ETV Bharat / bharat

কাশ্মীরে তুষার ধসে 5 জওয়ান সহ মৃত 11 - awans killed by avalanche

সেনা সূত্রে জানা গেছে, গত 48 ঘণ্টায় কাশ্মীরের বিভিন্ন এলাকায় প্রবল তুষারপাত হয় । এর জেরে মঙ্গলবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা ও গান্দেরওয়াল সেক্টরে তুষার ধস নামে । তার জেরে 11 জনের মৃত্যু হয় ।

avalanche
তুষার ধর
author img

By

Published : Jan 14, 2020, 12:04 PM IST

Updated : Jan 14, 2020, 12:46 PM IST

শ্রীনগর, 14 জানুয়ারি : কাশ্মীরে তুষার ধসে প্রাণ হারাল 5 জওয়ান ও 6 জন সাধারণ বাসিন্দা । মঙ্গলবার কাশ্মীরের তিনটি জায়গায় তুষার ধসে এই প্রাণহানি ঘটেছে ।

সেনা সূত্রে জানা গেছে, গত 48 ঘণ্টায় কাশ্মীরের বিভিন্ন এলাকায় প্রবল তুষারপাত হয় । এর জেরে মঙ্গলবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা ও গান্দেরওয়াল সেক্টরে তুষার ধস নামে ।

তুষার ধসে প্রাথমিকভাবে তিন জওয়ানের মৃত্যু হয় । দুই জওয়ান নিখোঁজ ছিল । পরে তাদের দেহ উদ্ধার হয় । এছাড়া ছয় সাধারণ বাসিন্দাও তুষার ধসে প্রাণ হারান । বরফের নিচে আরও কেউ চাপা পড়ে আছেন কি না, তার জন্য তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল ।

শ্রীনগর, 14 জানুয়ারি : কাশ্মীরে তুষার ধসে প্রাণ হারাল 5 জওয়ান ও 6 জন সাধারণ বাসিন্দা । মঙ্গলবার কাশ্মীরের তিনটি জায়গায় তুষার ধসে এই প্রাণহানি ঘটেছে ।

সেনা সূত্রে জানা গেছে, গত 48 ঘণ্টায় কাশ্মীরের বিভিন্ন এলাকায় প্রবল তুষারপাত হয় । এর জেরে মঙ্গলবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা ও গান্দেরওয়াল সেক্টরে তুষার ধস নামে ।

তুষার ধসে প্রাথমিকভাবে তিন জওয়ানের মৃত্যু হয় । দুই জওয়ান নিখোঁজ ছিল । পরে তাদের দেহ উদ্ধার হয় । এছাড়া ছয় সাধারণ বাসিন্দাও তুষার ধসে প্রাণ হারান । বরফের নিচে আরও কেউ চাপা পড়ে আছেন কি না, তার জন্য তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল ।

Mumbai, Jan 14 (ANI): Union Minister for Railways Piyush Goyal flagged off new AC 3-tier 'Humsafar Express' train on January 14. He flagged off Madhupur (Jharkhand) - Anand Vihar (Delhi) Humsafar Express via video conferencing. The aim of the launch of this train is to provide comfortable journey to passengers. The latest train will be operated under Eastern Railway Zone of Indian Railways.
Last Updated : Jan 14, 2020, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.