দিল্লি, 23 জুলাই : বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর(NDRF) DG এস এন প্রধান জানিয়েছেন, 122 টি জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী 20 টি রাজ্যে মোতায়েন রয়েছে । এর মধ্যে বিহারে 21 টি, আসামে 16 টি ।
প্রধান বলেন, "এবছর বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়েছে । দেশের বিভিন্ন স্থানে স্বভাবতই বন্যার মতো পরিস্থিতি দেখা দিয়েছে । বিহার এবং অসমের মতো বেশ কিছু সংবেদনশীল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ।
উদ্ধার অভিযান চলছে । নেপালের তরাই অঞ্চলের বৃষ্টিপাতের কারণে বিহারে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে । গ্রামাঞ্চলের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে যে, যদি পরিস্থিতি মারাত্মক হয় তবে ত্রাণ শিবিরে যাবে । অন্যদিকে অসমের বন্যাদুর্গতদের একটা বড় অংশ ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । প্রায় 40 হাজার মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে । অসমের প্রায় ত্রিশটি জেলা বন্যার কবলে রয়েছে । জলস্তর ঊর্ধ্বমুখী তা জানালেন প্রধান ।
তিনি আরও জানান, “আকাশপথে সরিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না । আমাদের দল সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে PPE কিটস ব্যবহার করছে দুর্গতদের উদ্ধারের জন্য । কোরোনা ও প্রাকৃতিক দুর্যোগ উভয়েরই মুখোমুখি হচ্ছি । অসমের প্রায় সমস্ত নদীই বিপদসীমার উপরে রয়েছে ।কোশি, গণ্ডাক, কমলাবনল, মহানন্দের মতো অনেক নদী বিপদসীমা অতিক্রম করেছে, প্লাবিত হয়েছে ।
তিনি আরও বলেছেন, বিহারে জলের গভীরতা অব্যাহত থাকতে পারে । NDRF-র আরও কিছু দল মোতায়েনের সম্ভাবনা রয়েছে । এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি । তবে মানুষ সাপের কামড়ের মুখোমুখি হচ্ছে ।
অসমের রাজ্য বিপর্যয় পরিচালন কর্তৃপক্ষ (ASDMA) জানিয়েছে, রাজ্যে বন্যার কবলে রয়েছে 30 টি জেলা, মৃত্যু হয়েছে 89 জন, ক্ষতিগ্রস্ত হয়েছে 56,27,389 জন ।