ETV Bharat / bharat

Bengali Chaiwala serves tea to Rahul Gandhi : দেরাদুনে কংগ্রেসের মঞ্চে বাঙালি চা-বিক্রেতা, লেবু চা খেলেন রাহুল

author img

By

Published : Dec 16, 2021, 10:21 PM IST

দেরাদুনে রাহুল গান্ধির মঞ্চে বাঙালি চা বিক্রেতা (Bengali Chaiwala on the stage of Rahul Gandhi) ৷ রাহুল খেলেন লেবু চা ৷

Bengali Chaiwala on the stage of Rahul Gandhi
উত্তরাখণ্ডে বাঙালি চা-বিক্রেতার থেকে লেবু চা খেলেন রাহুল

দেরাদুন, 16 ডিসেম্বর : বৃহস্পতিবার উত্তরাখণ্ডের দেরাদুনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

জনসভায় যখন তিনি বক্তৃতা রাখতে যাবেন তার খানিক আগে মঞ্চে ধরা পড়ল অন্য চিত্র ৷ মঞ্চে তখন রাহুল-সহ অন্যান্য কংগ্রেস নেতা, ভিআইপি'রা উপস্থিত ৷ এমন সময় সেখানে পৌঁছে যান এক চা বিক্রেতা (Bengali Chaiwala on the stage of Rahul Gandhi) ৷ চাহিদা মতো তিনি দিতে চা দিতেও শুরু করেন ৷ একসময় দেখা যায় ওই চা বিক্রেতাকে ডেকে তাঁর থেকে চা নিয়ে পাশের জনকে দিচ্ছেন রাহুল ৷ পরে নিজেও রঞ্জিত বিশ্বাস নামে ওই চা বিক্রেতার থেকে চা কিনে খান রাহুল ৷ হাসিমুখে তাঁর সঙ্গে কিছু কথা বলতেও দেখা যায় রাহুলকে ৷

উত্তরাখণ্ডে বাঙালি চা-বিক্রেতার থেকে লেবু চা খেলেন রাহুল

আরও পড়ুন : অপরাধীকে সুরক্ষা দিচ্ছেন, অজয় মিশ্রকে বরখাস্ত না করায় মোদিকে তোপ প্রিয়াঙ্কার

পরে ইটিভি ভারতের সঙ্গে কথা বলতে গিয়ে রঞ্জিত বিশ্বাস জানান, তিনি বাঙালি ৷ বহু বছর ধরেই দেরাদুনের ওই এলাকায় চা বিক্রি করেন ৷ রাহুলের মঞ্চে যাওয়ার জন্য আগে থেকেই তাঁকে করোনা পরীক্ষা করাতে হয়েছে, জমা দিতে হয়েছে পরিচয়পত্রও ৷ জানিয়েছেন, মঞ্চে ওঠার ছাড়পত্র পেলেও রাহুল যে এদিন তাঁর থেকে চা কিনবেন তা তিনি ভাবতে পারেননি ৷ এতে স্বভাবতই খুশি তিনি ৷ রঞ্জিত জানিয়েছেন, কী কী চা রয়েছে তা প্রথমে জানতে চান রাহুল ৷ তারপর তাঁর থেকে লেবু চা নিয়ে খান তিনি ৷

রাহুলকে চা দিয়ে খুশি রঞ্জিত বিশ্বাস

দেরাদুন, 16 ডিসেম্বর : বৃহস্পতিবার উত্তরাখণ্ডের দেরাদুনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

জনসভায় যখন তিনি বক্তৃতা রাখতে যাবেন তার খানিক আগে মঞ্চে ধরা পড়ল অন্য চিত্র ৷ মঞ্চে তখন রাহুল-সহ অন্যান্য কংগ্রেস নেতা, ভিআইপি'রা উপস্থিত ৷ এমন সময় সেখানে পৌঁছে যান এক চা বিক্রেতা (Bengali Chaiwala on the stage of Rahul Gandhi) ৷ চাহিদা মতো তিনি দিতে চা দিতেও শুরু করেন ৷ একসময় দেখা যায় ওই চা বিক্রেতাকে ডেকে তাঁর থেকে চা নিয়ে পাশের জনকে দিচ্ছেন রাহুল ৷ পরে নিজেও রঞ্জিত বিশ্বাস নামে ওই চা বিক্রেতার থেকে চা কিনে খান রাহুল ৷ হাসিমুখে তাঁর সঙ্গে কিছু কথা বলতেও দেখা যায় রাহুলকে ৷

উত্তরাখণ্ডে বাঙালি চা-বিক্রেতার থেকে লেবু চা খেলেন রাহুল

আরও পড়ুন : অপরাধীকে সুরক্ষা দিচ্ছেন, অজয় মিশ্রকে বরখাস্ত না করায় মোদিকে তোপ প্রিয়াঙ্কার

পরে ইটিভি ভারতের সঙ্গে কথা বলতে গিয়ে রঞ্জিত বিশ্বাস জানান, তিনি বাঙালি ৷ বহু বছর ধরেই দেরাদুনের ওই এলাকায় চা বিক্রি করেন ৷ রাহুলের মঞ্চে যাওয়ার জন্য আগে থেকেই তাঁকে করোনা পরীক্ষা করাতে হয়েছে, জমা দিতে হয়েছে পরিচয়পত্রও ৷ জানিয়েছেন, মঞ্চে ওঠার ছাড়পত্র পেলেও রাহুল যে এদিন তাঁর থেকে চা কিনবেন তা তিনি ভাবতে পারেননি ৷ এতে স্বভাবতই খুশি তিনি ৷ রঞ্জিত জানিয়েছেন, কী কী চা রয়েছে তা প্রথমে জানতে চান রাহুল ৷ তারপর তাঁর থেকে লেবু চা নিয়ে খান তিনি ৷

রাহুলকে চা দিয়ে খুশি রঞ্জিত বিশ্বাস

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.