ETV Bharat / bharat

এক গামলা জলে এক লিটার দুধ ! - school cook mixing water with milk for serving among students

উত্তরপ্রদেশের সোনভদ্রে একটি সরকারি স্কুলে মিড-ডে-মিলে এক গামলা জলে মাত্র এক লিটার দুধ মিশিয়ে তা খাওয়ানো হল পড়ুয়াদের মধ্যে ৷ সামনে এসেছে ঘটনার ভিডিয়ো ৷

aa
সেই প্রাথমিক স্কুল
author img

By

Published : Nov 29, 2019, 1:22 PM IST

লখনউ, 29 নভেম্বর: মাত্র 1 লিটার দুধ ! আর তা ভাগ করে দেওয়া হল দু'তিন জন নয়, 81 জনের মধ্যে !
সম্ভব না কি? উত্তর তো জলভাত ৷ জল মিশিয়েই সম্ভব ! নেহাত মজা নয় ৷ বাস্তবেই এই রকম ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্রের চৌপান উন্নয়ন ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত কোটার সালিবানওয়ান প্রাথমিক স্কুলে ৷ সামনে এসেছে ঘটনার একটি ভিডিয়ো ৷ সেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের ওই স্কুলে এক মিড-মে মিল রাঁধুনি এক লিটার দুধ এক গামলা জলের মধ্যে মেশাচ্ছেন ৷ আর তা দেওয়া হচ্ছে ওই স্কুলেরই 81 জন পড়ুয়াকে ৷ জল মেশানো ওই দুধের পুষ্টি মূল্য যে একেবারেই শূন্য তা আর বলার অপেক্ষা রাখে না ৷

ভিডিয়োটি তুলেছেন গ্রাম পঞ্চায়েতের এক সদস্য ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই রাঁধুনি একটি বড় অ্যালুমিনিয়ামের পাত্রে জল গরম করছেন ৷ এরপরে তিনি ওই জলের মধ্যে এক লিটার দুধ ঢেলে দেন ৷ এরপরেই ওই জল মেশানো দুধ তুলে দিচ্ছেন অপেক্ষারত পডুয়াদের হাতে ৷ প্রত্যেকের হাতে থাকা স্টিলের গ্লাসে জল মেশানো দুধ দিতে দেখা গেছে ওই রাঁধুনিকে ৷ রাঁধুনির নাম ফুলওয়ান্তি ৷

ওই সরকারি স্কুলে মোট পডুয়ার সংখ্যা 171 জন ৷ তাদের মধ্যে 81 জনকে বুধবার ওই জল মেশানো দুধ দেওয়া হয় ৷ ঘটনাটি নজরে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ জেলা প্রশাসনের তরফে বলা হয়, ঘটনা নজরে আসতে ওই দিনই পর্যাপ্ত দুধ বিতরণ করা হয়েছে স্কুলের পড়ুয়াদের মধ্যে ৷ স্কুলে পর্যাপ্ত দুধ মজুত থাকা সত্ত্বেও কেন তা পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হল না সেই বিষয়ও খোঁজ-খবর নেওয়া হচ্ছে ৷ আর এ কাজ করার জন্য রাঁধুনির সাফাই, " সব ছাত্র যাতে সমপরিমাণ দুধ পায়, তাই এমন করতে বাধ্য হয়েছি ৷ "

এই বিষয়ে ব্লক শিক্ষা আধিকারিক মুকেশ কুমার বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ সাধারণত পডুয়াদের দেওয়ার জন্য প্যাকেট দুধই ব্যবহার করা হয় ৷ স্কুলে পর্যাপ্ত দুধ ছিল ৷ আমরা পরে তা পড়ুয়াদের মধ্যে বিতরণ করেছি ৷ " এই বিষয়ে ফুলওয়ান্তি বলেন, " আমাদের শুধুমাত্র এক প্যাকেট দুধই দেওয়া হয়েছিল ৷ সেই কারণেই আমি এক লিটার দুধ এক গামলা জলে মিশিয়েছিলাম ৷" এই বিষয়ে স্কুলের এক শিক্ষক জিতেন্দ্র কুমার বলেন, "ওই রাঁধুনি জানতেন না স্কুলে পর্যাপ্ত দুধ রয়েছে ৷ তাই এই ভুল করে ফেলেছেন ৷ "

সোনভদ্র জেলা খুবই অনুন্নত ৷ সেখানকার গরিব পরিবারের ছেলে-মেয়েরা স্কুলে আসে শুধুমাত্র এক বেলা পুষ্টিকর খাবার পাওয়ার আশায় ৷ কয়েকদিন আগে উত্তরপ্রদেশের মির্জ়াপুরের একটি স্কুলের মিড-ডে মিলে পড়ুয়াদের রুটির সঙ্গে নুন দিয়ে পরিবেশনের একটি ঘটনা সামনে এসেছিল ৷ এরপরেই সোনভদ্র জেলার এই ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের ভূমিকা নিয়ে ৷

লখনউ, 29 নভেম্বর: মাত্র 1 লিটার দুধ ! আর তা ভাগ করে দেওয়া হল দু'তিন জন নয়, 81 জনের মধ্যে !
সম্ভব না কি? উত্তর তো জলভাত ৷ জল মিশিয়েই সম্ভব ! নেহাত মজা নয় ৷ বাস্তবেই এই রকম ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্রের চৌপান উন্নয়ন ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত কোটার সালিবানওয়ান প্রাথমিক স্কুলে ৷ সামনে এসেছে ঘটনার একটি ভিডিয়ো ৷ সেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের ওই স্কুলে এক মিড-মে মিল রাঁধুনি এক লিটার দুধ এক গামলা জলের মধ্যে মেশাচ্ছেন ৷ আর তা দেওয়া হচ্ছে ওই স্কুলেরই 81 জন পড়ুয়াকে ৷ জল মেশানো ওই দুধের পুষ্টি মূল্য যে একেবারেই শূন্য তা আর বলার অপেক্ষা রাখে না ৷

ভিডিয়োটি তুলেছেন গ্রাম পঞ্চায়েতের এক সদস্য ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই রাঁধুনি একটি বড় অ্যালুমিনিয়ামের পাত্রে জল গরম করছেন ৷ এরপরে তিনি ওই জলের মধ্যে এক লিটার দুধ ঢেলে দেন ৷ এরপরেই ওই জল মেশানো দুধ তুলে দিচ্ছেন অপেক্ষারত পডুয়াদের হাতে ৷ প্রত্যেকের হাতে থাকা স্টিলের গ্লাসে জল মেশানো দুধ দিতে দেখা গেছে ওই রাঁধুনিকে ৷ রাঁধুনির নাম ফুলওয়ান্তি ৷

ওই সরকারি স্কুলে মোট পডুয়ার সংখ্যা 171 জন ৷ তাদের মধ্যে 81 জনকে বুধবার ওই জল মেশানো দুধ দেওয়া হয় ৷ ঘটনাটি নজরে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ জেলা প্রশাসনের তরফে বলা হয়, ঘটনা নজরে আসতে ওই দিনই পর্যাপ্ত দুধ বিতরণ করা হয়েছে স্কুলের পড়ুয়াদের মধ্যে ৷ স্কুলে পর্যাপ্ত দুধ মজুত থাকা সত্ত্বেও কেন তা পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হল না সেই বিষয়ও খোঁজ-খবর নেওয়া হচ্ছে ৷ আর এ কাজ করার জন্য রাঁধুনির সাফাই, " সব ছাত্র যাতে সমপরিমাণ দুধ পায়, তাই এমন করতে বাধ্য হয়েছি ৷ "

এই বিষয়ে ব্লক শিক্ষা আধিকারিক মুকেশ কুমার বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ সাধারণত পডুয়াদের দেওয়ার জন্য প্যাকেট দুধই ব্যবহার করা হয় ৷ স্কুলে পর্যাপ্ত দুধ ছিল ৷ আমরা পরে তা পড়ুয়াদের মধ্যে বিতরণ করেছি ৷ " এই বিষয়ে ফুলওয়ান্তি বলেন, " আমাদের শুধুমাত্র এক প্যাকেট দুধই দেওয়া হয়েছিল ৷ সেই কারণেই আমি এক লিটার দুধ এক গামলা জলে মিশিয়েছিলাম ৷" এই বিষয়ে স্কুলের এক শিক্ষক জিতেন্দ্র কুমার বলেন, "ওই রাঁধুনি জানতেন না স্কুলে পর্যাপ্ত দুধ রয়েছে ৷ তাই এই ভুল করে ফেলেছেন ৷ "

সোনভদ্র জেলা খুবই অনুন্নত ৷ সেখানকার গরিব পরিবারের ছেলে-মেয়েরা স্কুলে আসে শুধুমাত্র এক বেলা পুষ্টিকর খাবার পাওয়ার আশায় ৷ কয়েকদিন আগে উত্তরপ্রদেশের মির্জ়াপুরের একটি স্কুলের মিড-ডে মিলে পড়ুয়াদের রুটির সঙ্গে নুন দিয়ে পরিবেশনের একটি ঘটনা সামনে এসেছিল ৷ এরপরেই সোনভদ্র জেলার এই ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের ভূমিকা নিয়ে ৷

Mumbai, Nov 29 (ANI): The banners and posters congratulating Shiv Sena chief Uddhav Thackeray as new Chief Minister of Maharashtra were seen in Mumbai on November 29. These banners were put up by Thackeray's supporters. Shiv Sena chief Uddhav Thackeray took oath as 18th Chief Minister of Maharashtra on Nov 28. He is the first one from Thackeray family to sworn-in as Maharashtra Chief Minister, 53 years after Shiv Sena was founded.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.