ETV Bharat / bharat

Ayodhya Ram Temple: 2024-এর জানুয়ারিতেই অযোধ্যায় দর্শনার্থীদের জন্য খুলছে রামমন্দির - 2024 এর জানুয়ারিতেই খুলছে রামমন্দির

2020 সালের 5 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ভূমিপুজোর করে মন্দির তৈরির কাজ শুরু করেন ৷ ইতিমধ্যে মন্দির নির্মাণের 50 শতাংশ কাজ শেষ ৷ গত 23 অক্টোবর অযোধ্যায় গিয়ে প্রধানমন্ত্রী মন্দির (Ayodhya Ram Temple) তৈরির পরিস্থিতিও খতিয়ে দেখেন ৷

Ayodhya Ram Temple likely to open on January 2024
Ayodhya Ram Temple: 2024-এর জানুয়ারিতেই অযোধ্যায় দর্শনার্থীদের জন্য খুলছে রামমন্দির
author img

By

Published : Oct 25, 2022, 8:34 PM IST

নয়াদিল্লি, 25 অক্টোবর: 2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) ঢাকে কাঠি পড়ার ঠিক আগেই খুলে যাবে অযোধ্যার রামমন্দির (Ayodhya Ram Temple) ৷ ওই বছর জানুয়ারিতেই ওই মন্দিরে স্থাপন করা হবে ভগবান শ্রীরামের মূর্তি ৷ মঙ্গলবার এই তথ্য দিয়েছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই ৷

এদিন তিনি সংবাদসংস্থা পিটিআই-কে মন্দিরে শ্রীরামের মূর্তি প্রতিষ্ঠার দিনও জানিয়েছেন ৷ তাঁর কথায়, 2024 সালের জানুয়ারির মকর সংক্রান্তিতে মন্দিরের গর্ভগৃহে মূর্তি প্রতিষ্ঠা করা হবে ৷ তিনি আরও জানিয়েছেন যে ইতিমধ্যে মন্দির নির্মাণের 50 শতাংশ কাজ শেষ ৷ এখনও পর্যন্ত কাজের অগ্রগতি সন্তোষজনক ৷

প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হয় 2020 সালের অগস্টে ৷ ওই বছর 5 অগস্ট মন্দিরের ভূমিপূজন হয় ৷ ভূমিপুজো করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ তার পর থেকে শুরু হয়েছে নির্মাণ কাজ ৷ এদিন চম্পত রাই জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে মন্দিরের একতলার অংশ তৈরি হয়ে যাবে ৷ 2024 এর 14 জানুয়ারির আশপাশের কোনও দিনে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে ৷

2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্টে (Supreme Court) অযোধ্যার বিতর্কিত জমি রামের জন্মভূমি বলে জানিয়ে দেয় ৷ তার পর মন্দির তৈরির পথ প্রশস্ত হয় ৷ তার পর 2020 সালের 5 অগস্ট ভূমিপুজোর মাধ্যমে শুরু হয়েছে মন্দির তৈরির কাজ ৷

গত 23 অক্টোবর অযোধ্যায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে গিয়ে তিনি মন্দির তৈরির পরিস্থিতিও খতিয়ে দেখেন ৷ তার পর মঙ্গলবার জানিয়ে দেওয়া হল যে মন্দির খুলে যাবে 2024 সালের জানুয়ারিতেই ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মন্দির খোলার সময় যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ কারণ, রামজন্মভূমি আন্দোলনই জাতীয় রাজনীতিতে বিজেপিকে শক্ত জমি দিয়েছিল ৷ রামমন্দির নির্মাণের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়েছে গেরুয়া শিবির ৷ আদালতের রায় তাদের পক্ষে গিয়েছে ৷ তার পর থেকে মন্দির গেরুয়া শিবিরে চাপা উন্মাদনা রয়েছে ৷ লোকসভার ভোটের ঠিক আগে মন্দির খুলে গেলে, তা অবশ্য়ই গেরুয়া শিবিরকে বাড়তি অক্সিজেন দেবে ৷ যার লাভ তারা ভোটের ময়দান থেকে তুলতে কোমর বেঁধে নামবে ৷

আরও পড়ুন: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে, জানালেন মোদি

নয়াদিল্লি, 25 অক্টোবর: 2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) ঢাকে কাঠি পড়ার ঠিক আগেই খুলে যাবে অযোধ্যার রামমন্দির (Ayodhya Ram Temple) ৷ ওই বছর জানুয়ারিতেই ওই মন্দিরে স্থাপন করা হবে ভগবান শ্রীরামের মূর্তি ৷ মঙ্গলবার এই তথ্য দিয়েছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই ৷

এদিন তিনি সংবাদসংস্থা পিটিআই-কে মন্দিরে শ্রীরামের মূর্তি প্রতিষ্ঠার দিনও জানিয়েছেন ৷ তাঁর কথায়, 2024 সালের জানুয়ারির মকর সংক্রান্তিতে মন্দিরের গর্ভগৃহে মূর্তি প্রতিষ্ঠা করা হবে ৷ তিনি আরও জানিয়েছেন যে ইতিমধ্যে মন্দির নির্মাণের 50 শতাংশ কাজ শেষ ৷ এখনও পর্যন্ত কাজের অগ্রগতি সন্তোষজনক ৷

প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হয় 2020 সালের অগস্টে ৷ ওই বছর 5 অগস্ট মন্দিরের ভূমিপূজন হয় ৷ ভূমিপুজো করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ তার পর থেকে শুরু হয়েছে নির্মাণ কাজ ৷ এদিন চম্পত রাই জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে মন্দিরের একতলার অংশ তৈরি হয়ে যাবে ৷ 2024 এর 14 জানুয়ারির আশপাশের কোনও দিনে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে ৷

2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্টে (Supreme Court) অযোধ্যার বিতর্কিত জমি রামের জন্মভূমি বলে জানিয়ে দেয় ৷ তার পর মন্দির তৈরির পথ প্রশস্ত হয় ৷ তার পর 2020 সালের 5 অগস্ট ভূমিপুজোর মাধ্যমে শুরু হয়েছে মন্দির তৈরির কাজ ৷

গত 23 অক্টোবর অযোধ্যায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে গিয়ে তিনি মন্দির তৈরির পরিস্থিতিও খতিয়ে দেখেন ৷ তার পর মঙ্গলবার জানিয়ে দেওয়া হল যে মন্দির খুলে যাবে 2024 সালের জানুয়ারিতেই ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মন্দির খোলার সময় যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ কারণ, রামজন্মভূমি আন্দোলনই জাতীয় রাজনীতিতে বিজেপিকে শক্ত জমি দিয়েছিল ৷ রামমন্দির নির্মাণের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়েছে গেরুয়া শিবির ৷ আদালতের রায় তাদের পক্ষে গিয়েছে ৷ তার পর থেকে মন্দির গেরুয়া শিবিরে চাপা উন্মাদনা রয়েছে ৷ লোকসভার ভোটের ঠিক আগে মন্দির খুলে গেলে, তা অবশ্য়ই গেরুয়া শিবিরকে বাড়তি অক্সিজেন দেবে ৷ যার লাভ তারা ভোটের ময়দান থেকে তুলতে কোমর বেঁধে নামবে ৷

আরও পড়ুন: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে, জানালেন মোদি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.