ETV Bharat / bharat

কারফিউ ভাঙার অভিযোগে মণিপুরে আটক 1,104 - মণিপুর

মণিপুরে কারফিউ এবং লকডাউন ভাঙার অভিযোগে 1 হাজার 104 জনকে আটক করল পুলিশ । এর পাশাপাশি 842 টি গাড়িকেও বাজেয়াপ্ত করা হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : May 1, 2020, 9:21 AM IST

ইম্ফল, 1 মে : কোরোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন । এর মধ্যে মণিপুরে কারফিউ এবং লকডাউন ভাঙার অভিযোগে 1 হাজার 104 জনকে আটক করল পুলিশ । এর পাশাপাশি 842 টি গাড়িকেও বাজেয়াপ্ত করা হয়েছে ।

পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনেরাল L কাইলুম জানান, এই সকল কারফিউ ভঙ্গকারীদের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল । এর সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন 2005 এর অধীনে এদের থেকে জরিমানা বাবদ 1,22,490 টাকা জরিমানা করা হয়েছে । এই সকল কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ করবে ।

উল্লেখ্য, কোরোনা রুখতে প্রথমে প্রধানমন্ত্রী 21 দিনের জন্য লকডাউন ঘোষণা করেন । পরে সেই লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয় । প্রশাসনের তরফে একাধিকবার আবেদন করা হয়েছে, সরকারের সঙ্গে সহযোগিতা করে লকডাউনের নিয়ম মেনে চলতে । কিন্তু সেই আর্জি মানছে না বহু মানুষ । যার কারণে কঠোর হতে হয়েছে প্রশাসনকে ।

ইম্ফল, 1 মে : কোরোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন । এর মধ্যে মণিপুরে কারফিউ এবং লকডাউন ভাঙার অভিযোগে 1 হাজার 104 জনকে আটক করল পুলিশ । এর পাশাপাশি 842 টি গাড়িকেও বাজেয়াপ্ত করা হয়েছে ।

পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনেরাল L কাইলুম জানান, এই সকল কারফিউ ভঙ্গকারীদের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল । এর সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন 2005 এর অধীনে এদের থেকে জরিমানা বাবদ 1,22,490 টাকা জরিমানা করা হয়েছে । এই সকল কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ করবে ।

উল্লেখ্য, কোরোনা রুখতে প্রথমে প্রধানমন্ত্রী 21 দিনের জন্য লকডাউন ঘোষণা করেন । পরে সেই লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয় । প্রশাসনের তরফে একাধিকবার আবেদন করা হয়েছে, সরকারের সঙ্গে সহযোগিতা করে লকডাউনের নিয়ম মেনে চলতে । কিন্তু সেই আর্জি মানছে না বহু মানুষ । যার কারণে কঠোর হতে হয়েছে প্রশাসনকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.