দিল্লি, 8 ফেব্রুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 11 হাজার 831 জন । রবিবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 12 হাজার 59 জন । এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 8 লাখ 38 হাজার 194 জন ।
এদিকে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে 84 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 78 জনের । এই নিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 55 হাজার 80 জনের । গত 24 ঘণ্টায় 11 হাজার 904 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 5 লাখ 34 হাজার 505 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 48 হাজার 609 ।
দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 20 লাখ 44 হাজার 71 জন । সুস্থ হয়ে উঠেছে 19 লাখ 55 হাজার 548 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 9 লাখ 68 হাজার 438 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 96 হাজার 668 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 42 হাজার 518 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 24 হাজার 304 জন ।
আরও পড়ুন : দৈনিক সংক্রমণ দুশোর নিচে, 24 ঘণ্টায় মৃত 5
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে রবিবার মোট 5 লাখ 32 হাজার 236টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 20 কোটি 19 লাখ 614টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।