ETV Bharat / bharat

তেলাঙ্গানায় কোরোনাকে হারিয়ে জয়ী 103 বছরের বৃদ্ধ - তেলাঙ্গানা মেডিকেল সায়েন্সেস ইনস্টিটিউট

CR ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের 27 জন আবাসিক কোরোনায় সংক্রমিত হয়েছেন । সেই বৃদ্ধাশ্রমেরই আবাসিক ছিলেন ওই বৃদ্ধ ।

কোরোনা যোদ্ধা
কোরোনা যোদ্ধা
author img

By

Published : Sep 18, 2020, 12:39 PM IST

হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর : কোরোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন 103 বছরের এক ব্যক্তি । তেলাঙ্গানার হায়দরাবাদের ঘটনা ।

পারুচুরি রামাস্বামী তেলাঙ্গানা মেডিকেল সায়েন্সেস ইনস্টিটিউটে (TIMS) চিকিৎসাধীন ছিলেন। তিনি হায়দরাবাদের কোন্দাপুরে চন্দ্র রাজেশ্বর রাও ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ছিলেন । সুস্থ হয়ে স্বাস্থ্যকর্মী এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইটেলা রাজেন্দ্রর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ।

CR ফাউন্ডেশনের সভাপতি ডাঃ কে নারায়ণ তেলঙ্গানার সরকারি হাসপাতালের চিকিৎসার প্রশংসা করেছেন । সম্প্রতি CR ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের 27 জন আবাসিক কোরোনায় আক্রান্ত হন । চিকিৎসার পর 25 জন সুস্থ হয়ে ওঠেন । যদিও দু'জনের মৃত্যু হয় ।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশজুড়ে অনেক বয়স্কই এই মারণ ভাইরাসকে হার মানিয়েছেন ।

হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর : কোরোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন 103 বছরের এক ব্যক্তি । তেলাঙ্গানার হায়দরাবাদের ঘটনা ।

পারুচুরি রামাস্বামী তেলাঙ্গানা মেডিকেল সায়েন্সেস ইনস্টিটিউটে (TIMS) চিকিৎসাধীন ছিলেন। তিনি হায়দরাবাদের কোন্দাপুরে চন্দ্র রাজেশ্বর রাও ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ছিলেন । সুস্থ হয়ে স্বাস্থ্যকর্মী এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইটেলা রাজেন্দ্রর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ।

CR ফাউন্ডেশনের সভাপতি ডাঃ কে নারায়ণ তেলঙ্গানার সরকারি হাসপাতালের চিকিৎসার প্রশংসা করেছেন । সম্প্রতি CR ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের 27 জন আবাসিক কোরোনায় আক্রান্ত হন । চিকিৎসার পর 25 জন সুস্থ হয়ে ওঠেন । যদিও দু'জনের মৃত্যু হয় ।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশজুড়ে অনেক বয়স্কই এই মারণ ভাইরাসকে হার মানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.