অযোধ্যা, 4 জানুয়ারি: চলিত মাসের 22 তারিখ উদ্বোধন হবে রাম মন্দিরের ৷ এদিনই রামলালার প্রাণ প্রতিষ্ঠা ৷ তার আগেই ঢেলে সাজানো হচ্ছে রামের জন্মভূমি অযোধ্যা ৷ শহরটিকে 'সোলার সিটি' হিসেবে গড়ে তোলার কথা অনেক আগেই জানিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে ৷ এবার থেকে 'সোলার ট্রি'-র সাদা ও স্নিগ্ধ আলোয় আলেকিত হবে শহরটি ৷
দেশের সবচেয়ে বড় রাজ্যে বিদ্যুৎ সরবারহ করে উত্তরপ্রদেশ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি (ইউপিএনইডিএ) ৷ তবে 'সোলার ট্রি' প্ল্যান্ট চালু হওয়ায় এবার থেকে ইউপিএনইডিএ- বিদ্যুতের উপর নির্ভরতা অনেকটাই কমবে শহরবাসীর ৷ তবে এখানেই শেষ নয়, আরও পরীক্ষা-নীরিক্ষা চলছে শহরটির উন্নতির জন্য ৷
শহরের 52টি জায়গা বেছে নেওয়া হয়েছে: অযোধ্যার বড় রাস্তার মোড় থেকে শুরু করে বিভিন্ন ঘাট ও পার্কগুলিতে লাগানো হচ্ছে 'সোলার ট্রি'। বর্তমানে 34টি পার্কে এক কিলোওয়াট ক্ষমতার সোলার ট্রি এবং 8টি পার্কে আড়াই কিলোওয়াটের 43টি 'সোলার ট্রি' বসানো হয়েছে । এ ছাড়াও এক কিলোওয়াটের বেশকিছু 'সোলার ট্রি' বসবে আরও 6টি জায়গায় ৷ এবং 10টি জায়গায় আড়াই কিলোওয়াটেরও কয়েকটি 'সোলার ট্রি' বসানোর কাজ চলছে ৷ এভাবেই অযোধ্যার পার্কগুলিকে সৌরশক্তি দিয়ে আলোকিত করার চেষ্টা চলছে । আর এই জন্য নগরের 52টি স্থান নির্বাচন করা হয়েছে।
8টি জায়গায় আড়াই কিলোওয়াটের 'সৌর ট্রি' স্থাপন করা হয়েছে: ইউপিএনইডিএ-এর আধিকারিক প্রবীণ নাথ পান্ডে বলেন, "52টি জায়গায় 'সোলার ট্রি' বসানোর পরিকল্পনা ছিল। ইতিমধ্যে 34টি পার্কে এক কিলো ওয়াট ক্ষমতার সোলার ট্রি বসানো হয়েছে। বাকি 6টি জায়গায় কাজ চলছে । দ্রুত সম্পন্ন করা হবে । এ ছাড়া আরও 18টি জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে আগামিদিনে বসানো হবে সোলার ট্রি ৷ শহরের বিভিন্ন পার্কগুলির সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা হচ্ছে 'সোলার ট্রি প্ল্যান্ট'। সোলার ট্রি-র পাতার নীচের দিকের অংশই হবে আলোর উৎস ৷ সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিজে থেকেই জ্বলে উঠবে আলোগুলি ৷ এক কিলোওয়াট সোলার ট্রি লাইটের দাম আনুমানিক 2লাখ 82 হাজার টাকা। জানিয়েছেন ইউপিএনইডিএ-এর এক আধিকারিক প্রবীণ নাথ পান্ডে ৷
কোথায় কোথায় 'সোলার ট্রি' প্ল্যান্ট বসানো হয়েছে: এখনও পর্যন্ত শহরের সার্কিট হাউস, কমিশনার অফিস, সূর্যকুন্ড দর্শন নগর গেট, স্টেট ব্যাঙ্ক কলোনি, সুলতানপুর, কমিউনিটি সেন্টার পার্ক, সাহাবগঞ্জ ওয়ার্ড মোড়, বৈদিনগর, বলদেব অ্যাকাডেমি, পাম্পহাউস পার্ক, কৌশলপুরী ফেজ-1, যোগ সেন্টারের সামনে পার্ক, কৌশলপুরী ফেজ-1। নলকূপ পার্ক, বাহাদুরগঞ্জ ওয়ার্ড, রোহিণী কলোনি, শিব মন্দির পার্ক, আমানিগঞ্জ-সহ একাধিক এলাকায় এই 'সৌর ট্রি' বসানো হয়েছে এক কিলোওয়াটের ৷
এছাড়াও, শহরের লাল পার্ক, সাকেতপুরী, নবগ্রহ পার্ক সূর্যকুণ্ড, শ্রী রাম গেস্ট হাউসের কাছে অশ্বনীপুরম, সার্কিট হাউস পার্ক, যোগ ওয়ালা পার্ক অবধপুরি, অনুরাগ মিশ্রের বাড়ির সামনেরক এলাকা কৌশলপুরী পার্ক, এলআইজি । কৌশলপুরী, জেবি পুরম পার্ক, অবধপুরী পার্কে সোলার ট্রি প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। বাকি জায়গাগুলোতেও দ্রুত কাজ চলছে আড়াই কিলোওয়াট সোলার ট্রি প্ল্যান্ট বসানোর ৷
আরও পড়ুন: