নয়াদিল্লি, 2 অক্টোবর : আজ জাতির জনক মহাত্মা গান্ধির 152তম জন্মজয়ন্তী ৷ সকাল সকাল টুইটারে বাপুর নীতি, আদর্শকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গান্ধিজির মন্ত্র কীভাবে গোটা বিশ্বের লাখ লাখ মানুষের কাছে মানুষের অনুপ্রেরণা ও শক্তি হয়ে দাঁড়িয়েছে তা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী ৷ এরপর রাজঘাটে গিয়ে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান ৷
টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, "জাতির জনক মহাত্মা গান্ধিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ৷ শ্রদ্ধেয় বাপুর জন্ম জয়ন্তীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা ৷ পূজনীয় বাপুর জীবন এবং আদর্শ দেশের প্রতিটি প্রজন্মকে পথ চলার অনুপ্রেরণা জোগাতে থাকবে ৷" তিনি আরও লেখেন, "তাঁর আদর্শ বিশ্ব দরবারে গ্রহণযোগ্য ৷ তিনি লাখো মানুষকে তাঁর আদর্শ দিয়ে অনুপ্রাণিত করেছেন ৷" একই দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন ৷ তাঁকে শ্রদ্ধা জানিয়েও টুইট করেন মোদি ৷ রাজঘাটের পর প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থল বিজয়ঘাটেও যান তিনি ৷
-
राष्ट्रपिता महात्मा गांधी को उनकी जन्म-जयंती पर विनम्र श्रद्धांजलि। पूज्य बापू का जीवन और आदर्श देश की हर पीढ़ी को कर्तव्य पथ पर चलने के लिए प्रेरित करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) October 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
I bow to respected Bapu on Gandhi Jayanti. His noble principles are globally relevant and give strength to millions.
">राष्ट्रपिता महात्मा गांधी को उनकी जन्म-जयंती पर विनम्र श्रद्धांजलि। पूज्य बापू का जीवन और आदर्श देश की हर पीढ़ी को कर्तव्य पथ पर चलने के लिए प्रेरित करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) October 2, 2021
I bow to respected Bapu on Gandhi Jayanti. His noble principles are globally relevant and give strength to millions.राष्ट्रपिता महात्मा गांधी को उनकी जन्म-जयंती पर विनम्र श्रद्धांजलि। पूज्य बापू का जीवन और आदर्श देश की हर पीढ़ी को कर्तव्य पथ पर चलने के लिए प्रेरित करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) October 2, 2021
I bow to respected Bapu on Gandhi Jayanti. His noble principles are globally relevant and give strength to millions.
আরও পড়ুন : Sevagram Ashram : স্বাধীনতা সংগ্রামের ভরকেন্দ্র ছিল সেবাগ্রাম আশ্রম
প্রধানমন্ত্রী ছাড়াও গান্ধির জন্মজয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ফুল দিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ রাষ্ট্রপতি ও সোনিয়া গান্ধি দুজনেই এরপর বিজয়ঘাটে যান ৷ রাজঘাটে গান্ধির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লোকসভার স্পিকার ওম বিড়লা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ দেশ ও দেশের বাইরে আজ গান্ধি জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে ৷
-
Congress interim president Sonia Gandhi pays floral tribute to Mahatma Gandhi at Rajghat #GandhiJayanti pic.twitter.com/S6hSTzPwHP
— ANI (@ANI) October 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congress interim president Sonia Gandhi pays floral tribute to Mahatma Gandhi at Rajghat #GandhiJayanti pic.twitter.com/S6hSTzPwHP
— ANI (@ANI) October 2, 2021Congress interim president Sonia Gandhi pays floral tribute to Mahatma Gandhi at Rajghat #GandhiJayanti pic.twitter.com/S6hSTzPwHP
— ANI (@ANI) October 2, 2021
2 অক্টোবর দিনটি বিশ্বজুড়ে অহিংস দিবস হিসেবে পালিত হয় ৷ সেই উপলক্ষে টুইট করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ৷ বিশ্ব জুড়ে শান্তির বার্তা দিয়েছেন তিনি ৷ লিখেছেন, "ঘৃণা, বিভাজন এবং দ্বন্দ্বের দিন কেটে গিয়েছে ৷ শান্তি, বিশ্বাস এবং সহিষ্ণুতার এক নতুন যুগের সূচনা করার সময় এসেছে । এই আন্তর্জাতিক অহিংস দিবস এবং গান্ধির জন্মদিনে আসুন তার শান্তির বার্তা শুনি এবং সকলের জন্য একটি ভাল ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ হই ৷"
-
Hatred, division and conflict have had their day.
— António Guterres (@antonioguterres) October 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
It is time to usher in a new era of peace, trust and tolerance.
On this International Day of Non-Violence - Gandhi's birthday - let's heed his message of peace, and commit to building a better future for all.
">Hatred, division and conflict have had their day.
— António Guterres (@antonioguterres) October 2, 2021
It is time to usher in a new era of peace, trust and tolerance.
On this International Day of Non-Violence - Gandhi's birthday - let's heed his message of peace, and commit to building a better future for all.Hatred, division and conflict have had their day.
— António Guterres (@antonioguterres) October 2, 2021
It is time to usher in a new era of peace, trust and tolerance.
On this International Day of Non-Violence - Gandhi's birthday - let's heed his message of peace, and commit to building a better future for all.