ETV Bharat / bharat

সম্পত্তি লিখে দেননি বাবা, চোখ উপড়ে নিয়ে 9 বছরের জেল ছেলের - সম্পত্তি

Bengaluru Family Dispute: সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে ছেলের ঝামেলা চলছিল দীর্ঘদিন ধরে। বাবা সম্পত্তি দেবেন না বলে ঠিক করায় অন্য রাস্তা নেয় ছেলে। বাবাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। অবশেষে আক্রশের বশে চোখ পর্যন্ত উপড়ে নেয় 'গুণধর'!

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 6:58 AM IST

বেঙ্গালুরু, 24 নভেম্বর: কথায় বলে, "কু-সন্তান যদি বা হয় কু-মাতা কখনও নয়"। কিন্তু সন্তান ঠিক কতটা খারাপ হতে পারে তা বোঝা শুধু কঠিন নয়, অসম্ভবও বটে। এখানে অবশ্য নির্যাতনের শিকার এক অসহায় পিতা। বাবা সম্পত্তির ভাগ দিচ্ছিলেন না বলে তার চোখ উপড়ে নিয়েছিল ছেলে। 2018 সালে এমনই ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুতে। শেষমেশ ছেলে অভিষেকের 9 বছরের জেল হল। সঙ্গে জরিমানা বাবদ দিতে হবে 40 হাজার টাকা। দীর্ঘ শুনানির পর এমনই সাজা ঘোষণা করল বেঙ্গালুরুর একটি আদালত।

ঘটনার সূত্রপাত সম্পত্তি সংক্রান্ত বিবাদ নিয়ে। পুলিশ জানিয়েছে, বাবা পরমেশ্বরের সঙ্গে বেঙ্গালুরুর সাকম্বীনগরে থাকত অভিষেক। নজর ছিল বাবার সম্পত্তির উপর। বাবা তাঁকে সম্পত্তি দেবেন না বলে স্থির করেছিলেন। তা নিয়ে বাড়িতে নিময়মিত অশান্তি হত। ক্রমে অশান্তির পরিমাণ বাড়তে শুরু করে। বাবা এবং ছেলের দু"জনেরই অনড় মনোভাব দেখে অনেকেই অনেক কিছু আশঙ্কা করছিলেন।

প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়রা সকলেই বুঝতে পারেন অভিষেক ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে। তার আচরণে চোখে পড়ার মতো বদল আসছে। কিন্তু 2018 সালের অক্টোবর মাসে যে ঘটনা ঘটে গেল সেটা কারও কল্পনাতেও আসেনি। দেখা গেল, সম্পত্তি নিয়ে বচসা চলাকালীন বাবাকে মারধর করতে করতে তাঁর চোখ উপড়ে নিয়েছে অভিষেক!

পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে বেপাত্তা হয় সে। তবে শেষমেশ নাগাল পায় পুলিশ। গ্রেফতার হওয়ার পর কিছুদিন জেলে থাকে। পরে জামিনও পেয়ে যায়। এই মামালর তদন্ত চলছিল বেঙ্গালুরুর আদালতে। এর মধ্যে একাধিকবার শুনানিতে অনুপস্থিত থেকেছে অভিষেক। পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছে বলে খবর পুলিশ সূত্রে। তবে তাতে শেষরক্ষা হয়নি। আবারও পুলিশ তাকে গ্রেফতার করেছে। এবার সাজা ঘোষণা হল 'গুণধর' ছেলের।

আরও পড়ুন:

  1. 100 কোটি আর্থিক তছরুপের মামলায় অভিনেতা প্রকাশ রাজকে তলব ইডি'র
  2. উত্তরকাশী সিল্কিয়ার টানেল অপারেশন বিশ্বের দীর্ঘতম মানব উদ্ধার অভিযানগুলির অন্যতম
  3. উত্তরকাশীতে টানেলের জন্য যাচ্ছে কালনার তৈরি বিশেষ পাইপ

বেঙ্গালুরু, 24 নভেম্বর: কথায় বলে, "কু-সন্তান যদি বা হয় কু-মাতা কখনও নয়"। কিন্তু সন্তান ঠিক কতটা খারাপ হতে পারে তা বোঝা শুধু কঠিন নয়, অসম্ভবও বটে। এখানে অবশ্য নির্যাতনের শিকার এক অসহায় পিতা। বাবা সম্পত্তির ভাগ দিচ্ছিলেন না বলে তার চোখ উপড়ে নিয়েছিল ছেলে। 2018 সালে এমনই ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুতে। শেষমেশ ছেলে অভিষেকের 9 বছরের জেল হল। সঙ্গে জরিমানা বাবদ দিতে হবে 40 হাজার টাকা। দীর্ঘ শুনানির পর এমনই সাজা ঘোষণা করল বেঙ্গালুরুর একটি আদালত।

ঘটনার সূত্রপাত সম্পত্তি সংক্রান্ত বিবাদ নিয়ে। পুলিশ জানিয়েছে, বাবা পরমেশ্বরের সঙ্গে বেঙ্গালুরুর সাকম্বীনগরে থাকত অভিষেক। নজর ছিল বাবার সম্পত্তির উপর। বাবা তাঁকে সম্পত্তি দেবেন না বলে স্থির করেছিলেন। তা নিয়ে বাড়িতে নিময়মিত অশান্তি হত। ক্রমে অশান্তির পরিমাণ বাড়তে শুরু করে। বাবা এবং ছেলের দু"জনেরই অনড় মনোভাব দেখে অনেকেই অনেক কিছু আশঙ্কা করছিলেন।

প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়রা সকলেই বুঝতে পারেন অভিষেক ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে। তার আচরণে চোখে পড়ার মতো বদল আসছে। কিন্তু 2018 সালের অক্টোবর মাসে যে ঘটনা ঘটে গেল সেটা কারও কল্পনাতেও আসেনি। দেখা গেল, সম্পত্তি নিয়ে বচসা চলাকালীন বাবাকে মারধর করতে করতে তাঁর চোখ উপড়ে নিয়েছে অভিষেক!

পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে বেপাত্তা হয় সে। তবে শেষমেশ নাগাল পায় পুলিশ। গ্রেফতার হওয়ার পর কিছুদিন জেলে থাকে। পরে জামিনও পেয়ে যায়। এই মামালর তদন্ত চলছিল বেঙ্গালুরুর আদালতে। এর মধ্যে একাধিকবার শুনানিতে অনুপস্থিত থেকেছে অভিষেক। পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছে বলে খবর পুলিশ সূত্রে। তবে তাতে শেষরক্ষা হয়নি। আবারও পুলিশ তাকে গ্রেফতার করেছে। এবার সাজা ঘোষণা হল 'গুণধর' ছেলের।

আরও পড়ুন:

  1. 100 কোটি আর্থিক তছরুপের মামলায় অভিনেতা প্রকাশ রাজকে তলব ইডি'র
  2. উত্তরকাশী সিল্কিয়ার টানেল অপারেশন বিশ্বের দীর্ঘতম মানব উদ্ধার অভিযানগুলির অন্যতম
  3. উত্তরকাশীতে টানেলের জন্য যাচ্ছে কালনার তৈরি বিশেষ পাইপ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.