শিলচর, 9জুন : দক্ষিণ অসমের কচর জেলায় একটি জলাধার থেকে 13 টি হনুমানের মৃতদেহ উদ্ধার করা হল।ময়নাতদন্তে বিষক্রিয়ার প্রমাণ মিলেছে বলে জানানো হয় পশু চিকিৎসা বিভাগের তরফথেকে।
পশু চিকিৎসা বিভাগের প্রধান রুবেল দাস জানান, "সোমবার সকালেজনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং বিভাগের কাটিরেল জল সরবরাহ কেন্দ্রের একটি জলাধারে 13টি হনুমানের মৃতদেহ ভাসতে দেখা যায়।ময়না তদন্তে বিষক্রিয়ার প্রমাণ মিলেছে। বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হতে মৃতহনুমানগুলির স্যাম্পেল গুয়াহাটির খানাপারায় পশু চিকিৎসা দপ্তরের রোগ নির্ণয়ল্যাবে পাঠানো হবে। "
সোশ্যাল মিডিয়ায় মৃত হনুমানগুলির ছবি ও ভিডিয়ো ভাইরাল হতেইবনদপ্তর দ্রুত পদক্ষেপ নেয় এবং জলাধার থেকে মৃতদেহ উদ্ধার করে স্যাম্পল পরীক্ষারজন্য পাঠায়।
এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে কারণ সামনেরএকটি জল সরবরাহ কেন্দ্র থেকেই জলাশয়ে জল আসে।
জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ইঞ্জিনিয়ার জানান, ওই জলাশয়ের সঙ্গে যুক্ত জলের ট্যাংকটিঅনেকদিন আগে থেকেই পরিত্যক্ত।