প্রয়াগরাজ, 14 এপ্রিল: আইনজীবী উমেশ পাল খুনের ঘটনায় পুলিশি হেফাজতে কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ছোট ভাই খালিদ আজিম ওরফে আশরাফ ৷ বৃহস্পতিবার পুলিশ তাদের হেফাজতে নিয়েছে ৷ এদিন পুলিশ মাফিয়া ভাইদের নাইনি সেন্ট্রাল জেল থেকে হেফাজতে নিয়ে সরাসরি ধুমনগঞ্জ থানায় পৌঁছয় ৷ রাতভর আতিক ও আশরাফকে জেরা করে ধুমনগঞ্জ পুলিশ ৷ থানাতেই রাত কেটেছে গ্যাংস্টার ও তার ভাইয়ের ৷ এদিক গতকালই পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে আতিকের ছোট ছেলে আসাদ আহমেদের ৷
সূত্রে জানা গিয়েছে, শুধু উমেশ পাল হত্যা মামলা নয়, পুলিশ তাদের পাকিস্তান-যোগ নিয়েও প্রশ্ন করেছে ৷ বৃহস্পতিবার, 13 এপ্রিল দিনটা আতিক আহমেদের জন্য অনেক দিক দিয়েই যন্ত্রণাদায়ক ছিল ৷ আদালতে যখন তাকে হেফাজতে নেওয়ার সওয়াল-জবাব চলছে, সেই সময় গ্যাংস্টার তার জীবনের সবচেয়ে দুঃখজনক খবরটি পেয়েছে ৷ এনকাউন্টারে মৃত্যু হয়েছে ছেলে আসাদের ৷
ছেলের মৃত্যুর খবর শুনে আদালত কক্ষেই ভেঙে পড়ে আতিক ৷ গ্যাংস্টার হলেও কান্না আটকাতে পারেনি সে ৷ আদালতের মধ্যেই তার চোখ দিয়ে জল ঝরতে থাকে ৷ এদিন আদালত আতিক আহমেদকে 17 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷ এরপর রাতেই পুলিশ কারাগার থেকে আতিককে নিজেদের হেফাজতে নিয়ে নেয় ৷ ছেলে আসাদের মৃত্যুর খবর পাওয়ার কয়েক ঘণ্টা পরেই পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ শোক তাকে বিভোর করে রাখলেও ছেলের মৃত্যুতে তা প্রকাশ করার সময়ও পায়নি উমেশ পাল খুনে অভিযুক্ত ৷
ধুমনগঞ্জ থানার কাছে পুলিশ কনভয়ের পিছনে থাকা গণমাধ্যমের গাড়ি থামিয়ে দেওয়া হয় ৷ পাশাপাশি থানার সামনে ব্যারিকেড দিয়ে রাখা হয় ৷ কাউকেই পুলিশ কনভয়ের দিকে যেতে দেওয়া হয়নি ৷ প্রসঙ্গত, ধুমনগঞ্জ থানাতেই উমেশ পাল হত্যার মামলাটি চলছে ৷ পুলিশ এখন দুই মাফিয়া ভাইদের কাছ থেকে উমেশ পাল হত্যার ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত তথ্য জানার চেষ্টা করছে ৷ আইনজীবী উমেশ পালকে হত্যা করতে তারা কী পরিকল্পনা করেছিল ? এছাড়া আতিক ও তার ভাই আশরাফকে পাকিস্তান থেকে অস্ত্র আনার বিষয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ ৷
আরও পড়ুন: আইনের ছাত্র থেকে কুখ্যাত অপরাধী, 47 দিনে বদলে গিয়েছিল আসাদের জীবন