নয়া দিল্লি, 22 জুন : দেশের ড্রাগ কন্ট্রোল সংস্থা (Drug Controler General of India) ডিসিজিআই-এর কাছে ফেজ-3 ট্রায়ালের তথ্য জমা দিল ভারত বায়োটেক ৷ এর ফলাফল নির্ণয়ে আজ দুপুরে বৈঠক করবে ড্রাগ কন্ট্রোল সংস্থার সাবজেক্ট এক্সপার্ট কমিটি (SEC) ৷ হায়দরাবাদের এই সংস্থার তথ্য এখনও কোনও জার্নালে প্রকাশিত হয়নি ৷ মার্চ মাসে এই সংস্থা ফেজ-3 ট্রায়ালের ফার্স্ট ইনটারিম অ্যানালাইসিস প্রকাশ করে দাবি করে যে, কোভিড-19 প্রতিরোধে এই ভ্যাকসিন 81 শতাংশ কার্যকরী ৷
আরও পড়ুন : 3 মাস পর দৈনিক সংক্রমণ 50 হাজারের নীচে, কমল মৃত্যুও
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইউজ লিসটিং (EUL)-এর সঙ্গেও আলোচনার কথা রয়েছে ভারত বায়োটেকের ৷ ট্রায়ালের তথ্য কতটা নিরাপদ, তার কার্যকারিতা, মান আর সর্বোপরি ঝুঁকির দিকটি খুঁটিয়ে পরীক্ষা করে ইইউএল ৷ বিশ্বের অনেক দেশেই এখনও স্বীকৃতি পায়নি কোভ্যাক্সিন ৷ হু-র ইইউএল-এর থেকে ছাড়পত্র পেলে ভারত বায়োটেক আন্তর্জাতিক ক্ষেত্রে সেই মর্যাদা পাবে ৷ তখন ভারত থেকে কোভ্যাক্সিন নিয়ে বিদেশে যাওয়া আটকাবে না দেশবাসীর ৷
এই মাসের শুরুতে কোম্পানির তরফে সংবাদমাধ্যমে জানানো হয়, তারা ট্রায়ালের ফলাফল জুলাইতে প্রকাশ করবে আর লাইসেন্স পাওয়ার আবেদন জানাবে ৷ প্রথমে এই ফলাফল কেন্দ্রের ড্রাগ কন্ট্রোল সংস্থা (CDSCO)-র কাছে জমা দিতে হবে ৷ আর তিন মাসের মধ্যে অন্যান্য জার্নালের পর্যালোচনার পর তা প্রকাশ করা হবে ৷