অযোধ্যা, 29 ডিসেম্বর: রাম মন্দির উদ্বোধনের আগেই বদলে যাচ্ছে অযোধ্যা বিমানবন্দরের নাম। পুরষোত্তম শ্রী রামের বদলে নতুন নাম মহর্ষি বাল্মিকী বিমানবন্দর ৷ সংস্কারের পর এই নাম বদল হয়েছে বেশ দ্রুত । শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংস্কার করা বিমানবন্দরটি উদ্বোধন করতে আসবেন । তার 48 ঘণ্টা আগে নাম বদল করা হয় । শুধু নাম বদলই না, সংস্কারের পর এই বিমানবন্দরের পরিষেবাও চালু হবে খুব দ্রুত । 30 ডিসেম্বর উদ্বোধন, বিমান চালু 6 জানুয়ারি থেকেই । লক্ষ্য, রাম মন্দির উদ্বোধনের আগেই বিমান পরিষেবা চালু করা ।
বিমানবন্দর থেকে উদ্বোধনী বিমানটি 30 ডিসেম্বর দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবে । 6 জানুয়ারি থেকে এটি নিয়মিত যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে । প্রাথমিকভাবে, 6 জানুয়ারি থেকে দিল্লির ফ্লাইট শুরু হবে । এরপরে, 11 জানুয়ারি থেকে আমেদাবাদে সরাসরি বিমান পরিষেবা শুরু হবে । 15 জানুয়ারি থেকে মুম্বইয়ের পরিষেবা শুরু হবে ৷
অযোধ্যা থেকে অন্যান্য রাজ্যে যোগাযোগের বিমান পরিষেবা 6 জানুয়ারি থেকে শুরু হবে । প্রথমে ইন্ডিগো, পরে ইন্ডিয়ান এয়ারলাইনস এবং অন্য বিমান সংস্থা এই পরিষেবার সঙ্গে যুক্ত হবে ৷
এই বিমানবন্দর চালু হলে দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত যাত্রীদের সুবিধা হবে । এখনও পর্যন্ত যারা বিমানে অযোধ্যায় আসতে চেয়েছিলেন, তাদের লখনউ থেকে অযোধ্যায় সড়কপথে যেতে হত । এই বিমানবন্দরে পরিষেবা চালু হলে আর কোনও অসুবিধা থাকবে না ৷ প্রধানমন্ত্রীর সফরের জন্য অযোধ্যা প্রশাসন কোনও খামতি রাখছে না । নিরাপত্তা জোরদারের পাশাপাশি রাস্তা মেরামত করা হয়েছে ৷ 29 ডিসেম্বর সন্ধ্যা থেকে অনুষ্ঠানস্থলের আশেপাশে ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ।
আরও পড়ুন :
1 দত্তপুকুরের সৌরভের হাতেই রূপ পাচ্ছে রাম মন্দির, ফুটে উঠছে রামলালার জীবনী; আপ্লুত বাবা-মা
2 দত্তপুকুরের জামালউদ্দিনের হাতে তৈরি রামের মূর্তি শোভা পাবে অযোধ্যায়
3 অযোধ্যায় মোদির ঝটিকা সফর ঘিরে বাড়তি নিরাপত্তা, বদলে গেল স্টেশনের নাম