ETV Bharat / bharat

Chandigarh University Controversy: শৌচালয়ে মেয়েদের স্নানের ভিডিয়ো ভাইরাল, তদন্তের নির্দেশ - Punjab CM Bhagwant Mann tweet

তিনিও ছাত্রী ৷ তবে মেয়েদের বাথরুমে ঢুকে সহজেই একের পর এক স্নানের দৃশ্য ভিডিয়ো বন্দি করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ৷ আর এই কাণ্ড ঘিরেই তুলকালাম চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে (Chandigarh University) ৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে পঞ্জাব সরকার ।

Chandigarh University
ETV Bharat
author img

By

Published : Sep 18, 2022, 10:05 AM IST

Updated : Sep 18, 2022, 1:30 PM IST

চণ্ডীগড়, 18 সেপ্টেম্বর: মেয়েদের স্নানের ভিডিয়ো করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল আরেকটি মেয়ে ৷ হ্যাঁ, এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পঞ্জাবের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ৷ এখানে পাঠরত একটি মেয়ে নিজে এমন ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে ৷ অভিযোগ, শুধু এখানেই থামেননি ছাত্রীটি, তিনি এই আপত্তিকর ভিডিয়ো আরেকজনকেও পাঠিয়েছেন ৷ সিমলার বাসিন্দা ওই তরুণই সামাজিক মাধ্যমে ভিডিয়োটি ছড়িয়েছিল বলে সূত্রের দাবি । ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে পঞ্জাব সরকার । টুইট করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ।

এই ঘটনার কথা জানতে পেরেই শনিবার রাতে চণ্ডীগড় বিশ্ববিদ্যায়লয়ের ছাত্রীরা বিশাল জমায়েত করে (Chandigarh University girl student caught while making a video inside the girls' bathroom) ৷ জানা গিয়েছে, প্রায় 60 জনের স্নানের দৃশ্য ভিডিয়ো করেছেন ওই অভিযুক্ত ৷ তবে ছাত্রীটিকে গ্রেফতার করেছে মোহালি পুলিশ ৷

  • चंडीगढ़ यूनिवर्सिटी की घटना सुनकर दुख हुआ...हमारी बेटियां हमारी शान हैं...घटना की उच्च स्तरीय जांच के आदेश दे दिए हैं..जो भी दोषी होगा सख्त कार्रवाई करेंगे...

    मैं लगातार प्रशासन के संपर्क में हूं...मैं आप सब से अपील करता हूं कि अफवाहों से बचें... https://t.co/kgEGszUhAq

    — Bhagwant Mann (@BhagwantMann) September 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমন সাংঘাতিক ঘটনার পর স্বভাবতই ছাত্রীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে ৷ পরিস্থিতি সামলাতে পুলিশ আসে ঘটনাস্থলে ৷ খবর মিলেছে, ভিডিয়ো ভাইরাল হওয়ায় একটি ছাত্রী আত্মহত্যা করতে গিয়েছিলেন ৷ যদিও বিশ্ববিদ্যালয় আত্মহত্যার বিষয়টি অস্বীকার করেন ৷ তাঁরা জানান, ছাত্রীটি হইচইয়ের সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

  • I humbly request all the students of Chandigarh University to remain calm, no one guilty will be spared.

    It’s a very sensitive matter & relates to dignity of our sisters & daughters.

    We all including media should be very very cautious,it is also test of ours now as a society.

    — Harjot Singh Bains (@harjotbains) September 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ছাত্রছাত্রীদের চটুল নাচের ভিডিয়ো ভাইরাল

এই ঘটনায় টুইট করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান (Punjab CM Bhagwant Mann) ৷ তিনি লিখেছেন, "চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা শুনে খুবই দুঃখ পেলাম ৷ আমাদের মেয়েরা আমাদের গর্ব ৷ এর জন্য উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি ৷ দোষী যে-ই হোক না কেন, কঠিন পদক্ষেপ করা হবে ৷ আমি সব সময় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা গুজব এড়িয়ে চলুন ৷"

পঞ্জাবের শিক্ষা মন্ত্রী হরজোৎ সিং (Harjot Singh Bains) টুইট করে লিখেছেন, "আমি সব ছাত্রীদের কাছে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি ৷ দোষী ছাড় পাবে না ৷ এটা খুবই স্পর্শকাতর ব্যাপার ৷" তিনি জানান, এ বিষয়ে আরও সচেতন থাকতে হবে ৷

মোহালির এসএসপি বিবেক সোনি বলেন, "একজন ছাত্রী ভিডিয়ো শুট (Video Viral in Social Media) করে ছড়িয়ে দেয় ৷ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতারও করা হয়েছে ৷ এই ঘটনায় কারও মৃত্যু হয়নি ৷ মেডিক্যাল রেকর্ড অনুযায়ী, আত্মঘাতী হওয়ার চেষ্টারও কোনও খবর মেলেনি ৷ ফরেনসিক প্রমাণ জোগাড় করা হয়েছে ৷ মানুষের গুজবে কান দেওয়া উচিত নয় ৷"

চণ্ডীগড়, 18 সেপ্টেম্বর: মেয়েদের স্নানের ভিডিয়ো করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল আরেকটি মেয়ে ৷ হ্যাঁ, এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পঞ্জাবের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ৷ এখানে পাঠরত একটি মেয়ে নিজে এমন ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে ৷ অভিযোগ, শুধু এখানেই থামেননি ছাত্রীটি, তিনি এই আপত্তিকর ভিডিয়ো আরেকজনকেও পাঠিয়েছেন ৷ সিমলার বাসিন্দা ওই তরুণই সামাজিক মাধ্যমে ভিডিয়োটি ছড়িয়েছিল বলে সূত্রের দাবি । ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে পঞ্জাব সরকার । টুইট করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ।

এই ঘটনার কথা জানতে পেরেই শনিবার রাতে চণ্ডীগড় বিশ্ববিদ্যায়লয়ের ছাত্রীরা বিশাল জমায়েত করে (Chandigarh University girl student caught while making a video inside the girls' bathroom) ৷ জানা গিয়েছে, প্রায় 60 জনের স্নানের দৃশ্য ভিডিয়ো করেছেন ওই অভিযুক্ত ৷ তবে ছাত্রীটিকে গ্রেফতার করেছে মোহালি পুলিশ ৷

  • चंडीगढ़ यूनिवर्सिटी की घटना सुनकर दुख हुआ...हमारी बेटियां हमारी शान हैं...घटना की उच्च स्तरीय जांच के आदेश दे दिए हैं..जो भी दोषी होगा सख्त कार्रवाई करेंगे...

    मैं लगातार प्रशासन के संपर्क में हूं...मैं आप सब से अपील करता हूं कि अफवाहों से बचें... https://t.co/kgEGszUhAq

    — Bhagwant Mann (@BhagwantMann) September 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমন সাংঘাতিক ঘটনার পর স্বভাবতই ছাত্রীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে ৷ পরিস্থিতি সামলাতে পুলিশ আসে ঘটনাস্থলে ৷ খবর মিলেছে, ভিডিয়ো ভাইরাল হওয়ায় একটি ছাত্রী আত্মহত্যা করতে গিয়েছিলেন ৷ যদিও বিশ্ববিদ্যালয় আত্মহত্যার বিষয়টি অস্বীকার করেন ৷ তাঁরা জানান, ছাত্রীটি হইচইয়ের সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

  • I humbly request all the students of Chandigarh University to remain calm, no one guilty will be spared.

    It’s a very sensitive matter & relates to dignity of our sisters & daughters.

    We all including media should be very very cautious,it is also test of ours now as a society.

    — Harjot Singh Bains (@harjotbains) September 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ছাত্রছাত্রীদের চটুল নাচের ভিডিয়ো ভাইরাল

এই ঘটনায় টুইট করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান (Punjab CM Bhagwant Mann) ৷ তিনি লিখেছেন, "চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা শুনে খুবই দুঃখ পেলাম ৷ আমাদের মেয়েরা আমাদের গর্ব ৷ এর জন্য উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি ৷ দোষী যে-ই হোক না কেন, কঠিন পদক্ষেপ করা হবে ৷ আমি সব সময় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা গুজব এড়িয়ে চলুন ৷"

পঞ্জাবের শিক্ষা মন্ত্রী হরজোৎ সিং (Harjot Singh Bains) টুইট করে লিখেছেন, "আমি সব ছাত্রীদের কাছে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি ৷ দোষী ছাড় পাবে না ৷ এটা খুবই স্পর্শকাতর ব্যাপার ৷" তিনি জানান, এ বিষয়ে আরও সচেতন থাকতে হবে ৷

মোহালির এসএসপি বিবেক সোনি বলেন, "একজন ছাত্রী ভিডিয়ো শুট (Video Viral in Social Media) করে ছড়িয়ে দেয় ৷ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতারও করা হয়েছে ৷ এই ঘটনায় কারও মৃত্যু হয়নি ৷ মেডিক্যাল রেকর্ড অনুযায়ী, আত্মঘাতী হওয়ার চেষ্টারও কোনও খবর মেলেনি ৷ ফরেনসিক প্রমাণ জোগাড় করা হয়েছে ৷ মানুষের গুজবে কান দেওয়া উচিত নয় ৷"

Last Updated : Sep 18, 2022, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.