন ৷ আর পাঁচটা দিনের থেকে এই দিনটা একটু অন্যরকম ভাবে পালন করতে চেয়েছিলেন ৷ বন্ধুকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন ৷ রাতে বাড়ি ফেরার পথে ছয় জন মিলে তাঁকে ধর্ষণ করে ৷ শনিবার চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

একাদশ শ্রেণির ওই পড়ুয়া মঙ্গলবার বন্ধুর জন্মদিন উপলক্ষে একটি পার্কে যান ৷ রাত 9টা নাগাদ বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি ৷ ফেরার পথে ছয় জনের একটি দল তাঁদের ঘিরে ধরে ৷ তাঁর বন্ধুকে মারধর করে ৷ অভিযোগ, একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ওই ছাত্রীকে ৷ সম্পূর্ণ ঘটনাটির একটি ভিডিয়ো বানায় দুষ্কৃতীরা ৷

ঘটনার পরদিন মাকে বিষয়টি জানান তিনি ৷ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা ৷ অভিযুক্তদের মধ্যে ইতিমধ্যে 4জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ বাকি দু'জনের খোঁজ চলছে ৷

আরও পড়ুন : হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে অভিযুক্তদের 14 দিনের বিচারবিভাগীয় হেপাজত

হায়দরাবাদে পশু চিকিৎসকের গণধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে চলছে প্রতিবাদ ৷ তদন্তে নেমে গতকাল মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আদালত বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে৷ নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ প্রশ্ন উঠেছে প্রশাসনের অক্ষমতা নিয়ে ৷ গতকাল তেলাঙ্গানায় অপরাধীদের প্রকাশ্যে ফাঁসি চেয়ে রাস্তায় নামেন বহু মানুষ ৷ প্রতিবাদ মিছিল হয় পশ্চিমবঙ্গেও ৷ ঘটনার নিন্দায় তোলপাড় সোশ্যাল মিডিয়া ৷


আরও পড়ুন : 'অপরাধীদের ফাঁসি চাই '! গণধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ মিছিল তেলাঙ্গানায়

Mumbai, Dec 01 (ANI): Bollywood actress Alia Bhatt was spotted outside Mumbai airport on November 30. She was looking pretty in neon shade attire. On work front, she will be next seen in 'Brahmastra' and 'Sadak 2'. Actress Disha Patani was also seen outside the airport. She was wearing black and white top with loose pants. On the other side, actor Varun Dhawan was also seen outside his father David Dhawan's office in Mumbai's Juhu area. He was seen wearing grey colour collar tees paired with blue denims. Varun will be next seen in 'Street Dancer'.

Last Updated : Dec 1, 2019, 3:08 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.