ETV Bharat / bharat

বাঘের পেটে বাঘ ! - Tiger Killed

বাঘের পেটে গেল অন্য একটি বাঘ ! ঘটনাটি মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্কের।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 22, 2019, 10:38 PM IST

মান্ডলা(মধ্যপ্রদেশ), 22 মার্চ : একটি পূর্ণ বয়স্ক বাঘের পেটে গেল অন্য একটি বাঘ ! ঘটনাটি মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্কের। দেশে দু'মাসে এই নিয়ে দ্বিতীয়বার এধরনের ঘটনায় উদ্বিগ্ন কর্তৃপক্ষ।

গতকাল ন্যাশনাল পার্কের ভিতরে নিয়মমাফিক প্যাট্রোলিং চলছিল। সেইসময় কিসলি জ়োনে গিয়ে কর্মীরা দেখেন T-৩৬ নামে একটি পূর্ণ বয়স্ক বাঘ মরে পড়ে রয়েছে। তার মাংস খাচ্ছে T-৫৬ নামে বছর আটের বাঘ।

কানহা ন্যাশনাল পার্কের ফিল্ড ডিরেক্টর এল কৃষ্ণমূর্তি বলেন, "একটি বন বিড়ালের হামলায় জখম হয় বাঘটি। পরে তার মৃত্যু হয়।" তবে জানুয়ারির তৃতীয় সপ্তাহেও ঘটেছিল এরকম একটি ঘটনা। সেক্ষেত্রে অবশ্য একটি বাঘিনীকে খেয়ে ফেলে অপর একটি বাঘ।

মান্ডলা(মধ্যপ্রদেশ), 22 মার্চ : একটি পূর্ণ বয়স্ক বাঘের পেটে গেল অন্য একটি বাঘ ! ঘটনাটি মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্কের। দেশে দু'মাসে এই নিয়ে দ্বিতীয়বার এধরনের ঘটনায় উদ্বিগ্ন কর্তৃপক্ষ।

গতকাল ন্যাশনাল পার্কের ভিতরে নিয়মমাফিক প্যাট্রোলিং চলছিল। সেইসময় কিসলি জ়োনে গিয়ে কর্মীরা দেখেন T-৩৬ নামে একটি পূর্ণ বয়স্ক বাঘ মরে পড়ে রয়েছে। তার মাংস খাচ্ছে T-৫৬ নামে বছর আটের বাঘ।

কানহা ন্যাশনাল পার্কের ফিল্ড ডিরেক্টর এল কৃষ্ণমূর্তি বলেন, "একটি বন বিড়ালের হামলায় জখম হয় বাঘটি। পরে তার মৃত্যু হয়।" তবে জানুয়ারির তৃতীয় সপ্তাহেও ঘটেছিল এরকম একটি ঘটনা। সেক্ষেত্রে অবশ্য একটি বাঘিনীকে খেয়ে ফেলে অপর একটি বাঘ।


New Delhi, Mar 18 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath expressed his grief on demise of Goa Chief Minister Manohar Parrikar. He said, "it is a really saddening news. As the chief minister of Goa and Defence minister of india, the commendable services Mr Manohar Parrikar has given to the country that will always be remembered. He was a true patriot, living a very humble life."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.