লখনউ, 29 নভেম্বর: মাত্র 1 লিটার দুধ ! আর তা ভাগ করে দেওয়া হল দু'তিন জন নয়, 81 জনের মধ্যে !
সম্ভব না কি? উত্তর তো জলভাত ৷ জল মিশিয়েই সম্ভব ! নেহাত মজা নয় ৷ বাস্তবেই এই রকম ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্রের চৌপান উন্নয়ন ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত কোটার সালিবানওয়ান প্রাথমিক স্কুলে ৷ সামনে এসেছে ঘটনার একটি ভিডিয়ো ৷ সেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের ওই স্কুলে এক মিড-মে মিল রাঁধুনি এক লিটার দুধ এক গামলা জলের মধ্যে মেশাচ্ছেন ৷ আর তা দেওয়া হচ্ছে ওই স্কুলেরই 81 জন পড়ুয়াকে ৷ জল মেশানো ওই দুধের পুষ্টি মূল্য যে একেবারেই শূন্য তা আর বলার অপেক্ষা রাখে না ৷
ভিডিয়োটি তুলেছেন গ্রাম পঞ্চায়েতের এক সদস্য ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই রাঁধুনি একটি বড় অ্যালুমিনিয়ামের পাত্রে জল গরম করছেন ৷ এরপরে তিনি ওই জলের মধ্যে এক লিটার দুধ ঢেলে দেন ৷ এরপরেই ওই জল মেশানো দুধ তুলে দিচ্ছেন অপেক্ষারত পডুয়াদের হাতে ৷ প্রত্যেকের হাতে থাকা স্টিলের গ্লাসে জল মেশানো দুধ দিতে দেখা গেছে ওই রাঁধুনিকে ৷ রাঁধুনির নাম ফুলওয়ান্তি ৷
ওই সরকারি স্কুলে মোট পডুয়ার সংখ্যা 171 জন ৷ তাদের মধ্যে 81 জনকে বুধবার ওই জল মেশানো দুধ দেওয়া হয় ৷ ঘটনাটি নজরে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ জেলা প্রশাসনের তরফে বলা হয়, ঘটনা নজরে আসতে ওই দিনই পর্যাপ্ত দুধ বিতরণ করা হয়েছে স্কুলের পড়ুয়াদের মধ্যে ৷ স্কুলে পর্যাপ্ত দুধ মজুত থাকা সত্ত্বেও কেন তা পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হল না সেই বিষয়ও খোঁজ-খবর নেওয়া হচ্ছে ৷ আর এ কাজ করার জন্য রাঁধুনির সাফাই, " সব ছাত্র যাতে সমপরিমাণ দুধ পায়, তাই এমন করতে বাধ্য হয়েছি ৷ "
এই বিষয়ে ব্লক শিক্ষা আধিকারিক মুকেশ কুমার বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ সাধারণত পডুয়াদের দেওয়ার জন্য প্যাকেট দুধই ব্যবহার করা হয় ৷ স্কুলে পর্যাপ্ত দুধ ছিল ৷ আমরা পরে তা পড়ুয়াদের মধ্যে বিতরণ করেছি ৷ " এই বিষয়ে ফুলওয়ান্তি বলেন, " আমাদের শুধুমাত্র এক প্যাকেট দুধই দেওয়া হয়েছিল ৷ সেই কারণেই আমি এক লিটার দুধ এক গামলা জলে মিশিয়েছিলাম ৷" এই বিষয়ে স্কুলের এক শিক্ষক জিতেন্দ্র কুমার বলেন, "ওই রাঁধুনি জানতেন না স্কুলে পর্যাপ্ত দুধ রয়েছে ৷ তাই এই ভুল করে ফেলেছেন ৷ "
সোনভদ্র জেলা খুবই অনুন্নত ৷ সেখানকার গরিব পরিবারের ছেলে-মেয়েরা স্কুলে আসে শুধুমাত্র এক বেলা পুষ্টিকর খাবার পাওয়ার আশায় ৷ কয়েকদিন আগে উত্তরপ্রদেশের মির্জ়াপুরের একটি স্কুলের মিড-ডে মিলে পড়ুয়াদের রুটির সঙ্গে নুন দিয়ে পরিবেশনের একটি ঘটনা সামনে এসেছিল ৷ এরপরেই সোনভদ্র জেলার এই ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের ভূমিকা নিয়ে ৷