মউ (উত্তরপ্রদেশ), 14 অক্টোবর : সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল দোতলা বাড়ি ৷ মৃত্যু হল 12 জনের ৷ আহত হয়েছেন 30 জনের বেশি ৷ দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের মউ জেলার ৷
আজ সকালে মহম্মদবাদ এলাকার ওই বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ৷ তারপরই হুড়মুড়িতে ভেঙে পড়ে বাড়িটি ৷ খবর পেয়ে পৌঁছায় উদ্ধারকারী দল ৷ ধ্বংসস্তূপ সরিয়ে 12 জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ৷ আরও কয়েকজন ধ্বংসস্তূপের তলায় আটকে থাকতে পারেন বলে আশঙ্কা ৷ উদ্ধারকাজ জারি রয়েছে ৷
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি ৷