ETV Bharat / bharat

সিলিন্ডার বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ি, মৃত 12 - cylinder blast

দোতলা বাড়ি ভেঙে মৃত 12 ৷ দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের মউ জেলার ৷

ভেঙে পড়ল বাড়ি
author img

By

Published : Oct 14, 2019, 9:31 AM IST

Updated : Oct 14, 2019, 11:49 AM IST

মউ (উত্তরপ্রদেশ), 14 অক্টোবর : সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল দোতলা বাড়ি ৷ মৃত্যু হল 12 জনের ৷ আহত হয়েছেন 30 জনের বেশি ৷ দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের মউ জেলার ৷

আজ সকালে মহম্মদবাদ এলাকার ওই বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ৷ তারপরই হুড়মুড়িতে ভেঙে পড়ে বাড়িটি ৷ খবর পেয়ে পৌঁছায় উদ্ধারকারী দল ৷ ধ্বংসস্তূপ সরিয়ে 12 জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ৷ আরও কয়েকজন ধ্বংসস্তূপের তলায় আটকে থাকতে পারেন বলে আশঙ্কা ৷ উদ্ধারকাজ জারি রয়েছে ৷

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি ৷

মউ (উত্তরপ্রদেশ), 14 অক্টোবর : সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল দোতলা বাড়ি ৷ মৃত্যু হল 12 জনের ৷ আহত হয়েছেন 30 জনের বেশি ৷ দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের মউ জেলার ৷

আজ সকালে মহম্মদবাদ এলাকার ওই বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ৷ তারপরই হুড়মুড়িতে ভেঙে পড়ে বাড়িটি ৷ খবর পেয়ে পৌঁছায় উদ্ধারকারী দল ৷ ধ্বংসস্তূপ সরিয়ে 12 জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ৷ আরও কয়েকজন ধ্বংসস্তূপের তলায় আটকে থাকতে পারেন বলে আশঙ্কা ৷ উদ্ধারকাজ জারি রয়েছে ৷

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি ৷

New Delhi, Oct 14 (ANI): King of The Netherlands, Willem-Alexander and Queen Maxima arrived in the national capital on October 13. They have arrived for a five-day visit to India. Willem-Alexander's trip would be his first state visit to India, following his ascension to the throne in 2013. The King and Queen will visit New Delhi, Mumbai and Kerala during their trip. The Dutch royals will meet President Kovind and Prime Minister Narendra Modi on October 14.
Last Updated : Oct 14, 2019, 11:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.