মেরঠ (উত্তরপ্রদেশ), 25 এপ্রিল : ইন্দোনেশিয়ার 10 জনকে গ্রেপ্তার করল মেরঠের সরধনা পুলিশ । তাদের মেরঠের অস্থায়ী জেলে রাখা হয়েছে । আজ তাদের আদালতে তোলা হয় । তারপর সেখান থেকেই অস্থায়ী জেলে পাঠানো হয় ।
29 মার্চ সরধনা এলাকায় 10 জন ইন্দোনেশিয়ার নাগরিকের খোঁজ পায় পুলিশ । তাদের বিরুদ্ধে সরধান থানায় অভিযোগ করা হয় । সেইসময় প্রত্যেককে একটি মসজিদে কোয়রানটাইনে রাখা হয় । তাদের নমুনা পরীক্ষার পর একজনের শরীরে কোরোনা ভাইরাস মেলে । চিকিৎসার জন্য তাকে মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয় । আর বাকিদের সুভারতী হাসপাতালে কোয়ারানটাইনে রাখা হয় । বর্তমানে তাদের কোয়ারানটাইনের সময়সীমা শেষ হয়েছে । তাই তাদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে পুলিশ । তারপর আদালতে পেশ করে এবং সেখান থেকেই পাঠানো হয় অস্থায়ী জেলে ।
মেরঠে দুটি অস্থায়ী জেল তৈরি করা হয়েছে । স্যার ছোটু রাম ইঞ্জিনিয়রিং কলেজে একটি অস্থায়ী জেল তৈরি হয়েছে । অপরটি তৈরি হয়েছে সংস্কার বিদ্যা ভারতী কলেজ অফ এডুকেশনে । জেলা সংশোধনাগারের ডেপুটি জেলার যোগেশ কুমারকে স্যার ছোটু রাম ইঞ্জিনিয়রিং কলেজে মোতায়েন করা হয়েছে । একজন ম্যাজিস্ট্রেটকেও নিয়োগ করা হয়েছে ।