ETV Bharat / bharat

আন্তর্জাতিক যুব দিবসে নজর বিশ্বব্যাপী শিক্ষায়, এগিয়ে ভারত - সর্বশিক্ষা অভিযান

চলতি বছরে আন্তর্জাতিক যুব দিবসের থিম আজীবন ন্যায্য শিক্ষার সুযোগের প্রচারের উপর জোর দেওয়া । শিক্ষার মাপকাঠিতে এগিয়ে রয়েছে ভারত ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 12, 2019, 4:53 PM IST

দিল্লি, 12 অগাস্ট : বিশ্বে এই মুহূর্তে 10 থেকে 24 বছর বয়সিদের সংখ্যা 180 কোটি । সমাজের উন্নয়নে তাদের অংশগ্রহণকে কুর্নিশ জানাতে 1999 সাল থেকে আজকের দিনটিকে আন্তর্জাতিক যুব দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রসংঘের সাধারণ সভা । এই বছরের যুব দিবসের থিম - আজীবন ন্যায্য শিক্ষার সুযোগের প্রচারের উপর জোর দেওয়া । সমাজের সার্বিক বিকাশের জন্য 2030 সালের কর্মসূচি অনুযায়ী চলতি বছরের যুব দিবসের থিমটি স্থির করেছে UNESCO ।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী 6 থেকে 14 বছর বয়সি শিশু ও কিশোর-কিশোরীদের অর্ধেকেরও বেশি প্রাথমিক পড়াশোনা ও অঙ্কে দক্ষতার অভাব রয়েছে । যদিও তাদের বেশিরভাগই স্কুলে লেখাপড়া করে । এই তথ্যই উঠে এসেছে UNESCO-র এক সমীক্ষায় । যা বেশ চিন্তার বিষয় ।

তবে এর মধ্যেও ভারতের জন্য কিছুটা ইতিবাচক খবর রয়েছে ভারতের জন্য ৷ সর্বশিক্ষা অভিযানের দৌলতে সমাজের সকলের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ভারত । সেজন্য একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ জাতীয় শিক্ষানবীশ প্রচারমূলক প্রকল্পের (NPS) মাধ্যমে 2019 সালের এপ্রিল পর্যন্ত স্নাতকদের শিল্পক্ষেত্রে কাজের সুযোগ দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে ৷ এই কর্মসূচির লক্ষ্য, দেশের যুবকদের কর্মসংস্থান বাড়ানো । দূরশিক্ষার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে ৷ সেজন্য একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র ৷ শুধুমাত্র কর্মসংস্থান গড়ে তোলা নয়, যুব সমাজকে কর্মসক্ষম করার জন্য একাধিক প্রকল্প চালু করেছ কেন্দ্র ৷ এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন ৷

দিল্লি, 12 অগাস্ট : বিশ্বে এই মুহূর্তে 10 থেকে 24 বছর বয়সিদের সংখ্যা 180 কোটি । সমাজের উন্নয়নে তাদের অংশগ্রহণকে কুর্নিশ জানাতে 1999 সাল থেকে আজকের দিনটিকে আন্তর্জাতিক যুব দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রসংঘের সাধারণ সভা । এই বছরের যুব দিবসের থিম - আজীবন ন্যায্য শিক্ষার সুযোগের প্রচারের উপর জোর দেওয়া । সমাজের সার্বিক বিকাশের জন্য 2030 সালের কর্মসূচি অনুযায়ী চলতি বছরের যুব দিবসের থিমটি স্থির করেছে UNESCO ।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী 6 থেকে 14 বছর বয়সি শিশু ও কিশোর-কিশোরীদের অর্ধেকেরও বেশি প্রাথমিক পড়াশোনা ও অঙ্কে দক্ষতার অভাব রয়েছে । যদিও তাদের বেশিরভাগই স্কুলে লেখাপড়া করে । এই তথ্যই উঠে এসেছে UNESCO-র এক সমীক্ষায় । যা বেশ চিন্তার বিষয় ।

তবে এর মধ্যেও ভারতের জন্য কিছুটা ইতিবাচক খবর রয়েছে ভারতের জন্য ৷ সর্বশিক্ষা অভিযানের দৌলতে সমাজের সকলের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ভারত । সেজন্য একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ জাতীয় শিক্ষানবীশ প্রচারমূলক প্রকল্পের (NPS) মাধ্যমে 2019 সালের এপ্রিল পর্যন্ত স্নাতকদের শিল্পক্ষেত্রে কাজের সুযোগ দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে ৷ এই কর্মসূচির লক্ষ্য, দেশের যুবকদের কর্মসংস্থান বাড়ানো । দূরশিক্ষার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে ৷ সেজন্য একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র ৷ শুধুমাত্র কর্মসংস্থান গড়ে তোলা নয়, যুব সমাজকে কর্মসক্ষম করার জন্য একাধিক প্রকল্প চালু করেছ কেন্দ্র ৷ এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন ৷

Mumbai, Aug 12 (ANI): While addressing at the 42nd Annual General Meeting (Post-IPO) of Reliance Industries Limited (RIL) in Mumbai on August 12, Chairman and Managing Director of RIL, Mukesh Ambani said, "Responding to the call of Prime Minister Narendra Modi, we stand committed to the needs of the people of Jammu and Kashmir and Ladakh in all their developmental needs. You will see several announcements for the Jammu and Kashmir and Ladakh in the coming days."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.