ETV Bharat / bharat

Bengali Trekker Dead Body: মৃত্যুর 13 দিন পরও তাঁবুতে পড়ে রয়েছে বাঙালি ট্রেকারের দেহ ! - উত্তরাখণ্ড

মৃত্যুর পর কেটে গিয়েছে 13 দিন ৷ তা সত্ত্বেও বাঙালি ট্রেকারের দেহ (Bengali Trekker Dead Body) নামিয়ে আনা সম্ভব হল না ! দেহটি পড়ে রয়েছে কেদারনাথ থেকে প্রায় 6 কিলোমিটার দূরে মহাপন্থে একটি তাঁবুর ভিতর !

Bengali Trekker Dead Body does not brought back even after 13 days
Bengali Trekker Dead Body: মৃত্যুর 13 দিন পরও তাঁবুতে পড়ে রয়েছে বাঙালি ট্রেকারের দেহ !
author img

By

Published : Oct 23, 2022, 8:04 PM IST

রুদ্রপ্রয়াগ, 23 অক্টোবর: 13 দিনেও উদ্ধার করা গেল না বাঙালি ট্রেকারের দেহ (Bengali Trekker Dead Body) ৷ সূত্রের খবর, রান্সি-মহাপন্থ-কেদারনাথ ট্রেক রুটে দেহটি এখনও পড়ে রয়েছে ৷ কেদারনাথ থেকে প্রায় 6 কিলোমিটার দূরে মহাপন্থে একটি তাঁবুর ভিতর ওই বাঙালি ট্রেকারের দেহ রাখা রয়েছে ৷ জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের বক্তব্য, সরকারের তরফে হেলিকপ্টার না-পাওয়া গেলে দেহ উদ্ধার করা সম্ভব নয় ৷

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ট্রেকারদের একটি দল রান্সি হয়ে গত 2 অক্টোবর মহাপন্থ-কেদারনাথের উদ্দেশে রওনা হয়েছিল ৷ এই দলে মোট 10 জন সদস্য ছিলেন ৷ তাঁদের মধ্যে আটজন নিরাপদে কেদারনাথ ধামে পৌঁছন ৷ কিন্তু, বাকি দু'জন কেদারনাথ থেকে প্রায় 6 কিলোমিটার দূরে আটকে পড়েন ৷ এঁদের মধ্যেই একজন ট্রেকারের পরে মৃত্যু হয় ৷ সেই দেহটি এখনও সেই জায়গাতেই পড়ে রয়েছে ৷ অন্যজন উদ্ধারকারী দলের সঙ্গে ফিরে এসেছেন ৷

আরও পড়ুন: ভয়াবহ তুষারধসের কবলে প্রাণ হারালেন 10 পর্বতারোহী, এখনও আটকে 25 জন

সূত্রের খবর, মৃত ট্রেকারের নাম বাবুল বিশ্বাস ৷ তিনি সগুনার বাসিন্দা ছিলেন ৷ গত 10 অক্টোবর মৃত্যু হয় তাঁর ৷ তারপর 13 দিন কেটে গিয়েছে ৷ কিন্তু, এখনও বাবুলের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি ৷ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় অবিরাম তুষারপাত হচ্ছে ৷ উপরন্তু, যে জায়গায় বাবুলের দেহ রয়েছে, সেটি অত্যন্ত বিপজ্জনক ৷ তাই হেলিকপ্টার ছাড়া দেহ উদ্ধার করা সম্ভব নয় ৷ এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদনও জানানো হয়েছে ৷ কিন্তু, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টারের পক্ষেও আপাতত ওই এলাকায় পৌঁছনো ঝুঁকিবহুল ৷

এই ঘটনায় মৃতের পরিবারে অসন্তোষ তৈরি হয়েছে ৷ ক্ষোভ প্রকাশ করেছেন বাবুলের সঙ্গে যাওয়া ট্রেকাররাও ৷ তাঁদের প্রশ্ন, যেভাবে বাবুলের দেহ অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে, তাতে আদৌ সেটি অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে তো ? অন্যদিকে, বাবুলের সঙ্গে অন্য যে ট্রেকার আটকে পড়েছিলেন, তাঁর নাম বিক্রম মজুমদার ৷ তাঁকে ইতিমধ্যেই কেদারনাথে নামিয়ে আনা হয় ৷ চিকিৎসার পর ভালো আছেন তিনি ৷

জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক এন এস রাজওয়ার জানান, "মৃতদেহটি আনার জন্য হেলিকপ্টার চাই ৷ আমরা বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি ৷ কিন্তু, এখন পর্যন্ত হেলিকপ্টার পাওয়া যায়নি ৷ ওই এলাকায় অবিরাম তুষারপাত হচ্ছে ৷ ফলে হাঁটা পথে গিয়ে দেহ উদ্ধার করা অসম্ভব ৷ আমাদের তাই অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই ৷"

রুদ্রপ্রয়াগ, 23 অক্টোবর: 13 দিনেও উদ্ধার করা গেল না বাঙালি ট্রেকারের দেহ (Bengali Trekker Dead Body) ৷ সূত্রের খবর, রান্সি-মহাপন্থ-কেদারনাথ ট্রেক রুটে দেহটি এখনও পড়ে রয়েছে ৷ কেদারনাথ থেকে প্রায় 6 কিলোমিটার দূরে মহাপন্থে একটি তাঁবুর ভিতর ওই বাঙালি ট্রেকারের দেহ রাখা রয়েছে ৷ জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের বক্তব্য, সরকারের তরফে হেলিকপ্টার না-পাওয়া গেলে দেহ উদ্ধার করা সম্ভব নয় ৷

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ট্রেকারদের একটি দল রান্সি হয়ে গত 2 অক্টোবর মহাপন্থ-কেদারনাথের উদ্দেশে রওনা হয়েছিল ৷ এই দলে মোট 10 জন সদস্য ছিলেন ৷ তাঁদের মধ্যে আটজন নিরাপদে কেদারনাথ ধামে পৌঁছন ৷ কিন্তু, বাকি দু'জন কেদারনাথ থেকে প্রায় 6 কিলোমিটার দূরে আটকে পড়েন ৷ এঁদের মধ্যেই একজন ট্রেকারের পরে মৃত্যু হয় ৷ সেই দেহটি এখনও সেই জায়গাতেই পড়ে রয়েছে ৷ অন্যজন উদ্ধারকারী দলের সঙ্গে ফিরে এসেছেন ৷

আরও পড়ুন: ভয়াবহ তুষারধসের কবলে প্রাণ হারালেন 10 পর্বতারোহী, এখনও আটকে 25 জন

সূত্রের খবর, মৃত ট্রেকারের নাম বাবুল বিশ্বাস ৷ তিনি সগুনার বাসিন্দা ছিলেন ৷ গত 10 অক্টোবর মৃত্যু হয় তাঁর ৷ তারপর 13 দিন কেটে গিয়েছে ৷ কিন্তু, এখনও বাবুলের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি ৷ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় অবিরাম তুষারপাত হচ্ছে ৷ উপরন্তু, যে জায়গায় বাবুলের দেহ রয়েছে, সেটি অত্যন্ত বিপজ্জনক ৷ তাই হেলিকপ্টার ছাড়া দেহ উদ্ধার করা সম্ভব নয় ৷ এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদনও জানানো হয়েছে ৷ কিন্তু, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টারের পক্ষেও আপাতত ওই এলাকায় পৌঁছনো ঝুঁকিবহুল ৷

এই ঘটনায় মৃতের পরিবারে অসন্তোষ তৈরি হয়েছে ৷ ক্ষোভ প্রকাশ করেছেন বাবুলের সঙ্গে যাওয়া ট্রেকাররাও ৷ তাঁদের প্রশ্ন, যেভাবে বাবুলের দেহ অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে, তাতে আদৌ সেটি অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে তো ? অন্যদিকে, বাবুলের সঙ্গে অন্য যে ট্রেকার আটকে পড়েছিলেন, তাঁর নাম বিক্রম মজুমদার ৷ তাঁকে ইতিমধ্যেই কেদারনাথে নামিয়ে আনা হয় ৷ চিকিৎসার পর ভালো আছেন তিনি ৷

জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক এন এস রাজওয়ার জানান, "মৃতদেহটি আনার জন্য হেলিকপ্টার চাই ৷ আমরা বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি ৷ কিন্তু, এখন পর্যন্ত হেলিকপ্টার পাওয়া যায়নি ৷ ওই এলাকায় অবিরাম তুষারপাত হচ্ছে ৷ ফলে হাঁটা পথে গিয়ে দেহ উদ্ধার করা অসম্ভব ৷ আমাদের তাই অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.