নয়াদিল্লি, 20 মে : আগামী দিনে করোনা বাগে আসবে, নাকি আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, তা নির্ভর করছে আমাদের আচরণ ও সরকারি ব্য়বস্থাপনার উপর ৷ কার্যত এমনটাই জানিয়ে দিল বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি প্যানেল ৷ প্য়ানেলের সদস্যরা জানিয়েছেন, খুব সম্ভবত জুন মাসের শেষেই কমে যাবে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ ৷ দৈনিক সংক্রমণে নেমে যাবে 15 হাজার থেকে 25 হাজারের মধ্য়ে ৷ তবে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি বা দেশজুড়ে ব্য়াপক টিকাকরণ যদি না হয়, তাহলে আগামী ছয় থেকে আট মাসের মধ্যেই ভারতে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ ৷
তিন সদস্যের এই বিশেষজ্ঞ প্য়ানেলটি তৈরি হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের আওতায় ৷ করোনা সংক্রমণের ভয়বহতা নিয়ে একটি ম্যাথেমেটিক্য়াল মডেল তৈরি করছে এই প্য়ানেল ৷ যার অন্যতম সদস্য হলেন হায়দরাবাদ আইআইটি-র অধ্যাপক ড. এম বিদ্য়াসাগর ৷
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড. এম বিদ্য়াসাগর বলেন, ‘‘মানুষ কোভিড বিধি মানেননি বলেই করোনার দ্বিতীয় ঢেউ এতটা ব্য়াপক আকার নিয়েছে ৷ তবে এটাও সত্যি, যাঁরা প্রথম ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন এবং সেরে ওঠায় করোনার বিরুদ্ধে তাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছিল, ইতিমধ্য়েই তাঁদের অনেকের সেই ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে ৷’’
আরও পড়ুন : দেশে করোনা সংক্রমণ কোথায় কত, দেখে নিন এক ক্লিকে
ড. এম বিদ্য়াসাগরের দাবি, করোনার বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধকারী ক্ষমতা তৈরি হলেও তার স্থায়িত্ব ছয় থেকে আট মাসের বেশি নয় ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে 30 শতাংশই আগেরবারও কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৷ এক্ষেত্রে টিকাকরণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ প্য়ানেলের সদস্যরা ৷