চরখি দাদরি (হরিয়ানা), 27 ডিসেম্বর: কুস্তি ফেডারেশনের নবগঠিত কমিটিকে সাসপেনসনের ঘটনায় এবার মুখ খুললেন ববিতা ফোগত ৷ তিনি জানালেন, ক্রীড়ামন্ত্রক ভারতীয় কুস্তি কমিটিকে সাসপেন্ড করে ঠিকই করেছে ৷ এদিকে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেত্রী এবং প্রাক্তন কুস্তিগীর ববিতা ফোগত ভিনেশ ফোগতের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ ববিতা এনিয়ে বলেন, "সঠিক সময়ে এর উত্তর দেওয়া হবে।"
এদিকে সর্বভারতীয় কুস্তি সংস্থার কাজকর্ম দেখভালের জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক দায়িত্ব দিয়েছে অ্যাথলেটিক্সে সোনার রানি পিটি ঊষাকে। তিনি এমনিতেই ভারতীয় অলিম্পিক সংস্থার শীর্ষ আধিকারিক। তাই নিয়ম বশত কোনও সংস্থার কমিটি বাতিল হয়ে গেলে সেই দায়িত্ব পান অলিম্পিক সংস্থার সভাপতিই। সেই অনুযায়ী বুধবার 3 সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করে অলিম্পিক সংস্থা ৷ পিটি ঊষার নেতৃত্বাধীন অলিম্পিক্স সংস্থা যে কমিটি ঘোষণা করেছে তার মাথায় রয়েছেন ভূপিন্দর সিংহ বাজওয়া (উশু)। বাকি দু'জন হলেন এমএম সোমায়া (হকি) ও মঞ্জুষা কানওয়ার (ব্যাডমিন্টন)। নির্বাচন না-হওয়ায় বিশ্ব কুস্তি সংস্থা যখন ভারতীয় কুস্তি সংস্থাকে বরখাস্ত করেছিল, সেই সময় যে অ্যাড-হক কমিটি তৈরি করা হয়েছিল সেখানেও এই তিন জন ছিলেন। অর্থাৎ, পুনরায় তাঁদের উপরেই ভরসা রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন সঞ্জয় সিং। তিনি যৌন হেনস্তায় অভিযুক্ত কুস্তিকর্তা ব্রিজভূষণের ঘনিষ্ঠ বলে পরিচিত। নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনূর্ধ্ব-15 ও অনূর্ধ্ব-20 স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন সঞ্জয়। তিনি জানান, চলতি মাসের শেষে সেই প্রতিযোগিতা হবে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের মনে হয়েছে, কোনও পরিকল্পনা না-করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে অংশ নিতে চাওয়া কুস্তিগীররা নিজেদের তৈরি করার পর্যাপ্ত সময় পাবেন না। এরপরই কুস্তি সংস্থাকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৷
আরও পড়ুন: