মেলবোর্ন, 1 নভেম্বর : শনিবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে কোভ্যাকসিন নিয়ে আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যত দ্রুত সম্ভব ভারতে তৈরি কোভ্যাকসিনকে আন্তর্জাতিক ছাড়পত্র দিলে আগামী বছর গোটা বিশ্বে 500 কোটি কোভ্যাকসিনের ডোজ সরবরাহ করবে ভারত ৷ হু'র কাছে প্রধানমন্ত্রীর এমন আর্জির 48 ঘণ্টার মধ্যেই বড়সড় সাফল্য ৷ অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রকের স্বীকৃতি পেল কোভ্যাকসিন ৷ সোমবার এক বিবৃতি জারি ভারতে তৈরি ভ্যাকসিনকে অনুমোদন দিল অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রক ৷
অর্থাৎ, কোভ্যাকসিন নিয়ে অস্ট্রেলিয়ায় প্রবেশাধিকারে আর কোনও বাধা রইল না ৷ কোভ্যাকসিনের (12 বছর বয়সী এবং তার ঊর্ধ্বে কোভ্যাকসিন গ্রহণকারী) পাশাপাশি অস্ট্রেলিয়ায় স্বীকৃতি পেল চিনের তৈরি করোনা ভ্য়াকসিন সিনোফার্ম (18 বছর বয়সী থেকে 60 বছর বয়স পর্যন্ত ) ৷ ফাইজার, কোভিশিল্ড এবং করোনাভ্য়াকের পর এই দুই ভ্যাকসিনকে সেদেশে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রক ৷
এদেশে অস্ট্রেলিয়ান হাই-কমিশনার ব্যারি ও'ফারেল এক টুইটে বলেন, "আজ থেকে কোভ্যাক্সিন নেওয়া যাত্রীরা অস্ট্রেলিয়ায় প্রবেশাধিকারে ছাড়পত্র পাবেন ৷" পাশাপাশি অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, এই ছাড়পত্রের ফলে ভীষণভাবে উপকৃত হবে এদেশে পড়াশুনার কারণে এবং কর্মসূত্রে থাকা ভারত এবং চিনের সাধারণ মানুষ ৷
এতদিন কোভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলেও অস্ট্রেলিয়ায় পৌঁছে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছিল এদেশের নাগরিকদের ৷ সেক্ষেত্রেও অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দাদের এবং বাকিদের সীমিত সংখ্যায় অনুমতি দেওয়া হচ্ছিল ৷ আজকের পর থেকে তা শিথিল হল ৷ তবে ভ্যাকসিনের দু'টো ডোজই বাধ্যতামূলক এক্ষেত্রে ৷