গোয়ালিয়র, 17 ফেব্রুয়ারি : উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জন্ম, কর্মক্ষেত্র মুম্বইতে ৷ এই দুই স্থানযোগ ছাড়াও ভারতের আরেক প্রান্তের সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল ডিস্কো কিং বাপ্পি লাহিড়ির (disko king Bappi Lahiri) ৷ মধ্যপ্রদেশের চম্বল ৷ যে জায়গার নাম শুনলে প্রথমেই মাথায় আসে ডাকাতদের কথা, সেই চম্বলের সঙ্গে বিশেষ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সকলের প্রিয় বাপ্পি'দা ৷
প্রখ্যাত এই সুরকার, সঙ্গীত শিল্পী তাঁর মেয়ে রিমা লাহিড়ির বিয়ে দিয়েছিলেন মধ্যপ্রদেশের মোরেনা জেলার চম্বলের জৌরা শহরে ৷ বাপ্পি লাহিড়ি এমন সময় চন্বলে রিমার বিয়ে দিয়েছিলেন যখন সেখানে ডাকাতদের আতঙ্ক চরমে ছিল ৷ খুব ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছিলেন ভারতে ডিস্কো গানের এই রাজা ৷ পাত্রের নাম গোবিন্দ বনশল ৷ মেয়ের বিয়ে উপলক্ষ্যে গোয়ালিয়রে এক সপ্তাহ কাটিয়েছিলেন ৷ সেই সময় এই শহরের অনেকের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর ৷
আরও পড়ুন : পঞ্চভূতে বিলীন ডিস্কো রাজা, বর্ণময় যুগের শেষে 'আলবিদা বাপ্পিদা'
বাপ্পি লাহিড়ির স্মৃতিচারণা করতে গিয়ে তাঁর জামাইয়ের বন্ধু সরফরজ জানালেন, প্রথম দেখাতেই তাঁকে আপন করে নিয়েছিলেন বাপ্পি, এত সহজে মিশে গিয়েছিলেন সকলের সঙ্গে যে মনেই হয়নি তিনি অত বড় নামী এক শিল্পী ৷
চম্বলে বিয়ে হলেও স্বামীর সঙ্গে মুম্বইতেই থাকেন রিমা ৷ শ্বশুর বাড়ির বাকি সদস্যরা থাকেন জৌরাতেই ৷ মুম্বইতেই গোবিন্দ বনশলের সঙ্গে প্রথম আলাপ হয় বাপ্পি লাহিড়ির ৷ পরে তাঁর মেয়ে রিমার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে গোবিন্দের ৷ দু'জনে বিয়ের সিদ্ধান্ত নেন ৷ বাবাকে বিষয়টি জানান রিমা ৷ 2006 সালে গোবিন্দের সঙ্গে রিমার বিয়ে হয় ৷ চম্বলে মেয়ের বিয়ে দেওয়া প্রসঙ্গে বাপ্পি লাহিড়ি বলতেন, "আমার মেয়ের যেখানে ইচ্ছে সেখানেই তাঁর বিয়ে দেব ৷"
মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সুরকার, গায়ক বাপ্পি লাহিড়ি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 69 বছর ৷ বৃহস্পতিবার মুম্বইতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷